Breaking Bharat: অদ্ভুত প্রেম এসেছে জীবনে? বেস্ট ফ্রেন্ডের (Best friend’s) প্রেমিকের প্রতি আকৃষ্ট হয়েছেন কখনো? প্রেম তো একটা অনুভূতি কিন্তু প্রেম মানে কি অস্বস্তি? অদ্ভুত এই প্রেমের কথাই বলবো আজ আপনাকে আর যদি তা হয় সেখান থেকে বেরোবার পথ কি সেটাও জানাব।
প্রেম বড় মধুর, দূরে বা কাছে যে অবস্থাতেই হোক না কেন প্রেমের একটা আলাদা অনুভূতি আছে। পৃথিবীর সব সম্পর্ক থেকে স্পেশাল হয় এটি। পরিস্থিতিতে কখন কার সাথে প্রেম হবে এটা বলা মুশকিল। তাই হতো বড় লোকের ছেলের গরিবের মেয়ের সাথে প্রেম বা গরিবের ছেলের হাইপ্রোফাইল মেয়েকে ভালো লাগার মত ঘটনা প্রতিমুহূর্তে ঘটতে থাকে।
আসলে প্রেম শব্দটার কোন সংজ্ঞা হয় না। এটা শুধুই একটা অনুভূতি যা দুটো মন একে অন্যকে স্পর্শ করে নিজেরা বুঝতে পারে। কিন্তু এই প্রেম নিয়ে মাঝে মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। প্রেম কি অস্বস্তির কারণ হতে পারে (Can love cause discomfort)?
বলিউড সিনেমা দেখে যারা প্রেমে পড়তে ভালোবাসেন তাদের জন্য আদর্শ প্রেমিক মানেই বলিউড বাদশা শাহরুখ খান। দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে রাজ হোক বা কুছ কুছ হোতা হ্যায় এর রাহুল, প্রেম মানেই দুটো হাত প্রসারিত করে প্রেমিকাকে আহ্বান জানানো। ভারতবর্ষের প্রতিটি মেয়ে নিজের প্রেমিকের মধ্যে ৯০ এর দশকের শাহরুখ খানকে খুঁজে বেড়ান।
কিন্তু সিনেমাটা তো আলাদা আর বাস্তবটা সম্পূর্ণ বিপরীত। তাই দুটো ছবি প্রায়ই মেলেনা। তবে সিনেমার কিছু কিছু কথা কিন্তু বাস্তব থেকে নেওয়া যেগুলো ১০০ শতাংশ সত্যি। তেমনই একটা কথা হল ভালোবাসা আসলে কী? শাহরুখ খান তার একটি সিনেমায় বলেছিলেন পেয়ার দোস্তি হ্যায় অর্থাৎ ভালোবাসা হল বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বই যদি ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়ায় তখন?
কারণ এক অস্বস্তিকর প্রেমের কথা বলছি আজ , যখন নিজের বেস্ট ফ্রেন্ডের প্রেমিকের প্রতি আকৃষ্ট হচ্ছেন আপনি (Attracted to best friend’s boyfriend)। এক্ষেত্রে প্রথমেই যেটা মনে আসে তা হল নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে না তো? খুবই যথার্থ একটা চিন্তাভাবনা কারন কাউকে ঠকিয়ে ভালো থাকা যায় না।
আপনি যার প্রেমে পড়ছেন সেই প্রেমিক মানুষটি আপনার প্রতিও কি একই অনুভূতি অনুভব করছেন? এই বিষয়টা নিশ্চিত হওয়ার আগেই নিজেকে একটু সময় দিন আর ভেবে নিন আপনি কোন পথে এগোতে চাইছেন। বন্ধুত্ব এই পৃথিবীর সব থেকে ভাল একটা সম্পর্ক যা কিন্তু অর্থ দিয়ে কেনা যায় না কারণ বন্ধুত্বের অর্থ অমূল্য।
সুতরাং একটা মানুষ আর একটা মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে যদি বন্ধুত্ব আর বিশ্বাসের ওপর প্রশ্ন তুলতে শুরু করে সমাজ তাহলে সেই সম্পর্ককে গুরুত্ব না দেওয়াটাই বাঞ্ছনীয়। একটা সম্পর্ক ভেঙে আরেকটা সম্পর্ক গড়লে তার পরিণতিও যে খারাপ হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তাই আগে থেকে সতর্ক হোন।
যদি মনে হয় আপনি প্রেমের সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে সবার আগে নিজের বন্ধুর সঙ্গে কথা বলুন। আর তাকে সবটা জানান। অনুভূতিরা বাধ্যতামূলক নয় তাই সবসময় যে সাধারণ নিয়ম মেনেই সেগুলো বিকশিত হবে এমন ধারণা করা ভুল।
