Breaking Bharat: পায়ে নুপুর পরা হয় কেন? এমনকি নুপুর (Nupur foot jewelry) পরলে পিঠের ব্যথা নাকি কমে যায়? নারীর সৌন্দর্য তার বেশভূষণে, কিন্তু সাজের জন্য কি বিশেষ কোনো কারণ আছে? কপালে টিপ দেখতে সুন্দর লাগে…………..
তাহলে পায়ে নুপুর পরা হয় কেন?
সাজগোজ করাটা প্রতিটি মানুষের ব্যক্তিগত ব্যাপার। শুধুমাত্র বাইরের মানুষকে দেখানোর জন্য নয়, নিজেকেও সুন্দর করে দেখতে চান অনেকেই। যুগ যুগ ধরে নারী সৌন্দর্যের একটা আলাদা কদর ছড়িয়ে পড়েছে ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্তে।
প্রাচীনকালের মুনি ঋষি থেকে শুরু করে হালফিলের পুরুষ জাতি – সকলেই ঘায়েল নারীর সাজসজ্জা আর সৌন্দর্যের আতিশয্যে। কিন্তু শুধুই কি দেখতে সুন্দর লাগা নাকি এর পেছনেও আছে কোন কারণ? আজ সেই আলোচনায় আমাদের বিষয়ে পায়ের নুপুর (Nupur is worn on the feet)।
একটা সময় ছিল যখন বিয়ের জন্য কন্যা দেখতে এসে পাত্রপক্ষ বলতেন একটু হেঁটে চলে দেখানোর কথা। তখনই ছম ছম করতো পায়ের নুপুর। এর এক ভারী মিষ্টি শব্দ আছে বটে।মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করে তাদের পায়ের নুপুর। অনেকেই পায়ে ভারী নুপুর পড়তে ভালবাসে।
নুপুরের পেছনে পৌরাণিক কারণ আছে জানেন ?
তবে সময়ের সাথে সাথে ভারী নূপুর পরার ট্রাডিশন অনেকটাই কমে গেছে। এখন হালকা ধরনের নুপুর পরতে পছন্দ করেন অনেকেই। ইদানিংকালে ব্যস্ত সময়ে কাজের তাগিদে মেয়েদের বাইরে বেরোতে হয়। তাই অনেক ক্ষেত্রেই হালকা অ্যাংকলেট পরার চল হয়েছে।
তবে শুধুই যে সৌন্দর্য তা নয় পৌরাণিক কারণ আছে এই নুপুরের পেছনে। জানেন কি? আমরা সকলেই কম বেশি জানি যে শরীরে বিভিন্ন গয়না পরে থাকলে শরীর এবং স্বাস্থ্যের উপকার পাওয়া যায়।
সোনা বা রুপো যদি শরীরে মানে দেহের সঙ্গে মিশে থাকে তাহলে অনেক মহাজাগতিক লাভ পাওয়া যায় বলে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করা হয়। সেই জন্যই দেখে থাকবেন নানা রত্ন সোনা বা রুপোর তৈরি আংটি বা মাদুলির সঙ্গে পরার একটা রেওয়াজ আছে। প্রাথমিকভাবে মনে হতে পারে প্রচুর টাকার ব্যয়।
কিন্তু বিশ্বাসে যে যুক্তি মিশে যায় তাকে বোধহয় অন্য কোন যুক্তি দিয়ে খন্ডন করা যায় না। প্রাচীনকালে অনেক রীতিনীতি আমাদের মেনে চলতে হতো। প্রাচীনকালে মানুষেরা শিক্ষিত না হবার কারণে সেই সমস্ত রীতিনীতির আসল মানে বুঝতো না। তারা মানতে হয় তাই মানতো।
কিন্তু প্রাচীনকালে যে সমস্ত নিয়ম মেনে চলা হত, তার প্রত্যেকটির একটি বিশেষ কারণ থাকতো। ফিরে আসা যাক মূল প্রসঙ্গে। সোনার নুপুর অনেকেই পরে থাকতে পছন্দ করেন। কিন্তু সোনার যা দাম আগে পায়ে রাখবেন কি, ঘরে আনার সামর্থ্য নেই মধ্যবিত্তের। সেক্ষেত্রে রূপো বেছে নেন বেশিরভাগ মানুষ।
আরো পড়ুন- নেতা মন্ত্রী অসুস্থ হলেই SSKM-র উডবার্ন ওয়ার্ড! জানেন এই উডবার্ন ওয়ার্ডের অজানা কাহিনী
রূপো কিন্তু শরীরের সঙ্গে বেশ ভালোভাবে জুড়ে থাকতে পারে। রুপোর তৈরি হার বা আংটি অনেকেই সারা বছর সব সময় নিজেদের সঙ্গে রেখে দেন। রুপো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটি ধাতু।নিয়মিত রুপো পরলে নেগেটিভ এনার্জি দূরে থাকে।
আরো পড়ুন- Sleep : এই দেশের বিবাহিত দম্পতিরা আলাদা ঘরে, আলাদা বিছানায় ঘুমায়! কেন জানেন?
নুপুর পায়ের ব্যথা সারিয়ে দিতে পারে কি?
সম্পূর্ণ রুপো দিয়ে নুপুর তৈরি করতে পারলে, তা পায়ের ব্যথা সারিয়ে দিতে পারে জানেন কি? শুধু পায়ের ব্যথা নয়, পায়ে নুপুর পড়লে সেটি পিঠের ব্যথা কমিয়ে দিতে পারে (Wearing nupur reduces back pain)। কোনও সময় পায়ে যদি দুর্বলতা অনুভব করেন, তাহলে রুপো পড়লে অনেক সময় উপকার পাওয়া যায়, এমন ঘটনাও দেখা গেছে।
আরো পড়ুন- CMC Vellore : অনেকেই চিকিৎসা করাতে ভেলোরে যান! চিকিৎসার ক্ষেত্রে ভেলোর যেতে হয় কেন?
জ্যোতিষ বিজ্ঞানীরা মনে করেন মহাকাশের যে শক্তি আছে যে চৌম্বকীয় তরঙ্গ আছে তার সাথে রুপোর মতো ধাতব বস্তুর সংযোগ হয়। এর প্রভাব দেহের উপর পড়ে। সেই মতো তা কার্যকরী হয়।