Breaking Bharat: সংসারের প্রয়োজনে, বাড়ির দরকারে ঋণ (Home loan) নেওয়া ছাড়া আর কোন গতি থাকে কি? লোভে পাপ পাপে মৃত্যু? কথার কথা নয় তবে বাস্তবেই এমন ঘটনা ঘটছে! আপনি জানেন কি?
মানুষের প্রয়োজন কখনো ফুরোয় না। কিন্তু প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে চলার মত অবস্থা সবসময় থাকে না। তখনই প্রয়োজন হয় বাইরের সাহায্যের। এরপর একের পর এক ভুল পদক্ষেপে পরিণতি মৃত্যু ছাড়া অন্য কিছু হয় না। এক কথায় বলতে গেলে অতিরিক্ত টাকার প্রয়োজনে এখান ওখান থেকে ঋণ নেওয়ার কথাই বলছি।
চিকিৎসা করাতে টাকার দরকার কিন্তু কোথায় আছে টাকা?
সব সময় প্রয়োজনের তাগিদে সবদিক যাচাই করে নেওয়ার মতো সময় বা মানসিকতা থাকে না। আর এরকম ঘটনা ঘটলে সেখানেই লুকিয়ে থাকে বিপদের আশঙ্কা। দিন দিন বাড়ছে জালিয়াতির ঘটনা তাই সাবধানতা অবলম্বন করা সবার আগে দরকার।
মানুষের সবথেকে বড় অসহায়তা যখন তার কাছে টাকা থাকে না। ঠিক এই মুহূর্তটায় যেন হাজার একটা সমস্যা এসে ঘিরে ধরে। যদি নিজের মানুষ মানে, প্রিয় মানুষের অসুস্থতা হয় তখন তো চোখের জলে আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোন উপায় মিলে না। চিকিৎসা করাতে টাকার দরকার (Money is needed for treatment) কিন্তু কোথায় আছে টাকা?
সংসারের প্রয়োজনে বাড়ির দরকারে ঋণ (Home loan):
দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের কাছে এটা একটা বড় চিন্তা? সংসারের প্রয়োজনে বাড়ির দরকারে ঋণ (Home loan for household needs) নেওয়া ছাড়া আর কোন গতি থাকে কি? আসলে এই ঘটনা আজকের নয় যুগ যুগ ধরে এই ভাবেই একদল শাসক হয়েছে একদল শোষিত হয়েছে। দেনার দায় বাড়তে বাড়তে এমন চরম পর্যায়ে পৌঁছেছে যখন আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় পাওয়া যায়নি।
আজকাল এটা অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল যুগে এখানে ওখান থেকে ঋণ পাওয়ার প্রলোভন আছে যা মাথা ঘুরিয়ে দেবে। খুব স্বাভাবিকভাবেই হাতের কাছে সমস্যার সমাধান যদি পাওয়া যায়। সব থেকে বড় কথা মাসের শুরু থেকে ই এম আই এর বোঝা কাটাতেও অনেকের ঋণের উপর ঋণ নেন।
অ্যাপ ডাউনলোড করলেই ইনস্ট্যান্ট ক্যাশ:
বেশিরভাগ ক্ষেত্রেই ঋণ নিতে গেলে খুব একটা বেশি ঝক্কি পোয়াতে হয় না । আর সবথেকে বড় সমস্যার কারণ যে নথিপত্র সেটারও প্রয়োজন পড়ে না। ব্যাস প্রলোভনে পড়ে এই সুযোগ নিতে চান অনেকেই। এসবের জন্য শুধু একটা অ্যাপ ডাউনলোড করলেই হাতের কাছে ইনস্ট্যান্ট ক্যাশ (Instant cash just by downloading the app)।
আসলে যে মৃত্যু ফাঁদ কেউ বোঝেনা। আজকের প্রতিবেদনে এমন কিছু অ্যাপের কথা বলব যেখান থেকে টাকা নেওয়ার আগে সতর্ক থাকুন না হলে বড় সমস্যায় পড়বেন ভবিষ্যতে।
বাড়ির ঠিকানা পরিচিতদের কন্টাক্ট সবটাই প্রতারকের হাতে?
