Breaking Bharat: প্রেমে পড়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পরেছেন? এবার! (Love Relation) ভালোবাসায় শরীর কতটা দরকারি? সহবাস করে বিয়েতে অস্বীকার নাকি গোপন মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি?
শরীর আপনার, ভালোবাসার মানুষের সঙ্গে সুখ লাভের অনুভুতিও আপনার- কিন্তু যদি ব্যক্তিগত সব মুহূর্তই পর্ন তকমা পায়, তখন? আর গর্ভবতী হওয়ার ভয় আর ঝুঁকি তো আছেই, তাই না? তাহলে এই সব কিছুর আশঙ্কাকে মনের মধ্যে রেখে কীভাবে এগোবেন দাম্পত্যে?
এই চিন্তা সবচেয়ে বেশি কাদের বলুন তো? হ্যাঁ ঠিক ধরেছেন আমরা বলছি নারীদের কথা। আর তাঁদের শারীরিক মিলনের সাইড এফেক্টের কথা। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে (Physical intercourse in love)।
প্রেম ছাড়া বেঁচে থাকা যায়? (Love Relation):
প্রেম ছাড়া বেঁচে থাকা যায়? আরে নানা পাগল নাকি,এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য ভালোবাসার এতো রসদ, তা থেকে দূরে থাকবেন কী করে? জানেন আজও এই সমাজে প্রেম মানেই কোথাও যেন শরীরের টান যা অস্বীকার করতে পারবেন না কেউই। আর এখানেই যৌনতার হস্তক্ষেপ।
যাদের মধ্যে ঘটনা বা সম্পর্ক স্থাপন হচ্ছে, ঠিক পরের মুহূর্তেই তারা বোঝেন কোনও অন্যায় বা ভুল হল না তো? আর এই প্রশ্ন আসে যখন বিয়ের আগেই এই সম্পর্কে জড়িয়ে পড়েন কেউ। আর এর থেকে কত সমস্যা তাই না?
এই সমাজ পুরুষ তান্ত্রিক। যেখানে নারী মানেই কয়েক প্রহরের বিলাসসঙ্গিনি – এই ভাবনা যেন অতীত থেকে আজও একই ভাব চলে আসছে। আগেকার রাজ রাজাদের একাধিক পত্নী থাকার ইতিহাস তো প্রায় সর্বজনবিদিত।
কিন্তু আদৌ এতে পুরুষের কি সমস্যা হয়?
আনন্দ যদি দুজনেই পেতে যান তাহলে তো দায়ভার নিতে হবে উভয়কেই। যদি সেটা না করা যায় তখনই বিপদ । মোদ্দাকথা হলো, বিয়ের আগে শারীরিক সম্পর্ক নারীদের ঠেলে দিতে পারে ঝুঁকির মুখে, তাদের জীবনে ডেকে আনতে পারে নানাবিধ মারাত্মক সমস্যা। তাই সাবধান হোন এবং জেনে নিন অনাকাঙ্খিত সম্পর্কে কতটা সমস্যা হতে পারে।
ক্ষণিকের সুখ পেতে গিয়ে বড় ঝামেলা হবে না তো?
সব থেকে বড় কথা হল বিয়ের আগে শারীরিক সম্পর্কের ফলে গর্ভধারণ করে ফেললে তখন গর্ভপাত করা ছাড়া আর কোনো উপায় থাকে না। গর্ভপাত একটি ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। এতে যেমন শারীরিক ক্ষতি হয় তেমনি মানসিক ক্ষতির সম্মুখীনও হতে হয়।
গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণসহ নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। এর দীর্ঘমেয়াদী কুফলও রয়েছে। যেমন পরবর্তীতে গর্ভধারণে সমস্যা হওয়া বা গর্ভধারণ করতে না পারা ইত্যাদি। প্রথম সন্তান জন্মদানের আগে গর্ভপাতের ঘটনা ঘটলে পরবর্তীতে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান ধারনে সমস্যা দেখা দেয়। গর্ভপাতের মানসিক ক্ষতিও কম নয়।
সন্তান হারিয়ে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এমনকি অনেকে বিকারগ্রস্ত পর্যন্ত হয়ে পড়ে।আসলে আমাদের সমাজ আজও মানে যে , wealth loss , nothing loss; health loss, something loss; charecter loss, তাই উভয় লিঙ্গ সম্পর্কে জড়িয়ে পরলেও ভোগান্তি নয় নারীর, কারণ লজ্জা নারীর ভূষণ।
বিয়ের আগে প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে জড়ালে দাম্পত্য জীবনেও দেখা দিতে পারে নানা সমস্যা। নারীরা হতে পারেন স্বামীর অবিশ্বাসের পাত্র। এমনকি প্রেমিকের সাথে বিয়ে হলেও তিনি করতে পারেন নানা রকমের দোষারোপ, করতে পারেন চরিত্র নিয়ে সন্দেহ।
ঝগড়ার সময় হয়তো কথায় কথায় বলে বসতে পারেন যে, তার সাথে যেহেতু বিয়ের আগে শারীরিক সম্পর্ক ছিল এমনি হয়তো আরো অনেকের সাথেই ছিল। মোটকথা, দাম্পত্যের প্রতিটি পদে নারীকে শুনতে হতে পারে নানা রকমের কটু কথা। বয়ঃসন্ধিকাল থেকেই কিশোর-কিশোরীদের মধ্যে শারীরিক বিষয়াবলির প্রতি আকর্ষণ জন্মায়।
আরো পড়ুন- Darjeeling : পাহাড়ের রানি মানেই একটাই নাম দার্জিলিং ! কেমন আছে শৈল শহর?
ফলে প্রেমের সম্পর্কে কোনো কিছু না ভেবেই শারীরিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যায় বেশি। কিন্তু অপরিণত বয়সে শারীরিক সম্পর্কের পরিণতি হতে পারে মারাত্মক। এর ফলে হতে পারে যৌনসংক্রমণ, ক্যানসারের মতো ভয়াবহ সব রোগ। বিশেষ করে কমবয়সী মেয়েরা থাকে হুমকির মুখে। জরায়ুতে সংক্রমণ ও জরায়ু ক্যানসারের ঝুঁকি থাকে সর্বোচ্চ।
আরো পড়ুন- Bicycle : সাইকেল চালাতে পারলেই কেল্লাফতে! মিলবে রোগ থেকে মুক্তি?
ভালোবাসা মানে একটা বড় দায়িত্ব (Love is a big responsibility)। সেটা পালন করার মতো ক্ষমতা না থাকলে শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণের জন্য একটা দেহে আরেক দেহ মিশলে সামাজিক ক্ষতি তৈরি হয় কি? সম্পর্কে বিশ্বাস বড় কঠিন জিনিস, সেটা একবার আঘাত পেলে একটা বড় ক্ষত তৈরি হয়। আর এটা কোনও একজন মানুষের কথা নয়, এটা সমাজের অবক্ষয়ের ছবি।
আরো পড়ুন- Sundarbans forest : সুন্দরবনের জঙ্গল! সুন্দরবনের বন সুন্দরী কেন বিখ্যাত জানেন?
এভাবেই ভাঙছে বিয়ের মানসিকতা। সুস্থ সম্পর্ক থেকে ক্রমাগত সরতে সরতে যেন ভালো কিছুর থেকে কয়েক আলোকবর্ষ দূরে সরে গেলাম আমরা।