Breaking Bharat: পার্টনার গোবিন্দার কন্যার সঙ্গে কী করলেন বলিউডের ভাইজান (Govinda’s daughter)? সম্পর্কে দূরত্ব বাড়লো নাকি ফাটল? কথায় বলে কাজের জগতে নাকি বন্ধু কেউই হয় না। যেটুকু হয় পুরোটাই লোক দেখানো। তখনই আসল সত্যিটা কি? প্রফেশনাল ফিল্ডে প্রকৃত বন্ধু বিরল।
বেস্ট ফ্রেন্ড ফরএভার বা bff হিসেবে অনেক নামই উঠে আসে কিন্তু তার আসল রসায়নের কথা জানতে পারেন না অনেকেই। আজকে এমন দুজনের কথা বলব যাদের একসঙ্গে সিলেবাস স্ক্রিনে দেখে হাসির রোল ওঠে দর্শকমনে। ব্যাপারটা খুব স্বাভাবিক। একজনের নাম গোবিন্দা, যার কমিক টাইম নিয়ে কারোর মনে কোন প্রশ্ন নেই।
আরেকজন সলমান খান। ইনি অবশ্য নানা চরিত্রে এবং নানা বিতর্কে ধরা দিলেও ক্যারিয়ারের শুরুতে অনেক হাসির ছবি করেছেন। দুজনে একসঙ্গে ফ্রেম বন্দী হয়েছিলেন পার্টনার ছবিতে। সিনেমার চিত্রনাট্য অনুযায়ী একে অন্যকে ভালবাসার জ্ঞান বিতরণ করেছিলেন। কিন্তু তাদের নিজেদের মধ্যে এতোটুকু ভালোবাসার সম্পর্ক নেই। জানেন কি আসল কারণ?
এত সুপারহিট ছবির সিক্যুয়াল কেন এলো না?
গোবিন্দা ভারতীয় সিনেমার দর্শকদের কাছে বরাবরের কমিক চরিত্র। তার ছবি দেখতে ভালোবাসেন না এমন দর্শক পাওয়া যায় না। হয়তো, গোবিন্দার ছবি মানে ভীষণ যুক্তি তর্ক এমনটা নয়। কখনো কখনো পেটে কিল মেরে হাসানোর মতো ছবিও করেছেন তিনি।
অন্যদিকে সলমান খান মানেই রাফ অ্যান্ড টাফ ছবি। তবে প্রথমবার দুজনে একসঙ্গে যে সিনেমায় যুগলবন্দী ঘটিয়েছিলেন তা ছিল পার্টনার (partner)। এত সুপারহিট ছবির সিক্যুয়াল কেন এলো না? বলিউড বলছে দুজনের দূরত্ব বেড়েছে। একটা সময় ছিল যখন একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।
গোবিন্দ নাকি পার্টনার করে মোটেই খুশি নন?
কিন্তু সেই ছবিটা এখনও অতীত। পার্টনার ছবি করার পর গোবিন্দার সঙ্গে আর অন্যান্য ছবি করতে আগ্রহী ছিলেন বলিউডের ভাইজান। কিন্তু কৌতুক অভিনেতা এড়িয়ে গেছেন গোবিন্দা এড়িয়ে গেছেন। গোবিন্দ নাকি পার্টনার করে মোটেই খুশি নন। তিনি মনে করেন ছবিতে তাকে গুরুত্ব দেওয়াই হয়নি।
সেই জন্য নাকি চূড়ান্ত অপমানিত বোধ করে ‘পার্টনার ২’-তে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউডের হিরো নম্বর ওয়ান। শুধুই কি এইটুকু কারণ, নাকি ঘটনার জল গড়িয়েছিল অনেক দূর পর্যন্ত?
বন্ধু গোবিন্দাকে কি আশ্বাস দিয়েছিলেন ভাইজান?
বলিউডের ভাইজান অনেকের ক্যারিয়ার গড়েছেন। আবার তার জন্য অনেকের জীবন শেষ হয়ে গেছে। এক্ষেত্রে সিনেমা বা অভিনয়ে জীবনের কথাই উল্লেখ করা হলো। কিন্তু সলমানের মত প্রভাবশালী অভিনেতার হাত যদি কোনও উঠতি নবাগত বা নবাগতার উপর থাকে তাহলে নিঃসন্দেহে তার পক্ষে ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়া সহজ হয়।
তাই বাবা হিসেবে গোবিন্দা চেয়েছিলেন নিজের মেয়ে নর্মদাকে লঞ্চ করুক তার পার্টনার বাডি সল্লু মিঞা। বন্ধু গোবিন্দাকে সেরকম আশ্বাস দিয়েছিলেন ভাইজান। কিন্তু একের পর এক ছবি মুক্তি পেলেও নর্মদা কে নিয়ে কাজ করার আগ্রহ দেখান নি সল্লু। তাতেই বেজায় চটে যান গোবিন্দা।
গোবিন্দাকে পার্টনার হিসেবে চেয়েছিলেন ভাইজান:
এরপর নর্মদা নিজের মতো করে আত্মপ্রকাশ করলেই সেভাবে সাফল্য পান নি। অথছ নিজের সিনেমা হিট করানোর জন্য গোবিন্দাকে পার্টনার হিসেবে চেয়েছিলেন ভাইজান। এবার আর গোবিন্দা রাজি হননি।সেই থেকেই দূরত্ব বাড়তে শুরু করেছিল। প্রকাশ্যে কোন ঝগড়া বা তর্ক হয়নি কারোর মধ্যে।
আরো পড়ুন – Sholay : সিনেমা মানে আজও ” কিতনে আদমি থে” ডায়ালগ! এখনো জনপ্রিয়তা শীর্ষে কেন শোলে?
কিন্তু দূরত্ব যে বেড়েছে তা সহজেই টের পেয়ে গেছিল বলিউড। শোনা যায়, যখন সলমনের সুপার হিট ছবি দাবাং এর জন্য নতুন নায়িকা খোঁজা হচ্ছিল, সেই সময় গোবিন্দা এবং তার পরিবার আশাবাদী ছিলেন। কিন্তু কমিটমেন্ট করে নিজের কথা শোনেননি সলমান। ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষীকে।
এই ছবি সোনাক্ষীকে যে আলাদা পরিচয় দিয়েছিল সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার ক্যারিয়ার এক লাফে উপরে উঠতে শুরু করে এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই। হয়তো এই ছবিতে থাকতে পারতেন গোবিন্দা কন্যা। তা হয় নি। আর সেই কারণেই বলিউডের সুন্দর এক বন্ধুত্বের সম্পর্কের ইতি ঘটেছিল।