Eyes of Love : চোখ মারা হচ্ছে? এই চোখ মারা আসলে কোনো বার্তার ইঙ্গিত? ব্যাপারটা কী? যৌবন বয়সে প্রেম ঠিক কেমন ? ” আঁখিয়সে গোলি মারে” নাকি “আঁখ মারে”?
তরুণ বয়সে অনেক কিছুই করা হয় যা বার্ধক্যে সম্ভব নয়। বা ধরুন বলতে পারেন বেমানান। কিশোর বা যুবক যা পারে ৪০ বছরের পর আপনি আমি নিশ্চয়ই তা পারি না। তবে কিছু বয়সের কিছু বৈশিষ্ট্য আছে। এই যেমন অল্প বয়সে মেয়ে হোক বা ছেলে, বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ। আর এইসব করতে নানা উপায় অবলম্বন করা। আজকে বলি খুব সাধারণ একটি বৈশিষ্ট্যের কথা, যা হল চোখ মারা। কী বলুন তো কেস টা?
এই চোখ মারা আসলে কোনো বার্তার ইঙ্গিত?
আপাত দৃষ্টিতে চোখ মারা হচ্ছে, একটি চোখ হঠাৎ করে বন্ধ করে আবার সাথে সাথেই চোখটি খুলে ফেলা। এই চোখ মারা আসলে কোনো বার্তার ইঙ্গিত? ইশারা, সংকেত হিসেবেই বিবেচিত হয়। যদিও ব্যাপারটার মধ্যে ওই মারার কথা আছে, তবুও এটা অহিংস।
লাঠি, সোটা বা অস্ত্র শস্ত্র নিয়ে তো মারামারি হচ্ছে না, চোখে চোখে মারামারি, ফলে, এই নিষ্পাপ, নির্দোষ চোখ মারা, টিকে রয়েছে যুগ যুগ ধরেই। যদিও এই বিশেষ বৈশিষ্ট্য শুধু ছেলেদের আছে বলে মনে করা হলেও, চোখ মারতে মেয়েরাও পারে। আচ্ছা আপনি কি বাংলা সিনেমা দেখেন?
পুরনো বাংলা ছায়াছবি দেখার অভ্যাস আছে? তাহলে নিশ্চয়ই তপন সিনহার ” গল্প হলেও সত্যি” দেখেছেন? সেখানে ৯০ বছরের বৃদ্ধ দাদুও কিন্তু চোখ মেরেছিলেন। শুধু যে প্রেমের ইঙ্গিতে চোখ মারা হয় এমনটা নয়। সত্যি লুকোতে বা রসিকতা করতেও এমন কাজ করেন অনেকে।
প্রচলিত ধারণা হল ছেলেরা মেয়েদের চোখ মারার উদ্দেশ্য, মুখে না বলে, ইঙ্গিতে প্রেমের প্রস্তাব দেওয়া (Eye Love You)। এই চোখ মারামারি নিয়ে, স্কুলে, পাড়ায় আলোড়ন তৈরি হয়। ব্যাপারটা আইনত দণ্ডনীয় কিনা সে বিষয়ে জানা যায় না, তবে অসম্মানজনক হলে কপালে বিপদ আছে, আর সেটা উচিতও নয়।
আরো পড়ুন- Cat Scratch: বিড়াল কখনো আঁচড় কেটেছে? বিড়ালের এই চরিত্র কি তার হিংস্রতার লক্ষণ?
চোখ মারা ব্যাপারটা কিন্তু আলোচনার টপিক হয়ে ওঠে মুহুর্তেই। কে, কখন, কাকে, কোথায়, কীভাবে চোখ মেরেছে, সেটা নিয়ে একটা মিটিং হয়, গবেষণা হয়। এই চোখ মারাকে আবার তির্যক দৃষ্টিতে দেখা হয়, কেউ কেউ আবার এটাকে একেবারে অশালীন আচরণের মধ্যেও তালিকাভুক্ত করে ফেলেন।
আরো পড়ুন- Eagle Bird : বড় সাইজের ঈগল পাখি? ভয়ংকর সুন্দর! আর এই প্রসঙ্গে বলব ঈগল পাখির কথা
প্রেমের ক্ষেত্রে এই চোখ মারামারি চলে আসছে যুগ যুগ ধরে। নানা কথা হয়েছে একে নিয়ে, নানা আলোচনা, সমালোচনা হয়েছে একে নিয়ে, কিন্তু, চোখ মারার ব্যাপারটা তার নিজস্ব গতিতেই চলছে। তবে মূলত মিষ্টি দুষ্টুমি হিসেবেই এই চোখ মারা কে গণ্য করা হয়।
আরো পড়ুন- Lalan Fakir : সব লোকে কয় লালন কী জাত সংসারে? লালন ফকির কে ছিলেন? বাউল না ফকির বাবা?
খুনসুটি বন্ধুত্ব প্রেম এই সবের সঙ্গে যেন জড়িয়ে গেছে এই অভিব্যক্তি। প্রজন্মের পর প্রজন্ম এটিকে সহজেই রপ্ত করে সময় বিশেষে প্রয়োগ ঘটিয়ে চলেছে বটে। আর কে বলতে পারে এইভাবেই চোখে চোখে কত কথা, প্রেমালাপ হয়ে চলেছে সকলের অজান্তে, ঠিক কিনা?