Breaking Bharat: বাবা হওয়া অত সহজ নয়, বাবারা কখন আনন্দ পায় (Father is happy) ? বাবা শব্দটার গভীর অর্থ, অনেক দায়িত্ব তার। পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি হল এই “বাবা” ডাক শোনা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাঁকে প্রথম কোলে নেওয়া, তাঁকে আদর করা আর তাঁর মুখ থেকে বাবা ডাক শোনা – এটা যেন স্বর্গীয় অনুভূতি (father’s love)।
এটাকে কোনও কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এক্কেবারে ছোট থেকে একটু একটু করে বড় হওয়া একটা প্রাণ যে কিনা নিজের সন্তান। নিজের রক্ত , ঘাম সবটা মিশে আছে যার প্রতিটি রন্ধ্রে, সেই সন্তান সুখেই বাবার সবচেয়ে বড় সুখ (make dad happy as a kid)।
বাবা হওয়া খুব একটা সহজ নয়। অনেকেই মনে করেন সন্তানের জীবনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। সেটা ভুল নয়, তবে অর্ধ সত্য।কারণ বাবারা নিঃশব্দে মাকে সাপোর্ট করে যায়। সেই কথা সমাজের আলোচনায় বড় একটা উঠে আসে না। মায়েদের দশ মাস দশ দিনের লড়াইয়ে যে বাবারাও সামিল। সন্তানের খুঁটি নাটি সবটা দেখে নেয় যেমন মা, তেমনই মাকে আগলে সন্তান কে সামলে রাখে বাবা। (best caption for father)
আরো পড়ুন- immortality possible : মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, কিন্তু সারা জীবন বেঁচে থাকা যায় কি?
নিঃশব্দে একের পর এক ত্যাগ স্বীকার করেন তাঁরা যাতে মা আর সন্তান ভালো থাকে। এইসব আলোচনায় আসে না। পুরুষ নাকি শক্তিশালী, বলশালী তাই সহজে তাকে ভাঙতে নেই। তাই হয়তো নিজের অনুভূতি খুব একটা ভালোভাবে বাবারা ব্যক্ত করতে পারেনা। তবে নিঃসন্দেহে বলা যায় সন্তানের কৃতিত্বে মা যতটা খুশী হয়, বাবাও ঠিক ততটাই প্রশস্তি পায়। সন্তানদের সাফল্যে বাবা মা উভয়েই গর্ব অনুভব করে। (make your dad happy)
আরো পড়ুন- Phone for Viruses: আপনার ফোনে কি ভাইরাস আছে ?গোপন নথি কেউ হাতিয়ে নিচ্ছে না তো ?
তবে এর পাশাপাশি এটাও সত্যি যে, বাবা (Baba) যে দায়িত্ব নিয়ে পরিবারের প্রতিপালন করেন, তিনিও চান সন্তানের মধ্যেও যেন তেমনটাই বর্তায়। তার সন্তান যেন নিজের কর্তব্যে কোনও গাফিলতি না করে, যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, বাবার সজাগ দৃষ্টি থাকে সেই দিকে।
আরো পড়ুন- immortality possible : মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, কিন্তু সারা জীবন বেঁচে থাকা যায় কি?
তবে শুধু বাবার একার সব দায়িত্ব নয়। সন্তানের উচিত সেই সম্মান আর ভালোবাসা দিয়ে বাবাকে মা কে ভরিয়ে রাখা যা বাস্তবেই তাঁদের প্রাপ্য। কারণ বাবা মা এর ঋণ কখনও শোধ করা যায় না। তবুও চেষ্টা করে যেতে হয় তাঁদের ভালো রাখার, সুখী করার।
সব শেষে বলি বাবা হওয়ার অনুভূতি টা সত্যিই আলাদা তাই বাবা আর সন্তানের বন্ধনটাও অন্যরকম। একে কথায় বলা বা বোঝানো ভারি মুশকিল। এই অনুভূতি বোঝে শুধু দুজন, বাবা আর সন্তান (help father in ways)।