Breaking Bharat: সাবধান! যেখানে সেখানে সেলফি তুলবেন না (Selfies is banned)! হতে পারে কড়া শাস্তি? আইন বলে কিছু দোষ দণ্ডনীয় অপরাধ। আবার কিছু দোষ ক্ষমা করে দেওয়া যায়। দ্বিতীয়টি অবশ্যই আইনের মত নয়।
চারপাশে ঘটতে থাকা চিরাচরিত ঘটনাবলী থেকে সমাজ যে ধারণা করে সেটাই তুলে ধরা হল। কিন্তু তাই বলে মানুষের কোন শখ কি অপরাধ হতে পারে? আলবাত পারে, তা না হলে বিশ্বের ৫টি জায়গায় শখের কারণে করা শাস্তির নিদান দেওয়া হয়? এতক্ষণ তো আপনাকে বলাই হয়নি কোন শখের কারণে এত চরম শাস্তির কথা বলছি আপনাকে।
ছবি তুলতে গিয়ে কেলোর কীর্তি? (Selfie):
মানুষের শখ প্রতি মানুষের ভীষণ প্রিয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ শখ পূরণ করতে পারেন না। সেটা কখনো সুযোগের অভাবে কখনো সময়ের আবার কখনো পকেটের দৈন্য দশার কারণে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে এমন কিছু শখ তৈরি হয়, যার জন্য আগে থেকে মানুষ প্রস্তুত থাকে না। অভ্যাসের বসেই তৈরি হয়ে যায় এই নতুন শখ।
একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন ধরুন ছবি তুলতে কে না ভালোবাসে? আজকালকার দিনে স্মার্টফোন মানে ‘সেলফি তো বানতা হ্যায় ‘ । হঠাৎ পাওয়া মুহূর্ত হোক বা জীবনের সেরা মুহূর্ত ফ্রেম বন্দী করে রাখতে চান সবাই। কিন্তু সেই মুহূর্তকে যদি ফ্রেমে ধরতে না দেওয়া হয়?
যেখানে সেলফি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ (Selfie):
মানে ধরুন করা কঠিন নিয়ম করে দেওয়া হলো না মানলে শাস্তি পেতে হবে। ভাবছেন তো ঠাট্টা করছি? একেবারেই না জানলে অবাক হবেন এরকম নিয়ম কিন্তু চালু আছে। এবং বিশ্বের এমন কিছু জায়গায় এই নিয়ম চালু আছে যার নাম আপনি প্রতিমুহূর্তেই শুনে থাকেন। আর যে যে দেশে এই নিয়ম আছে তার মধ্যে ভারতও ব্যতিক্রম নয়।
আজকে বিশ্বের ৫ জায়গার কথা বলব যেখানে সেলফি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনি সেখানে ভুল করেও সেলফি তোলেন তাহলেও আপনাকে রেয়াত করা হবে না সরাসরি শাস্তি দেওয়া হবে। বেশিরভাগ ক্ষেত্রেই মনে করা হয় পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা ঘটনাগুলোকে বোধহয় ফ্রেমবন্দি করে রাখলে তারপরে মনে করতে বা স্মৃতির রোমন্থনে তা কাজে আসবে।
কিন্তু বিশ্বাস করে দেখুন আপনি যখন সেলফি তুলতে ব্যস্ত (When you are busy taking selfies) তখন পৃথিবীর আরেক প্রান্তে আরও কোন একটা মজাদার ঘটনা বা সেরা ঘটনা ঘটছে । সেলফিতে মন দিলে ওই মুহূর্তটা যে মিস করে যাবেন। শুধু তাই নয় আপনার সেলফি তোলার কারণে অন্যজন বিব্রত হতে পারেন, তো সে বিষয়টা মাথায় রাখা দরকার।
এত কিছু ভেবে বিশ্বের ৫ পাঁচটি জায়গায় সেলফি তোলা কে আইনত অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই তালিকায় প্রথমেই আসে আফ্রিকার নাম। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের লায়ন পার্কে সেলফি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। আসলে প্রাকৃতিক পরিবেশে পশুদের দেখে স্বভাবতই বাচ্চারা এবং বড়রাও এই মুহূর্তকে নিজেদের ফোনের মেমোরিতে সেভ করে রাখতে চান।
অনেক ক্ষেত্রেই দেখা গেছে পার্কে আগত পর্যটকরা সিংহ বা ভাল্লুকের ছোটো বাচ্চাদের সঙ্গে সেলফি তুলছেন। ঘটনাটা যে কতটা মারাত্মক নিশ্চয়ই তার আঁচ করতে পারছেন। কেউ কিন্তু আবার নিজেকে অসীম সাহসী মনে করে প্রাপ্তবয়স্ক সিংহদের কে পাশে দাঁড় করিয়ে বা কখনো ভাল্লুকের সঙ্গে সেলফি তোলাতে ব্যস্ত হয়ে পড়েছেন।
বাঘ সিংহদের পাশে সেলফি তোলার প্ল্যানিং?
