Breaking Bharat: শরীর অসুস্থ হওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর শরীর যদি খারাপ হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। ডাক্তারবাবু পরীক্ষা করে বুঝতে পারবেন ঠিক কি কারণে শারীরিক অসুস্থতা। আর তারপর চিকিৎসা শুরু। (doctor want to see tongue)
ঔষধ খেয়ে, নিয়ম মেনে শরীর একেবারে সুস্থ। কিন্তু ডাক্তার তো আর পরীক্ষা-নিরীক্ষা করেন না। আপনাকে দেখে আপনার কথা শুনে রোগ ধরে ফেলেন এটাই তাঁদের বিশেষত্ব। কিন্তু ডাক্তার রোগীকে দেখার বিষয় গুলো লক্ষ্য করেছেন কখনো?এই যেমন হাতের নাড়ি টিপে দেখা, চোখ দেখা বা বিশেষ করে জিভ দেখতে চাওয়া। জানেন কি কেন এমনটা করেন? (doctor wanted to see the tongue)
আসলে শরীরে রোগ হয় ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত কারণে। এরা কেউ যদি আপনার শরীরে বাসা বাধে তাহলে অবশ্যই শরীরের চরিত্র বদলে যায়। সে ক্ষেত্রে নানা অস্বাভাবিকতা চোখে পড়ে। আর তখনই বোঝা যায় রোগ হয়েছে। রোগ হলে শরীরের বেশ কিছু পরিবর্তন হয় (There are many changes in the body when there is a disease)।
আরো পড়ুন- Round Roti recipe : রুটি কেন গোল হয়? সেই তো ছিঁড়ে টুকরো টুকরো করে খাওয়া হবে, তাহলে ?
যা দেখে প্রাথমিকভাবে ধারনা করতে পারেন ডাক্তারবাবুরা। মূলত চোখের তলা মানে চোখের ভিতরের অংশ এবং জিভ এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই ডাক্তার এই দুটোকে বেশি গুরুত্ব দেন। চিকিৎসা বিজ্ঞান বলে অসুস্থতার জন্য জিভের স্বাভাবিক রং এর পরিবর্তন ঘটে (Illness changes the normal color of the tongue)।
অনেকসময় জিভে আস্তরণ পড়ে। জিভের ভেতরের যে অংশকে আল জিভ বলি, সেটা অনেক সময় মোটা হয়ে যায়। আর এটা হয় সংক্রমণজনিত কারণে। জিভের রং, অসুস্থতা নিশ্চিত করতে একটি সহায়ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাই প্রাথমিকভাবে জিভ দেখে একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করেন ডাক্তার। এরপর ডাক্তার বাকি পরীক্ষার নির্দেশ দেন।