Breaking Bharat: পৃথিবী সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগে (Sea monster)। সুবিশাল পৃথিবীর কতটুকুই বা জানি আমরা? ভবিষ্যতের পরিকল্পনা আর আবিষ্কার এর পাশাপাশি অতীত নিয়ে গবেষণাও চলছে প্রতিনিয়ত। আর সেখান থেকেই উঠে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। এবার সামনে এলো এমন এক সত্য যা শুনলে চমকে যাবেন আপনি। পৃথিবীর রহস্যময় ঘটনা সম্পর্কে অনুসন্ধান করতে করতে এবার পাওয়া গেল সমুদ্র শয়তান এর সন্ধান। মিলল ২৫ কোটি বছরের পুরানো বিশাল কাঁকড়াবিছের জীবাশ্ম (Fossil crabs)। হতবাক বিজ্ঞানীরাও।
এই দুনিয়ার কত কিছু আছে দেখার, কত কিছু আছে জানার,বোঝার। পৃথিবীতে প্রাণের অস্তিত্বের কবে থেকে শুরু তার সঠিক দিনক্ষণ খুঁজে পেতে নানা গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আমাদের অস্তিত্ব আসার আগেও এই পৃথিবীতে প্রাণ ছিল এবং আমাদের চলে যাওয়ার কয়েক মিলিয়ন বছর পরেও এখানে প্রাণ থাকবে। এই প্রশ্ন উঠছে এক বিরাট আবিষ্কারের কারণে। আসলে অস্ট্রেলিয়ায় এমন একটি কাঁকড়াবিছের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে (Crab fossils have been discovered) যা ২৫ কোটি বছরের পুরোনো।
এবং সব থেকে অবাক করা বিষয় টি হল এর যা সাইজ, তাতে মনে করা হচ্ছে সমুদ্র শাসন করতো এই বিছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই কাঁকড়াবিছেটি এমন একটি প্রজাতির যা প্রায় ২৫ কোটি বছর আগে পৃথিবীতে ছিল (About 25 million years ago)। মূলত, এটি একটি সাধারণ কাঁকড়াবিছে নয় বরং সেটি একটি বিশাল সামুদ্রিক বিছে। এই কারণে, এটি “সমুদ্র শয়তান” (sea is devil) নামেও পরিচিত।
এদের বিজ্ঞান সম্মত পরিচিতি হল – Woodwardopterus Freemanorum. রিপোর্ট অনুযায়ী, এক মিটার লম্বা এই কাঁকড়াবিছে নোনা জলে থাকতেই পছন্দ করত।একটা সময় ছিল যখন এই বিছে নদী থেকে সাগর এবং হ্রদে তার রাজত্ব বিস্তার করেছিল। এই দৈত্যাকার প্রাণীটির জীবাশ্ম প্রথম পাওয়া গিয়েছিল ১৯৯০ সালে সেন্ট্রাল কুইন্সল্যান্ডল্যান্ডের গ্রামীণ এলাকায়। বিশ্বের অন্যান্য কাঁকড়াবিছের প্রজাতির সাথে এই জীবাশ্মের তুলনা করে এটি নিয়ে গভীর গবেষণা করা হচ্ছে।
আরো পড়ুন- Dog : প্রাণী হিসেবে কুকুরের জুড়ি মেলা ভার। কিন্তু কেন কুকুর মানুষের এতো প্রিয় হয়ে উঠল?
এখন এই জীবাশ্ম সেই গবেষণার কারণেই রাখা হয়েছে কুইন্সল্যান্ডের মিউজিয়ামে। এই জীবাশ্মটি অন্য যে কোনও প্রজাতির চেয়ে প্রায় ১০ মিলিয়ন বছরের নতুন হিসেবে মনে করা হচ্ছে। কিন্তু এরপর এরা কোথায় গেল ? এরাই কি তাহলে শেষ প্রজাতি? এই প্রসঙ্গে কুইন্সল্যান্ড মিউজিয়ামের কর্মকর্তা অ্যান্ড্রু রোজফেল্ডাসের বলছেন, কয়লার মধ্যে সংরক্ষিত এই সামুদ্রিক প্রাণীটির জীবাশ্মটি প্রায় ২৫.২ কোটি বছর পুরনো। তিনি বলেন, ইতিমধ্যেই এই জীবাশ্ম (Fossil) নিয়ে নিবিড় গবেষণা করা হয়েছে যাকে বৈজ্ঞানিক ভাষায় ইউরিপ্টেরিডা বলা হয়।
আরো পড়ুন- Breeding : বংশ বিস্তারের সমীকরণ কি বদলে গেল ? পুরুষ ছাড়াই বংশবিস্তার করছে নারী, এটা কি সম্ভব?
রোজফেল্ডাসের মতে, এটিই ছিল সমগ্র বিশ্বে এই ধরণের শেষ ইউরিপ্টেরিডা। এছাড়াও, বিজ্ঞানীরা বলছেন এরপর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই অনন্য প্রাণীটির প্রজাতি। এখন এই জীবাশ্ম নিয়ে গবেষণা করা হবে এই প্রজাতির কাঁকড়াবিছের জীবনকাল কত দিনের ছিল তা জানার কারণে।
আরো পড়ুন- Swinging arms while walking : মানুষ হাঁটার সময় দুই হাত সামনে পিছনে নাড়ায় কেন?
সেইসঙ্গে এই ধরনের কাঁকড়াবিছে শুধু অস্ট্রেলিয়াতেই ছিল নাকি বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে ছিল সে তথ্যও সংগ্রহ করা হবে। আর সব রহস্য উন্মোচিত হলে প্রাণিবিদ্যা জগতে যে আলোড়ন তৈরি হবে বলাই বাহুল্য।