বহু বছর আগে চিড়িয়াখানায় বাঘের গলায় মালা পরাতে গিয়ে সেই ছেলেটির কি হয়েছিল সেই স্মৃতি নিশ্চয়ই ভুলে যাননি আপনি। তাহলে ভাবুন যখন বাঘ সিংহদের পাশে সেলফি তোলার প্ল্যানিং হচ্ছে তা দেখে প্রশাসন চুপচাপ বসে থাকতে পারে? মানুষের স্বার্থে এবং প্রাণীদের স্বার্থেও তাই লায়ন পার্কে সেলফি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
ডিজনি পার্ক সেলফি স্টিক নিষিদ্ধ করেছে সে খবর রাখেন?
যখন বাচ্চাদের কথা বলা হলো তাহলে ডিজনিল্যান্ড কেন বাদ যাবে? কিন্তু আজ থেকে প্রায় আট বছর আগে সব ডিজনি পার্ক সেলফি স্টিক নিষিদ্ধ করেছে সে খবর রাখেন? একটা কথা মনে রাখা দরকার আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই সেলফি স্টিক সম্পূর্ণ নিষিদ্ধ ডিজনি পার্কে ।
বিচের কাছে গিয়ে ছবি তোলার জন্য মোবাইল ক্যামেরা?
যদি সঙ্গে করে নিয়ে যান পার্কের বাইরেই সেটিকে রেখে যেতে হবে। এবার চলুন একটু ফুকেট থেকে ঘুরে আসা যাক। তবে হ্যাঁ বিচের কাছে গিয়ে ছবি তোলার জন্য মোবাইল ক্যামেরা নিয়ে যাবেন না প্লিজ। মানে সেলফির কথা বলছিলাম আর কি! এখানে ছবি তুলতে গিয়ে যদি ধরা পড়েন তাহলে আর রক্ষে নেই।
কিন্তু প্রশ্ন আসতেই পারে সমুদ্র সৈকতে ছবি তুলতে বাধা কোথায় মানে সেলফি তুলতে? এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। এই যে বিশ্বের বিভিন্ন জায়গায় সেলফি তোলাকে নিষিদ্ধ করা রয়েছে তার পেছনে কিন্তু নিরাপত্তা জনিত কারণ লুকিয়ে আছে (Taking selfies is banned in many parts of the world)।
যে বিচের ধারে সেলফি তোলার কথা বলা হচ্ছে, সেটি আসলে ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে। ফলে ফ্লাইট যখন টেক অফ করে তখন হাত বাড়িয়ে অনেকেই এমন এক একটা অঙ্গভঙ্গি করেন যাতে মনে হয় বিমানটি ধরে আছেন পর্যটক। সবটাই হয় সেলফি তোলার জন্য, অনেকটা হাতের মধ্যে সূর্য ধরার স্টাইলে।
আরো পড়ুন- Best friend’s : অদ্ভুত প্রেম এসেছে জীবনে? বেস্ট ফ্রেন্ডের প্রেমিকের প্রতি আকৃষ্ট হয়েছেন কখনো?
