Breaking Bharat: হঠাৎ করে পাথরকুচি (Patharkuchi plant) গাছ হয়ে গেল কেন? আর এই পাথরকুচি গাছ যদি কেউ খায় কী হয়? পাথরের আকার ছোট হলে তাহলে পাথরকুচি বটে, কিন্তু এই গাছ কেন মূল্যবান জানেন কিছু?
কোনও প্রতিবেদন শুরু করতে গেলে যখন তা নিয়ে পড়াশোনা করতে হয় তখন সবার আগে একটাই কথা মনে হয়, এই পৃথিবীতে কত কিছুই না আছে কতটুকুইবা জানি? তবে হ্যাঁ জানার চেষ্টা করলে এমন অনেক তথ্য সামনে উঠে আসে যার সম্পর্কে আগেই হয়তো ভাবনাও করা যায়নি।
আসলে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখ পড়ল পাথরকুচি গাছের (Patharkuchi Gach) দিকে। মনে জাগলো প্রশ্ন, পাথরকুচি! এরকম নাম কেন? আর এই গাছ যদি কেউ খায় কী হয়?
জলশ্রুতি আর লোকগাঁথায় প্রাচীন ইতিহাসের অনেক কিছুই জানতে পারি আমরা। আগেকার দিনের মুনি ঋষিদের জীবনযাপন থেকে শুরু করে খাদ্যাভ্যাস সবটাই তো সেভাবেই জানা। এই যে আজকালকার যুগে একটু শরীর খারাপ হলেই মুড়ি মুরকির মত ওষুধ খাওয়া, কই আগেকার জীবনে তো এভাবেই ওষুধের প্রভাব ছিল না? তখন তাহলে কী উপায় নেওয়া হতো রোগ সারাতে?
আসলে তখন মানুষ প্রকৃতি নির্ভরশীলতার মধ্যেই ভালোবাসা আর আশ্রয় কে খুঁজে পেয়েছিল। গাছ গাছালি থেকে যে ওষুধ তৈরি হয় রাসায়নিক ল্যাবে সেই গাছ থেকেই পাতা বা কান্ড ব্যবহার করে পথ্য বানিয়ে সুস্থ থাকা যেত বহু বছর। সেই বিভিন্ন গাছের মধ্যে পাথরকুচিও একটি।
আপনি কি জানেন রোগ প্রতিরোধে এই গাছ অতুলনীয়? লালন পালনের ঝামেলাও নেই। একটি পাতা ভেঙ্গে কয়েক টুকরা করে মাটিতে লাগিয়ে দিলেই হয়। পুরনো সর্দি হোক বা মূত্রের সমস্যার সমাধান, ত্বকের সমস্যা কিংবা বিষাক্ত পোকা কামড়ানো – সবেতেই মোক্ষম দাওয়াই পাথরকুচি গাছ। নানা ভাবে ব্যবহার করে সুস্থ থাকার উপায় এই গাছ। কীভাবে তা নিম্নে বর্ণনা করা হলো।
পাথরকুচি পাতা থেকে রোগ মুক্তির উপায়:
ঠাণ্ডা লেগে সর্দির কারণে অনেক সময় শরীরে ফোঁড়া হয় এবং ব্যাথা করে। পাথরকুচি পাতার রস ১ চা চামচ করে টানা ১ সপ্তাহ ছিলি, ব্যথা থেকে সম্পূর্ণ নিরাময় লাভ করা যায়। শুধুই কি তাই, সর্দি বসে গেলে বা পুরাতন হয়ে গেলে পাথরকুচি পাতা ছেঁচে রস করে এবং তা গরম করে ২ চা চামচ সকাল-বিকাল ২ বার খেতে পারলে হাতেনাতে ফল মিলবে।
অনেক সময় শিশুদের পেটে ব্যাথা করে। এক্ষেত্রে পাথরকুচি পাতার রস ৩০-৪০ ফোটা হালকা গরম করে শিশুর পেটে মালিশ করলে পেট ব্যাথা ভাল হয়ে যাবে। পিত্ত জনিত ব্যাথায় রক্ত ক্ষরণ হলে সকাল-বিকাল ২ বার পাথরকুচি পাতার রস খেতে পারলে উপকার হয়।
আরো পড়ুন- Film industry : সিনেমায় অভিনয় করার স্বপ্ন দেখেন? ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম বলতে কি বোঝায়?
অনেক সময় পেট ফেঁপে গেলে পেট ফুলে যায়, হালকা বায়ু, প্রস্রাব আটকে যায় এক্ষেত্রে ১/২ চামচ পাথরকুচি পাতার রস অল্প পরিমাণ চিনির সঙ্গে মিশিয়ে গরম করে অল্প জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে।
তবে পাথরকুচির সবচেয়ে কার্যকরী ঔষধী গুণাগুণ হল কিডনী এবং গলব্লাডারে পাথর হলে ২-৩ টি পাথরকুচি পাতা রস করে অথবা চিবিয়ে খেলে পাথর আস্তে আস্তে গলে যায় এবং আপনার সমস্যা দূর হয়, অপারেশনের প্রয়োজনই পড়ে না।
আরো পড়ুন- Stuttering problem : সবাই তোতলা বলে? কথা বলতে গিয়ে যদি তোতলামির সমস্যা হয় তাহলে কি করবেন?
অনেক সময় কোনো কারণ ছাড়াই শরীর জ্বালা-পোড়া করে, অস্বস্তি লাগে। এক্ষেত্রে ২ চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ হালকা উষ্ণ জলে মিশিয়ে সকাল-বিকাল ২ বার নিয়ম করে খাওয়া দরকার, তবেই সমস্যার সুরাহা হবে।
জন্ডিস বা লিভারের যে কোনো সমস্যায় পাথরকুচি পাতার রস খুব উপকারী। এক কথায় বলতে গেলে পেটের বিভিন্ন রোগের সমাধানে এই গাছের পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।
আরো পড়ুন- Computer : কম্পিউটারের এই কোর্স গুলো ভালো করে শিখে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে
এ বিষয়ে যে তথ্য আপনাদেরকে দেয়া হলো সপ্তাহে ইন্টারনেট ঘেঁটে বের করা হয়েছে। শুধু একটাই কথা বলার শরীরে যদি কোনও সমস্যা হয় তাহলে বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে কোন কাজ করবেন না।