Breaking Bharat: রেড ইন্ডিয়ান কারা ? আমরা এ সমস্ত খাদ্যের জন্যই কিন্তু রেড ইন্ডিয়ানদের (Red Indian) কাছে ঋণী। আপনার পরিচয় আপনি ভারতীয় , কিন্তু রেড ইন্ডিয়ানদের বিষয়ে কতটা জানি আপনি আমি ? (Who are known as Red Indian?)
রেড ইন্ডিয়ান দের নিয়ে আজকের প্রতিবেদন। আমরা খুব কম জানি নিজেদের বিষয়ে, আর অন্যের বিষয়ে আরও কম। হীরক রাজার সেই কথা মনে পরে? ” ওরা যত বেশি জানে তত কম মানে”। কিন্তু জানার চেষ্টা করতে হবে। আজ তাই আমরা বেছে নিয়েছি ‘রেড ইন্ডিয়ান’দের। আজ তাঁদের সঙ্গেই পরিচয় আর কিছু সময় কাটান তাঁদের জীবনযাত্রা প্রসঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক (red indians history)।
আপনি কি ইন্টারনেটে না ঘেঁটে বলতে পারবেন যে এদের দেখতে কেমন হয়? আমরা জানাচ্ছি আপনাকে। এঁদের অনেকটা মঙ্গোলিয়ার অধিবাসীদের মতো দেখতে । অনেকে আবার বলেন চিনাদের সাথেও নাকি মুখের মিল পাওয়া যায়।
দৈহিক গঠন লম্বা, নাক খানিকটা চ্যাপ্টা, গায়ের রঙ তামাটে, স্থানবিশেষে এদের মধ্যে পার্থক্য বোঝা যায়।মানে একেক জায়গায় একেক রকম। যেমন, সিউক্স রেড ইন্ডিয়ান, কেচুয়া ইন্ডিয়ান প্রভৃতি। এরাই এখানকার আদিম অধিবাসী বলে জানা যায়।
রেড ইন্ডিয়ানরা কৃষিকার্যেও উন্নত ছিল। আপনি হয়ত জানলে অবাক হবেন যে আজ যে আলু আমাদের দৈনন্দিন আহারে ব্যবহার করি, প্রতিটি রান্নায় এর ব্যবহার হয়, সেই সব্জি তথা খাবার আমাদের প্রত্যেকটি খাবার এই আলু ছাড়া চলে না। এই পৃথিবীব্যাপী আলুর উৎপাদনের জন্য আমরা কৃতজ্ঞ থাকব তাঁদের কাছে ।
অনেকেই জানতে চান তাঁরা কোন পথে ভারতে এসেছেন। এই প্রশ্নের উত্তর হল, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের সাথে উত্তর আমেরিকার মেক্সিকোর যোগাযোগ ছিল। কাজেই তারা সেই পথ ধরেই এখানে এসেছে, তা বলাই বাহুল্য। পরবর্তীতে তারা এখানে বসতি স্থাপন করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে।
আরো পড়ুন- Chhau Dancer : আমি নৃত্য প্রেমী! নাচ দেখতে ভালোবাসি, কিন্তু ছৌ নৃত্যশিল্পীদের ব্যাপারে জানতে চাই?
হাজার হাজার বছর ধরে এরা এখানে এসেছে। আনুমানিক ১৪৯২ খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাণী ইসাবেলার আর্থিক আনুকূল্যে নতুন পথের মাধ্যমে ভারতে আসার আশায় অতলান্তিক মহাসাগরের বুকে পাড়ি দিয়ে আবিষ্কার করেন এক নতুন দ্বীপ বাহামা। পাশে দেখলেন অনেকগুলি দ্বীপ।
তিনি সেই দ্বীপ সমূহের নাম দিলেন ভারতীয় দ্বীপপুঞ্জ। সেখানকার লোকজন দেখে ইন্ডিয়ান ধরেছিলেন। আসলে দ্বীপগুলিই ছিল নতুন। কাজেই পরবর্তীতে ঐ দ্বীপ সমূহের নাম হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ওয়েস্ট ইন্ডিজ, সেখানকার অধিবাসীদের ‘রেড ইন্ডিয়ান’ ।
আরো পড়ুন- Skin Problems : ত্বকের সমস্যা? দেখতে খারাপ লাগছে? ক্রিম মেখে মুখের দাগ দূর করবেন?
নৃতত্ত্ববিদরা গবেষণা করে বলেছেন, রেড ইন্ডিয়ানদের পূর্ব – পুরুষেরা এশিয়া থেকে আগত। রাশিয়ার পথ ধরে একটা দল চিলিতে আসে।এবার খাদ্যাভাসের দিকে তাকান যাক, আলুর কথা আগেই বলেছি। এই তালিকায় ভুট্টার নামও আছে। যে ভুট্টা আমরা খাই, তাও এদের কৃষিকাজের ফসল।
আরো পড়ুন- Eyes of Love : চোখ মারা হচ্ছে?এই চোখ মারা আসলে কোনো বার্তার ইঙ্গিত? ব্যাপারটা কী?
কাজেই, আমরা এ সমস্ত খাদ্যের জন্য অবশ্যই রেড ইন্ডিয়ানদের কাছে ঋণী। মায়া সভ্যতা ও ইনকা সভ্যতার ধারক এই ‘রেড ইন্ডিয়ান’প্রজাতি। আমেরিকার অনেক দেশে এখনও রেড ইন্ডিয়ানরাই সংখ্যাগরিষ্ঠ।
আরো পড়ুন- Eagle Bird : বড় সাইজের ঈগল পাখি? ভয়ংকর সুন্দর! আর এই প্রসঙ্গে বলব ঈগল পাখির কথা
বিশ্বের বিভিন্ন দিকে এভাবেই প্রচুর জনগোষ্ঠী ছড়িয়ে আছে। আমরা একে একে সেই সব কিছু নিয়েই আপডেট দেব আমরা। চোখ রাখুন আমাদের চ্যানেলে।