Breaking Bharat: কেনাকাটার ক্ষেত্রে অনলাইনেই শপিং? কিন্তু রিভিউ ছাড়া জিনিস (online Shopping) কিনলে ঘোর বিপদ!
আজকের যুগে মানুষের কাছে সময় বড়ই কম। চটজলদি হাতের কাজ সারা হয়ে যাক এমনটাই সবাই চান। তাই তো আজকাল সবচেয়ে বেশি ভরসা মোবাইলে। পড়া হোক বা খবর জানা, খাবার অর্ডার দেওয়া হোক বা কেনাকাটা, সব কিছুতেই ভরসা একটাই অনলাইন শপিং (online Shopping)। তবে যেভাবে বাড়ছে প্রতারণা তাতে খুব সাবধান! অজান্তে ভুল করার মাসুল দিতে হতে পারে বহুগুণ।
আজ অনলাইন কেনা কাটা নিয়ে কিছু কথা জানাই আপনাকে। পরিস্থিতির চাপে পড়ে আজকাল বাজার হাটে গিয়ে জিনিস কেনা প্রায় উঠেই গেছে। সেটা আলু পটল হোক বা পিৎজা পাস্তা বা ধরুন ফ্যাশনেবল জামা কাপড়। সব ক্ষেত্রেই সময় একটা বড় ফ্যাক্টর। তাই অনলাইনেই আস্থা বিশ্বাস ভরসা রাখেন সবাই (Everyone trusts online)।
তবে দিন দিন বাড়ছে সাইবার ক্রাইম। তাই একটু সচেতন হয়ে কেনাকাটা করতে হবে আপনাকে। পোশাক কেনার ক্ষেত্রে অবশ্য বাড়তি সচেতনতা, কারণ টাকার প্রতারনা নয় বরং জিনিসের কোয়ালিটি। অনলাইনে জামাকাপড় বা পোশাক কেনার সময়ে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত।
নাহলেই কিন্তু ঠকবেন! যখন কোনো সাইট থেকে কেনাকাটা করবেন তখন পরিচিত ব্র্যান্ড থেকে কেনাই ভালো। সবসময় তা অনেক বড় ব্র্যান্ড হতে হবে, এমন কোনও ব্যাপার নয়। কিন্তু এমন কোনও ব্র্যান্ডের পোশাক নিন, যাদের ড্রেস আপনি অনেকদিন পরছেন। অর্থাৎ আপনার কমফোর্ট টা ভীষণ দরকারি।
আপনার শরীরে ভালো ফিট হয় যে ব্র্যান্ডের পোশাক, তা বেছে নেওয়া উচিত আপনার। তাহলে রিস্ক ফ্যাক্টর একটু কম থাকবে আর কি! সস্তায় পাওয়া যায় এমন জিনিসের দিকে আমাদের ঝোঁক বরাবরই বেশি। বেশ কিছু ই-কমার্স ওয়েবসাইটে দোকানের থেকে কম দামেও পোশাক পাওয়া যায়।
আর এতে লাভ হয় ভেবেই আমরা ঝাঁপিয়ে পড়ে শপিং করতে থাকি। কিন্তু কথায় বলে ” ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না”। তাই পরে ঠকে যাওয়ার চেয়ে আগে বুঝে শুনে নেওয়াটাই ভালো। যেকোনো পোশাক কিনতে গেলে তার বিস্তারিত বিবরণ মানে ডিটেলস দেখা দরকার সবার আগে।
তাতে প্রাথমিক ভেবে আইডিয়া করতে পারবেন আপনি। প্রতিটি ই-কমার্স ওয়েবসাইটে ড্রেসের ডিটেলস দেওয়া থাকে। সেই ডিটেলসে চোখ বুলিয়ে নিন। দেখুন এই ড্রেস কোন মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। কতটা টেকসই হতে পারে বা কী কী সুবিধা আছে, সবটাই যাচাই করে নিন।
আরো পড়ুন- Ghost : তাহলে কি সত্যিই অশরীরীরা ঘুরে বেড়াচ্ছে আমাদেরই চারপাশে?
সেই মেটেরিয়াল আপনার জন্য ঠিকঠাক হবে কিনা, তাও জানা দরকার। নাহলে পরে সমস্যা হতে পারে। এছাড়াও আপনি যদি গরমের সকালে পরার মতো পোশাক পরেন, তাহলে নিশ্চয়ই সিল্কের ড্রেস নেবেন না। তাই অবশ্যই মেটেরিয়ালের উপর নজর দিন কেনার আগেই।
অবশ্যই নিজের সাইজের ব্যাপারটাও দেখে নেবেন। অনেক ক্ষেত্রে একেক সাইট এর পোশাকের ডিজাইন অনুযায়ী সাইজের তফাৎ হয়। সেটা অর্ডারের আগে ভালো করে বুঝে নিয়ে এগোবেন।
আরো পড়ুন- Hunger Pangs : খিদের জ্বালা বড় জ্বালা! কেউ বা পেল প্রচুর ,আবার কেউ খেলো না মোটেই!
এবার অত্যন্ত গুরুত্বপূর্ন দুটো বিষয় নিয়ে জানাই। এক হল, রিভিউ আরেক হল এক্সচেঞ্জ পলিসি। কোনও পোশাক অনলাইনে কেনার আগে অবশ্যই তার রিভিউ দেখে নিন। আগে যাঁরা এই পোশাক নিয়েছেন, তাঁরা কী লিখেছেন, অবশ্যই লক্ষ্য করুন।
আরো পড়ুন- Women : নারীর রূপ যত বেশি সে তত বেশি অহংকারী! এটা কি শুধু নারীর ক্ষেত্রেই প্রযোজ্য ?
এছাড়া যদি কেউ সেই ড্রেস পরে ছবি দিয়ে থাকেন তো আরও ভালো হয়। পোশাক কেনার সময় অবশ্যই এদিকটি লক্ষ্য করবেন। এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সেলারের থেকে ড্রেস নিয়ে থাকেন। ড্রেস না হলেও অনেক অ্যাকসেসরিজ নিয়ে থাকেন। সেসব অ্যাকসেসরিজ বা ড্রেসের এক্সচেঞ্জ ও রিটার্ন পলিসি অবশ্যই দেখে নিন।