আর এর ফলে বিমান চালানোর সময় মনসংযোগ বিঘ্নিত হতে পারে পাইলটের যার জেরে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এখানে সেলফি তুলতে গিয়ে যদি ধরা পড়েন তাহলে করা শাস্তি পেতে হবে আপনাকে (If you are caught taking a selfie, you will be punished)।
এখানেও বিশেষ স্থানে সেলফি তোলা নিষিদ্ধ:
এবার আপনাকে নিয়ে যাব প্রেমের দেশে, গন্তব্য ফ্রান্স। এই বৃষ্টি এতটাই সুন্দর যে প্রেমে না পড়ে উপায় নেই। কিন্তু এখানেও বিশেষ স্থানে সেলফি তোলা নিষিদ্ধ।
জানেন কোন জায়গা? দক্ষিণ ফ্রান্সের সুন্দর গারুপ বিচ , এখানকার সমুদ্রের ঢেউ মন মাতিয়ে দেয়। আর সেলফি তুলতে গিয়ে অনেকেই ঢেউয়ের উচ্চতা ঠিকমতো বুঝতে পারেন না। ভালো ছবি তোলার আশায় অনেকেই গভীরে চলে যান। তাহলে বুঝতে পারছেন তো কত বড় বিপদ হতে পারে?
আরো পড়ুন- Kongthong : যেন জীবন পাখির মতো! কথা হয় সুরের ভাষায়, একে অন্যকে ডাকা হয় শিসের সুরে
সেই আশঙ্কা থেকেই এখানে সেলফি তোলা নিষেধ। সবশেষে বলি নিজের দেশের কথা। জালে অবাক হবেন বাণিজ্য নগরীতেও কিন্তু সেলফি তোলা উচিত নয় এরকম অনেক জায়গা আছে। সবার আগে বলতে হয় মেরিন ড্রাইভের কথা। মায়ানগরীর অন্যতম আকর্ষণ মেরিন ড্রাইভ।
আরো পড়ুন- shimla manali tour : পাহাড় ঘুরতে যাচ্ছেন? পকেট সামলে, আরও দামি সিমলা আর মানালির হোটেল!
সূর্যাস্ত হতে না হতেই প্রচুর মানুষ এখানে ভিড় জমান। কারো চোখে স্বপ্ন পূরণের আশা, কারোর মনে স্বপ্ন ভাঙার যন্ত্রনা- কিন্তু সবকিছুকে মনে করার জায়গা একটাই, মুম্বাইয়ের মেরিন ড্রাইভ। যত দিন যাচ্ছে জনবহুল হয়ে পড়ছে এই স্থান তাই সেভাবে বিধিনিষেধ না থাকলেও , পুলিশ টহল দেয় মাঝেমধ্যেই । দেখতে পেলে সেলফি তোলা লাটে উঠবে আপনার। কারণ এখানে সেলফি তোলার কারণে দুর্ঘটনা ঘটেছে। তাই প্রশাসন সদা সতর্ক।
আরো পড়ুন- Poppy Seeds : ভালোবাসার পোস্ত আসলে চক্রান্ত? বাঙালিকে নাকি জোর করে খাওয়ানো হয়েছিল পোস্ত?
শুনলেন তো সবই, তাহলে এবার ভাবুন। আচ্ছা কিছু ছবি যদি মনের ফ্রেমে বন্দি করে রাখা যায় তাহলে কেমন হয়? সে তো আজীবন থেকে যাবে। মাঝে মধ্যে পাতা উল্টে মনে করে নিলেই হল, তাই না?