Breaking Bharat: জাদু ঘরে ঘোরেন বটে, ছবি তুলতে পারেন কি? জাদুঘর ছোট বড় সবার প্রিয়। কিন্তু জাদুঘরে ঘুরতে গেলে মানতে হয় অনেক নিয়ম। জাদুঘরে এমন অনেক জিনিস থাকে যার সম্পর্কে হয়তো বইয়ের পাতায় পড়েছি আমরা (Museum is everyone’s favorite)।
কিন্তু জাদুঘরে চাক্ষুষ করতে পারি আমরা। স্বভাবতই কোন কিছু দেখলে আমরা চাই তাকে ফ্রেমবন্দি করে রাখতে। কিন্তু মিউজিয়ামের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু আলাদা। এর পেছনে একটা যথেষ্ট যুক্তি আছে এবং ব্যবসায়িক একটা দিক তৈরি হয়েছে।
যে কোন জায়গায় দর্শনীয় স্থানের মধ্যে জাদুঘর বা মিউজিয়াম একটা আলাদা আকর্ষণ বটে (Museum is a separate attraction)। আর কোথাও গেলে সেই জায়গার ছবি যে নিজেদের বন্ধু-বান্ধব বা প্রিয়জনের মধ্যে শেয়ার করতে আমরা চাইবো এটা নতুন কিছু নয়।
কিন্তু জাদু ঘরে ছবি তুলতে দেয় না কেন?
তবে জাদুঘরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ব্যাপার ঘটে। এখানে আপনি ছবি তুলতে পারবেন না শুধু তাই নয় ছবি তুলতে গিয়ে ধরা পড়লে আপনার কঠিন শাস্তি হতে পারে।
এই বিষয়ে আজকে আপনাকে জানাবো যে কেন এমন ব্যবস্থা করা হয়েছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু জাদুঘরে (Museum)। আসলে আগের বক্তব্যের মধ্যেই উত্তরটা পরিষ্কার আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই আকর্ষণকে বজায় রাখতেই জাদুঘরে ছবি তোলা নিষিদ্ধ (Photography is prohibited in the museum)।
যে জিনিসটা দেখার জন্য একটা উত্তেজনা বা আগ্রহ তৈরি হয় সেটা যদি সহজলভ্য হয়ে যায় তাহলে কি আর সেই ক্রেজ থাকে? ঠিক এই ফান্ডাকেই কাজে লাগানো হয়। অবশ্য এর পাশাপাশি নিরাপত্তা জনিত বিষয়ও আছে।
প্রোফেশনাল ফটোগ্রাফাররা ছবি তুলতে গিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলোর ক্ষতি করে ফেলতে পারেন। কারণ তারা প্রোফেশনাল হওয়ায় স্বাভাবিক ভাবেই নেড়ে-চেড়ে ছবি তুলবেন। ক্যামেরার ফ্ল্যাশের ইনটেন্স অনেক বেশি হওয়ায় প্রাচীন প্রত্নতাত্ত্বিক বস্তুগুলোর ক্ষতি হতে পারে। এখানেই শেষ নয়, দেশের নামকরা ভ্লগাররা জাদুঘর নিয়ে ভ্লগ ভিডিও বানাবেন (make vlog videos about the museum)।
আরো পড়ুন- Digestive problems : আপনার কি হজমের সমস্যা? গ্যাস্ট্রো-এসোফাজিয়াল রিফ্লুক্স ডিজিজে ভুগছেন না তো?
আরো পড়ুন- Buy Cycle : আমি সাইকেল কিনতে চাই ! কিন্তু সাইকেলের চাকার হাওয়া নিয়ে যত সমস্যা ?
এই ভিডিওগুলো দেখে সাধারণ আমজনতা তাদের পিপাসা মিটিয়ে ফেলবেন ফলে বাস্তব অভিজ্ঞতা অর্জন আর হয়ে উঠবে না জাদুঘর তার পর্যটক হারাবে। এরপর চুরি ডাকাতি চোরাই কারবারীর আশঙ্কা তো থেকেই যায়।
কোন একটা জায়গার ছবি দেখা মাত্রই সেই জায়গার আর্কিটেকচার সম্পর্কে একটা ধারণা হয় সেক্ষেত্রে যারা অপরাধমূলক কাজকর্ম করতে চান তাদের ক্ষেত্রে মাস্টার প্ল্যান করা সহজ হয়।
আরো পড়ুন- Traveling : ছোট বাচ্চা নিয়ে ভ্রমণ করেন? তাহলে বাচ্চাদের এই বিষয়গুলো মাথায় রাখুন!
তাই অনেক সময় নিরাপত্তার স্বার্থে ছবি তোলা নিষিদ্ধ করা হয় (Photography is prohibited for security reasons)। তাই সবদিক বিচার করে এহেন সিদ্ধান্ত। তাই প্রিয় মানুষকে নিয়ে জাদুকর একবার স্বচক্ষে দেখে আসুন না ছবি দেখে মন ভরাবার কি দরকার?