Breaking Bharat: বিয়ে করবে ছেলে মেয়ে ,প্রজাপতির (Butterfly) ভূমিকা কী? বিয়ের কার্ডে ‘শ্রীশ্রী প্রজাপতয়ে নমঃ’ কেন লেখা থাকে?
বিয়ের সাথে প্রজাপতির সম্পর্কটা কী?
বাঙালি বিয়ে মানে একটা রাজকীয় ব্যাপার। একাধিক নিয়মে জমজমাট বিয়ে বাড়ি। সাধারণত বাংলায় কোনও ঘরে ছেলে বা মেয়ের বিয়ে হলে খুব কম করে হলেও চার দিনের আগে অনুষ্ঠান মেটে না। আইবুড়ো ভাতে শুরু বৌভাতে গিয়ে শেষ। কিন্তু কি আশ্চর্য কথা বলুন তো? বিয়ে বাড়ির কাজ তো মানুষেরাই করেন তাহলে প্রজাপতির সম্পর্কটা কী? সব ছেড়ে হঠাৎ এই পতঙ্গকে কেন পাকড়াও?
আচ্ছা প্রজাপতি কি বিবাহিত?
প্রজাপতি এই মন মেলুক পাখনা, প্রজাপতি ছাড়া বিয়ে হয় না। কিন্তু সত্যি কথা প্রজাপতির সঙ্গে বিয়ের সম্পর্কটা কি এ ব্যাপারে কেউ সঠিক উত্তর দিতে পারবেন? এখানেই শেষ নয়, প্রজাপতির বিবাহ বাসরে আসা মানে বিয়ে সাকসেসফুল। আচ্ছা প্রজাপতি কি বিবাহিত? না তা তো নয় তাহলে এমন অদ্ভুত বিশ্বাস কেন?
‘শ্রীশ্রী প্রজাপতয়ে নমঃ’ প্রশ্ন হল এই প্রজাপতি কে?
অধিকাংশ হিন্দু বাঙালি বিয়ের কার্ডের একেবারে ওপরে ‘শ্রীশ্রী প্রজাপতয়ে নমঃ’ কথাাটি লেখা থাকে এবং একটা প্রজাপতির ছবি দেওয়া হয়। বরের বিয়ের গাড়িতেও ফুল দিয়ে তৈরি করা বড় প্রজাপতি আকৃতির মোটিফ দেখা যায়। বিয়ের বয়স হয়েছে এমন পুরুষ বা মহিলার গায়ে প্রজাপতি বসতে দেখলে হাসাহাসি করে বলা হয় যে, তাঁদের বিয়ের লগ্ন সমাগত। প্রশ্ন হল এই প্রজাপতি কে?
এবার তাহলে খোলসা করে বলা যাক যে প্রজাপতির সঙ্গে বিয়ের সম্পর্ক (Butterfly relationship with marriage) স্থাপন করা হয় সে কিন্তু পতঙ্গ নয়। প্রজাপতি হলেন পরমব্রহ্ম বা ব্রহ্মা। তিনি প্রজাদের পতি। প্রজা মানে সাধারণ প্রাণীর সৃষ্টি তাঁর হাতেই। সেই মহানপুরুষকে নমস্কার জানিয়েই বিবাহের পত্রশীর্ষে ‘শ্রীশ্রী প্রজাপতয়ে নমঃ’ কথাটি লেখা হয়, যার অর্থ- পরমব্রহ্মকে নমস্কার (wedding card says ‘Shri Sri Prajapataye Namah’)।
আরো পড়ুন- Pigeon : যুদ্ধ করেন সেনারা আর সেই সেনাদের বাঁচালো পায়রা, জানেন কি?
এর সঙ্গে পতঙ্গ প্রজাপতির কোনও সম্পর্ক নেই। তবে হ্যাঁ প্রজাপতির সৌন্দর্য নিয়ে কিন্তু কোন প্রশ্ন নেই। গুটি পোকার মধ্যে লুকিয়ে থাকে প্রজাপতি । যেন সমাজকে বুঝিয়ে দেয় গুণের মধ্যেই সুপ্ত থাকে রূপের কদর। আজকাল অনেকেই ঘর সাজাবার জন্য প্লাস্টিকের বা থার্মোকলের ডিজাইনার প্রজাপতি ব্যবহার করেন। এতে নিঃসন্দেহে ঘরের সৌন্দর্য বাড়ে।
আরো পড়ুন- Kota Rani : ভূস্বর্গ কাশ্মীরের মহারানীর নাম জানেন ? জানেন কাশ্মীরের ক্লিওপেট্রা কোটারানির কাহিনী?
সুতরাং বুঝতেই পারছেন সুন্দরীর সঙ্গে প্রজাপতির একটা সম্পর্ক তো আছেই। আর যদি সেই দিক থেকে বিচার করেন তাহলে বিয়ে জীবনের সুন্দর একটা অধ্যায়ের সূচনা। এখানেও প্রজাপতি শুভ! কি ঠিক বললাম তো?
যারা যারা বিবাহ যোগ্য তাদের প্রত্যেককেই প্রজাপতির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মত এই প্রতিবেদন এখানেই শেষ করলাম। এই বিষয়ে আপনার কিছু জানার বা জানানোর থাকলে আমাদের অবশ্যই জানাবেন।