Breaking Bharat: আসলে একটু সর্দি জ্বর হয়ে মাথার যন্ত্রণা হলে আমরা ভাবি সাইনাসের ব্যথা। জানি কি সাইনাস রোগটা আসলে ঠিক কি? আর এর সঙ্গে কতটাই বা সম্পর্ক আছে সর্দি কাশির? (sinus symptoms)
প্রকৃতির নানা রূপ, এই রোদ তো এই বৃষ্টি। কখনও প্যাচপ্যাচে গরম আবার কখনও হালকা ঠান্ডার পরশ জড়ানো মৃদুমন্দ হাওয়া। আহা, যেন প্রাণ জুড়িয়ে যাওয়া। কিন্তু প্রকৃতির এই নানা বৈচিত্রের প্রভাব পড়ে আবহাওয়া আর জলবায়ুতে। না না আজ ভৌগোলিক আলোচনা করতে বসি নি,আজ ভীষণ চেনা একটা শারীরিক সমস্যা নিয়ে আলোচনা।
প্রথমেই আপনাদের সাইনাস (sinus pain) এই রোগের বিষয়ে জানাব। আসলে মানব দেহের গঠন বড়ই জটিল।আমাদের মুখমন্ডলকে অসংখ্য হাড়ের বিন্যাস লক্ষ্য করা যায়। নাকের দুই পাশে, আমাদের মুখের যে কিছু হাড় থাকে, এর ভেতরে এক ধরনের কুঠুরি থাকে। এখানে স্বাভাবিকভাবে বাতাস থাকে।
এটি হল সাইনাস (Sinus infection)। মানে সাইনাসের কাজ হলো ভেন্টিলেশনে সাহায্য করা। ঠিক যে কাজটা ঘরের ঘুলঘুলি করে থাকে। যদিও আজকালকার দিনে ঘুলঘুলি খুব একটা দেখা যায় না। যাই হোক মূল প্রসঙ্গে ফেরা যাক। সাইনাসের ভেতরে কিছু মিউকাস থাকে। (How can I get rid of sinus?)
এগুলো দিয়ে কিছু নিঃসরণ হয় যা কিনা তরল আকারে জমতে থাকে। সেগুলো নাক দিয়ে বের হয়ে আসে। সাইনাসের কাজ হলো আমাদের মাথা বা এই এলাকাটাকে হালকা অনুভূত রাখা। যেহেতু বাতাস বা বায়ু চলাচল করবে। আপনি কি জানেন যে আমরা কথা বলি সেখানেও এটি সাহায্য করে। সাইনাস নাকের দুই পাশে এবং কপালের উপরের দুইপাশে থাকতে পারে।
আরো পড়ুন- Tube well Water : নলকূপের জল খান? আর্সেনিক মুক্ত জল খেতে কত গভীর নলকূপ প্রয়োজন?
এবার এর উপসর্গ জানা দরকার (What are the sinus symptoms?)। সাধারণত এই রোগে নাকের সমস্যা হয়ে থাকে। আর যদি তেমন টা হয় তাহলে স্বাভাবিকভাবেই গলায় বা কথা বলতে অথবা শ্বাস নিতে সমস্যা হবেই। তাই এই রোগে আক্রান্ত হলে রোগী ঠিকমতো শ্বাস নিতে পারে না। তার হাঁচি কাশি লেগেই থাকে। (sinus treatment)
আরো পড়ুন- Types of bird nests : কোন পাখির বাসা সবচেয়ে সেরা? বাবুই, চড়ুই, টিয়া, না বুলবুল পাখির?
আরো পড়ুন- Tongue : শরীর অসুস্থ? ডাক্তার কী বললেন? জিভ দেখতে চেয়েছেন নিশ্চয়ই, কেন বলুন তো?
সব সময় নাক বন্ধ লাগে, গলার মধ্যে ঢোক গিলতে সমস্যা হয়। অনেকের আবার নাক দিয়ে রক্তপাত হয়। এর পরবর্তী ধাপ হল মাথার যন্ত্রণা। যদি এরকম সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন। সাইনাসে সাইনুসাইটিস অথবা টিউমার বা পলিপও হতে পারে। সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।