Breaking Bharat: সন্তান বাবা-মা দুজনেরই ,কিন্তু বাবাকে ছাড়াই সন্তান (Baby) জন্ম দিতে পারবে মা? এও কি সম্ভব? বিজ্ঞান প্রতি মুহূর্তে তার আবিষ্কার দিয়ে চমকে দিচ্ছে চারপাশকে । গতকাল যা অসম্ভব মনে হতো আজ অবলীলায় তা করা যাচ্ছে। তাই এখন আর হবেনা বা হতে পারে না এই বিষয়গুলো বোধহয় নেই।
এ কথা বলার কারণ একটাই আজ এমন একটা বিষয় নিয়ে এই প্রতিবেদন যার শিরোনামেই হয়তো আপনি খানিকটা ভিড়মি খেয়েছেন। তবে বিশ্বাস করুন আমরা কিছু বলছি না, যা বলছে সবটাই মেডিকেল সাইন্স। খুব স্বাভাবিকভাবে নারী পুরুষের মেলবন্ধনে আসে নতুন মানুষ……….
শুধু মানুষ কেন ,নতুন প্রজন্মকে এভাবেই পৃথিবীর আলো দেখায় আপামর প্রাণীকূল। এটাই স্বাভাবিক প্রবৃত্তি ও ঘটনা। কিন্তু যদি এমন হয় পুরুষ লাগলো না নারী একাই সবটা করতে পারলো! আমাদের কথা নয় চলুন বিজ্ঞানের কথায় মন দেওয়া যাক।
যে গতিতে বিজ্ঞান এগোচ্ছে বলাই যায় অদূর ভবিষ্যতে মেয়েরা একাই মা হতে পারবেন (Girls can be mothers alone)। অর্থাৎ পুরুষের স্পার্ম লাগবেনা। কিন্তু সেটা কীভাবে সম্ভব? বিজ্ঞান বলছে মেয়েদের বোনম্যারো বা স্টেম সেল থেকেই স্পার্মসেল তৈরি হওয়া সম্ভব হবে।
এতে সন্তান জন্মদানে পুরুষের ভূমিকার ও আর প্রয়োজন পরবে না। এখন প্রশ্ন স্টেম সেল কি? উত্তরে আপনাকে জানাই স্টেম সেল হচ্ছে একরকম নতুন সেল সরবরাহকারী। এটি বিভাজিত হয়ে নিজেদের মত একাধিক কোষ বা অন্য ধরনের একাধিক কোষ তৈরি করতে পারে।
এবার বিষয়টি বিস্তারিত জানতে বোন ম্যারো সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া দরকার।বোন ম্যারো হল অস্থি মজ্জা। এটি বড় হাড়ের কেন্দ্র গঠিত টিস্যু।বোন ম্যারো হল নরম, জেলটিনিস টিস্যু যা হাড়ের কেন্দ্রগুলিকে পূরণ করে। এর মধ্যে স্টেম সেল থাকে।
এবার আসল রহস্য উন্মোচন অর্থাৎ কীভাবে স্টেনসেল থেকে স্পার্ম উৎপাদিত হবে। দেখুন কৃত্রিমভাবে স্পার্ম তৈরি করার প্রথম ধাপ হিসেবে বিজ্ঞানীরা ইতিমধ্যে মানুষের অস্থিমজ্জার টিস্যুকে আদি স্পার্ম সেলে পরিণত করেছেন।
এখন এই প্রিমিটিভ সেল যদি পূর্ণাঙ্গপ্রাপ্ত হয়ে কখনো স্পার্ম তৈরি করতে সক্ষম হয় তখন বন্ধ্যা পুরুষরাও পিতা হতে পারবে, নারীরা নিজের স্পার্ম তৈরি (Women make their own sperm) করে সন্তান জন্ম দিতে পারবে। মুখে বলতে যতটা সহজ মনে হলো, কাজটা ততটাও সরল নয়।
আরো পড়ুন- Nurse : হাসপাতালের নার্স বা সেবিকাদের কী চোখে দেখি আমরা? নার্সদের কখনো নিচু চোখে দেখবেন না!
কাজটা সত্যি বিজ্ঞানীদের জন্য এক চ্যালেঞ্জের ব্যাপার। অনেক আগেই বিজ্ঞানীরা ইদুরের বোন ম্যারোর স্টেম সেল থেকে স্পার্ম সেল তৈরি করতে সক্ষম হোন। এবার মানুষের ক্ষেত্রেও এটা করা সম্ভব হবে বলে আশাবাদী গবেষকরা। কিন্তু চিন্তাটা অন্য জায়গায় এতে সামাজিক বা নৈতিক কোনও বাধা আসবে না তো?
যুক্তরাষ্ট্র সহ অনেক দেশেই মানব ভ্রূণের উপর এমন ধরনের গবেষণা এখনো নিষিদ্ধ। যদি স্পার্ম সেল তৈরি করাও যায় তখনো অ্যাসিড টেস্ট নামক এক ধরনের টেস্ট পাস করতে হবে। মূলত ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা দেখা হয় এই টেস্টে।
আরো পড়ুন- Tristan da Cunha : নিরুদ্দেশে যেতে চান? ত্রিস্তান ডি কুনহাতে যাবেন? গেলে কিন্তু আর ফিরবেন না!
পাশাপাশি জেনেটিক সমস্যা এবং প্রাণঘাতী রোগের ঝুঁকির মুখে পরার সম্ভাবনা রয়েছে। তবে হাই এখনই ছাড়লে চলবে না চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে বিজ্ঞানী আশাবাদী একদিন মানবদেহে স্টেম সেল থেকে স্পার্ম সেল তৈরি করা সম্ভব হবে। ফলে নারীরা যেমন নিজস্ব স্পার্ম তৈরি করতে পারবে তেমনি লেসবিয়ান দম্পতিরাও নিজের সন্তান সুখ অর্জন করতে পারবেন।
আরো পড়ুন- Flower : প্রায় ১৮৮ বছর আগে চিরকালের মতো শেষ হয়ে গেছিল, সে আবার ফিরে এলো পুনর্জন্ম নিয়ে।
সবশেষে একটাই কথা বলি কোনো প্রতিবেদন পরি বা কোন কিছু দেখে নিজের উপর সেই সিদ্ধান্ত প্রয়োগ কখনোই করবেন না ।বিজ্ঞানের উপর ভরসা রেখে, যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলে, যেকোনো ক্ষেত্রে নিজের জীবনে কোনও কিছুকে প্রয়োগ করুন। আমরা চাই আপনি আর আপনার পরিবার ভালো থাকুক।