কিন্তু এই পৃথিবীতে এমন কোন ঘটনা নেই যা কথা বলে মিটিয়ে নেওয়া যায় না। এর আগেও হয়তো আপনি প্রেমে পড়েছেন তখন সবার আগে নিজের বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই গোটা ঘটনা শেয়ার করেছেন। এবার ব্যতিক্রমী হওয়ার দরকার নেই। তিনি যদি ম্যাচিওর মানুষ হন আশা রাখি বুঝবেন আপনার বিষয়টি।
যেহেতু বন্ধুর প্রেমিক তাই হয়তো আপনার সঙ্গে ফোন আড্ডা কথাবার্তা সবই হয় কিন্তু পারো তো পক্ষে এবার থেকে সেটি এড়িয়ে চলুন। বিশেষ করে আপনার বন্ধুর অনুপস্থিতিতে তার সঙ্গে কোন যোগাযোগ রাখবেন না। যদি আপনি বুঝতে পারেন যে আপনার মনের কথা সেই প্রেমিক বুঝেছেন এবং তিনি আপনার সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন তাহলে একটু দাঁড়িয়ে যান।
কারণ এই ঘটনার অর্থ হল তিনি আপনার বেস্ট ফ্রেন্ডকে ঠকাচ্ছেন। একজনের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও আরও একজনকে জীবনে জায়গা দিতে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না তাকে। এমন মানুষের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইলে আপনাদের মাঝেও যে আবারো কেউ এসে পড়বে না সে বিষয়ে নিশ্চিত হতে পারেন কি? ভেবেচিন্তে প্রতিটা পদক্ষেপ ফেলুন।
আরো পড়ুন- single mother : পুরুষতান্ত্রিক সমাজে ‘সিঙ্গেল মাদার’ হওয়া কতটা চ্যালেঞ্জিং?
হুট করে বেস্ট ফ্রেন্ডকে এই বিষয়ে জানাতে গেলে তিনি আপনাকে ভুল বুঝতে পারেনি। আবার তার থেকে লুকোলেও পরে তার খারাপ লাগতে পারে। তাই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পুরো ব্যাপারটা সামাল দিতে হবে আপনাকে। তবে যে ভালো বন্ধু সে কিন্তু সবার আগে হয়তোবা প্রেমিকেরও আগে।
আরো পড়ুন- WWE এর উত্থান কোথা থেকে হলো? মল্লযুদ্ধ কী বাস্তবে হয়? না কি সবটাই কল্পকথা?
নতুন সম্পর্ক করতে গিয়ে পুরনো সম্পর্ককে ভাঙবেন না। যদি মনে প্রেমের অনুভূতি এসে থাকে তাহলে সেখান থেকে কয়েক স্টেপ পিছিয়ে গিয়ে অনলি ফ্রেন্ডস হয়ে থাকাটা কঠিন। তবে নিজেকে একটু অন্যভাবে ব্যস্ত রাখুন। চেষ্টা করুন যাতে আপনার মনের কথা আপনার বন্ধুর প্রেমিক না বুঝতে পারেন কারণ যদি বুঝে যান তাহলে তিনি তার সুযোগ নিতেও হয়তো পিছপা হবেন না।
আরো পড়ুন- child’s : সন্তানের জীবনের মূল উদ্দেশ্য কী ? ‘বাবা মা’ কে ভালো রাখার দায়িত্ব কি সন্তানের নয়?
আবার তিনি যদি খোলাখুলি বিষয়টি আপনার সঙ্গে আলোচনা করে জানিয়ে দেন যে আপনি নন আপনার বেস্ট ফ্রেন্ডই তার ভালোবাসা (Best friend is his love) তাহলে বুঝবেন সেই মানুষটি ভালো আর বন্ধুত্বটা বজায় রাখুন। অর্থাৎ বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তার প্রেমিক ও আপনার আরও একজন ভালো বন্ধু হয়ে উঠতে পারে। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতি পরিবেশের উপর। প্রাথমিকভাবে নিজের কথাটা আগবাড়িয়ে বিশ্বকে না জানানোই শ্রেয়।
আরো পড়ুন- Breast cancer : মহিলাদের বয়স ৩০ পেরোলেই সব থেকে বেশি চিন্তার কারণ কি ব্রেস্ট ক্যান্সার?
এই পৃথিবীতে এত সুন্দর যে সেখানে অনেকগুলো গল্প লুকিয়ে থাকে। একটা শেষ হয় একটা শুরু হয় কিন্তু কখনোই স্থান ফাঁকা থাকে না। তাই কি বলতে পারি আপনার গল্পটা একেবারে নিজস্বভাবে এবং যিনি আপনার মনের মানুষ হবেন তিনি অন্য কারোর প্রেমিক বা স্বামী বা বিশেষ মানুষ নন তিনি এই পৃথিবীতে এসেছেন শুধুই আপনার জন্য। অপেক্ষা করুন ভালো সময় এল বলে।