কোন অ্যাপ ডাউনলোড করা মানে সেটি প্লে স্টোর থেকে পেতে হবে আপনাকে। এই কাজ যখনই করবেন প্রতারকরা আপনার ফোনের অ্যাক্সেস পেয়ে যাবে। এবার আপনার ফোনের গোপন নথি থেকে ছবি সবটাই চলে আসবে তাদের হাতের মুঠোয়। অ্যাকাউন্ট নম্বর থেকে বাড়ির ঠিকানা পরিচিতদের কন্টাক্ট সবটাই তো চলে গেল প্রতারকের হাতে।
এবার বাঁচবেন কি করে? প্রথমে তারা আপনাকে সহজেই লোন দিয়ে দেবে কিন্তু লোন আদায় করার সময় এমন ব্যবহার করবে যাতে আপনি আর কাউকে মুখ দেখাতে পারবেন না। অনেক ক্ষেত্রে আবার লোন দেওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাওয়া করার অত্যাধুনিক চালও অনেকেই দিয়ে থাকেন।
লোন অ্যাপগুলির সুদের হার ব্যাংকের থেকে আলাদা:
অনেকটা এক টাকা দিয়ে সাবস্ক্রাইব করলে ১০০ টাকা পাবেন এর মতো প্রলোভন। আবার অনেক ক্ষেত্রেই লোনের টাকা দেয়ার পর তা আদায়ের জন্য এমন ব্যবহার করতে শুরু করা হয় যখন মরে যাওয়া ছাড়া আপনার হাতে আর কোনো রাস্তা খোলা থাকে না। লোন অ্যাপগুলির সুদের হার ব্যাংকের থেকে অনেকটাই আলাদা (Interest rates on loan apps are different from banks)।
আরো পড়ুন – JOY MAA TARA : তারাপীঠের তারা মায়ের অপার লীলা, তার স্মরণে এলেই মনোবাঞ্ছা পূরণ? কী ভাবে?
বার্ষিক বা মাসিক সুদের কথা ছেড়ে দিন। সপ্তাহে সপ্তাহে সুদের হিসেব হয়। ন্যূনতম শোধ শুরু হয় প্রায় ১২ শতাংশ থেকে যা ৩৬ শতাংশ পর্যন্ত হতে পারে। কিন্তু যেহেতু প্রয়োজনের সময় এক মুহূর্তে টাকা পেয়ে যাচ্ছেন তাই মানুষ আর এই বিষয়টা নিয়ে খুব একটা ভাবনাচিন্তা করে না।
আরো পড়ুন – Bulletproof Cars : তারকাদের জীবন ঘিরে নিরাপত্তাহীনতা! তাই কি বুলেট প্রুফ গাড়ির দরকার?
এই লোন অ্যাপগুলি যত টাকা আপনাকে দেবে তার প্রসেসিং ফিস অনেকটা বেশি হবে। পাশাপাশি আপনি যদি সময় মত টাকা ফেরত দিতে না পারেন তাহলে যেভাবে আপনাকে হুমকি দেওয়া হবে সেটা আপনি কোনভাবেই মেনে নিতে পারবেন না। আপনার ছবি বিকৃত করে ভাইরাল করে দেবার থেকে শুরু করে প্রান নাশের হুমকি। সবটাই কার্যকরী করা হবে।
আরো পড়ুন – চারচাকা মানে সবার পছন্দ Mercedes? গাড়ি কিনতে চান? এসে গেল নতুন মডেল?
পুলিশের তরফ থেকে বারবার করে এই ধরনের প্রতারণা সংস্থা থেকে সাবধান থাকতে বলা হচ্ছে। সম্প্রতি আরবিআই ঘোষণা করেছে, ৬০০টি লোনদানকারী অ্যাপ ভারতে অবৈধভাবে ব্যবসা করছে । এই বিষয়ে তদন্ত করার পর এর মধ্যে ২৭টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে তারা। তাই স্বভাবতই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। জানি প্রয়োজন আছে কিন্তু লোভের বসে এমন কিছু করে ফেলবেন না যার জন্য বড় বিপদ ঘনিয়ে আসে।