Breaking Bharat: আচ্ছা আপনার বাড়িতে কোথাও T শেপ (T Shape) দেখতে পান? কোথায় আর কেন বলুন তো?বাড়ি আমাদের সবারই ভীষণ প্রিয়। আর সেই বাড়িকে নানা ভাবে সাজাতে চাই আমরা। তার সাথে বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলোর দিকেও সজাগ দৃষ্টি থাকে আমাদের। তাই প্রয়োজনীয় যা যা করণীয় কোনও কিছু করতেই পিছপা হইনা আমরা। সেরকমই একটা গুরুত্বপূর্ণ কাজ হল বাড়ির ছাদে জলের ট্যাংক তৈরি করা (Water tank on the roof of the house)।
মিস্ত্রি এসে ট্যাঙ্ক তৈরি করে দিয়ে যায় বটে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কখনো লক্ষ্য করেছেন? আমাদের সকলের বাড়ির ছাদে থাকা জলের ট্যাংক একেকজনের একেক রকম হয়। কিন্তু ট্যাংকের পাইপের একদম মাথায় T শেপের পাইপ লাগানো হয় কেন? (T shape on pipe head)
প্রশ্ন শুনে মনে হচ্ছে, আপনাকে ABCD শেখানোর কোন পরিকল্পনা বাড়ির কল সারাইয়ের মিস্ত্রি করেছেন ? নিশ্চয়ই না। তাহলে এই অদ্ভুত ব্যাপার কেন? আসল বিষয় জানলে আপনি বুঝবেন পুরোটাই বিজ্ঞানসম্মত। প্রথমেই বলি এটা কেন রাখা হয়?
আসলে এটি জলের মধ্যে থাকা গ্যাস যাতে ট্যাংকে জমে না থাকে, যায় বাইরে বেরিয়ে যায় সেই কারণে এটি ব্যবহৃত হয়ে থাকে । তবে শুধুমাত্র এটাই একমাত্র কারণ নয়। আরও একটি কারণ আছে এই T শেপ পাইপের (T shape pipe)। এই ধরণের পাইপের দু-মুখ খোলা থাকার কারণে বাতাস সার্ভিস পাইপের মধ্যে জমতে পারে না ।
বিশেষ করে যখন ট্যাঙ্কের জল (tank water) শেষ হয়ে যায় তখন পাইপের দু-মুখ খোলা থাকার কারণে জমে থাকা বাতাস স্বাভাবিকভাবে পাইপের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে । যে কারণে ট্যাঙ্কের জল সাধারণ গতিতে বেরিয়ে আসে এবং সহজেই সকলে তা ব্যবহার করেন । এছাড়াও জলের লেয়ার বোঝার জন্য এটি ব্যবহার করা হয় ।
আরো পড়ুন- Watch : আমরা সবসময়ই হাত ঘড়ি পড়ি ! কিন্তু ঘড়ি সাধারণত বাম হাতে পরার চল বেশি।কেন জানেন ?
এবার খুব স্বাভাবিক ভাবেই আপনি প্রশ্ন করতে পারেন যে T এর মতো দেখতে হয় এমন পাইপ কেন ব্যবহৃত হয় ? এবার অংক কষে ব্যাপারটা বুঝে নিন। যদি অন্য কোনরকম দেখতে পাইপ এখানে ব্যবহৃত হয়, তাহলে তার ওপরের দিকটা খোলা অবস্থায় থাকবে যেমনটা অন্যান্য পাইপে থাকে। এবং এর কারণে যেকোনো নোংরা পাইপের মধ্যে পড়ে ট্যাঙ্কের জলের সাথে মিশে যেতে পারে (May mix with tank water) যেটা আপনি জানতেও পারবেন না, দেখতে পাওয়া তো অনেক দূরের ব্যাপার।
আরো পড়ুন- Selling clothes : ব্যবহার করা পুরনো পোশাক বা জামা কাপড় থেকে রোজগার করতে চান? কিন্তু কীভাবে ?
আরো পড়ুন- Shiva in Kailash : কৈলাসে ভগবান ভোলানাথের বাস? দেবাদিদেব মহেশ্বর সত্যিই কি কৈলাসে থাকেন?
এটি T শেপ (T Shape) হওয়ার কারণে খুব সহজেই দুটি খোলা মুখ দিয়ে জলের মধ্যে থাকা গ্যাস বেরিয়ে যেতে পারে এবং কোনোরকম নোংরা পাইপের মধ্যে পড়ার সম্ভবনা থাকেনা । এছাড়া পরবর্তীতে আপনি যদি জলের পাইপের লাইনটি (Water pipe line) বাড়ান সেই সময়ও এটি অনেকটা সুবিধা দেয় । মানে ওর সঙ্গে অন্য পাইপ যুক্ত করে নিলেই ব্যাপারটা মিটে যায়। এবার বুঝলেন তো? কোন কিছুই বিনা কারণে নয়।