Breaking Bharat: বাংলা ছবির বস সুপারস্টার জিৎ (jeet actor), জানেন কি লাইম লাইটে আসার নেপথ্য কাহিনী খুব একটা সহজ ছিল না? ও বন্ধু তুমি শুনতে কি পাও – আশা করি গানটার কথা ভোলেননি কোনো বাঙালি । উসকো খুসকো চুল, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি নিয়ে বাংলা ছবিতে হাজির এক নতুন নায়ক।
অন্ধকারে যেন এক চিলতে আলো পেল বাংলা সিনে দুনিয়া। বাংলা ছবির নতুন সাথীকে পেয়ে হাসি ফুটল দর্শকের মুখে। জিৎ ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। আজ তার জীবনের কথা (Jeet is an Indian actor)।
সুপারস্টার জিৎ, পুরো নাম জিতেন্দ্র মদনানী (Jitendra Madnani)। জন্মসূত্রে তিনি বাঙালী না হলেও জন্ম থেকেই তিনি বড় হয়েছেন দক্ষিণ কলকাতায়। ৩০শে নভেম্বর ১৯৭৮ সালে কলকাতার এক অবাঙালী পরিবারে তার জন্ম হয়। সেন্ট জোসেফ মেরি স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে ন্যাশানাল হাই স্কুল থেকে উচ্চশিক্ষা।
ভালো পড়াশোনা করে বড় হতে চেয়েছিলেন জিৎ (Jeet ) কিন্তু পারিবারিক সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি। ভবানীপুর এডুকেশান সোসাইটি কলেজে পড়াশোনা শুরু করলেও শেষ করা যায়নি। আজকের ঝকঝকে লাইফ স্টাইল এর আড়ালে রয়েছে অতীতের প্রচুর কঠিন লড়াই। তাই হিরো সুলভ আচরণ তার মধ্যে দেখা যায় না। তিনি মাটির মানুষ ঘরের ছেলে। জিৎ খুবই পারিবারিক।
এখনও কালীঘাটের নিজের পৈতৃক বাড়িতেই থাকেন। ২০১১ সালের ২৪শে ফেব্রুয়ারী মোহনা রতলানীর সঙ্গে বিয়ে। ১২ই ডিসেম্বর ২০১২ সালে কন্যা সন্তানের বাবা হন তিনি। জিৎ মানেই বিপরীতে কোয়েল মল্লিক (Koel Mallick) আর খুনসুটি মাখানো প্রেমের গল্প। জিকো কেমিস্ট্রি এভাবেই সারা ফেলে ছিল বাংলায়।
আরো পড়ুন- Hazarduari : মুর্শিদাবাদের হাজার দুয়ারীর নাম শুনেছেন? তবে হাজার দুয়ারীর ইতিহাস জানেন?
প্রথম ছবি প্রিয়াংকার সঙ্গে হলেও কোয়েলের সঙ্গে একটা আলাদা বন্ধুত্ব গড়ে ওঠে জিতের। দুজনে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছে বাংলা সিনেমা কে। শুরুর দিকের গল্পটা খুব একটা সহজ ছিল না। জিতের প্রথম ছবি ছিল চন্দু কিন্তু সেই ছবি সিনেমামহলে সেই ভাবে সাড়া ফেলেনি এবং ২০০১ সালের সেই ছবি কেউ মনে রাখে নি। চন্দু ছিল একটি তামিল সিনেমা।
আরো পড়ুন- Sonagachi : সোনাগাছির নিষিদ্ধ পল্লীর অজানা কাহিনী, জানলে আপনি খুব কষ্ট পাবেন?
২০০২ সালে পরিচালক হরনাথ চক্রবর্তী তার সাথী ছবিতে জিত-কে কাস্ট করেন (Saathi cast Jeet in the film)। প্রথমে সাথী ছবির জন্যে অভিনেতা প্রসেঞ্জিত চ্যাটার্জীর কাছে অফার যায়, কিন্তু একজন কলেজ ছাত্রের ভূমিকায় তিনি অভিনয় করতে চান নি, তাই অফার যায় নবাগত জিত-এর কাছে। পরবর্তীকালে এই প্রসঙ্গে এক সাক্ষাৎকালে জিৎ বলেছেন, সাথী না এলেও হাতি আসত, প্রতিভা এবং ডেডিকেশান থাকলে সাফল্য আসবেই।
আরো পড়ুন- Mayapur Iskcon : কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, মায়াপুরের ইসকন সম্পর্কে জানেন?
জিৎ মূলত অ্যাকশান হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও তার করা রোমান্টিক ছবি গুলিও যথেষ্ট জনপ্রিয়। যেমন বন্ধন, সঙ্গী, শুভদৃষ্টি ইত্যাদি। কমার্শিয়াল ছবি ছাড়াও জিৎ অন্য ধারার সিনেমাতেও অভিনয় করেছেন (Jeet a superstar in the Bengali film industry)।
যেমন রাজা সেন পরিচালিত কৃষ্ণকান্তের উইল এবং রয়াল বেঙ্গল টাইগার ইত্যাদি। আজকাল টেলিভিশনেও সঞ্চালনার দায়িত্বে জিত। শুধু তাই নয় প্রডিউসার হিসেবেও একের পর এক ছবি করে চলেছেন। বাংলা সিনে জগতের অন্যতম গুরুত্বপূর্ণ নক্ষত্র তিনি।