Breaking Bharat: আপনার ফোনে কোনও ভাইরাস (Phone for Viruses) নেই তো? ফোনের গোপন নথি কেউ হাতিয়ে নিতে চাইছে কিনা কি করে বুঝবেন?
আজকালকার দিনে ফোন ছাড়া জীবন চলেনা। ফোনের মধ্যেই লুকোনো থাকে অনেক ডেটা বা তথ্য। যা আপনি ছাড়া অন্য কেউ জানলে আপনার সমস্যা হতে পারে। ব্যক্তিগত ছবি হোক কিংবা অফিসিয়াল ডকুমেন্ট। আপনার মোবাইলে যদি স্পাইওয়্যার (Spyware) বা ম্যালওয়্যার (Malware) ইন্সটল করে দেওয়া যায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কী ভাবে আপনি বিপদের মধ্যে পড়তে চলেছেন। তবে এসবের জন্য জানা দরকার এই সফটওয়্যার গুলি কী? (virus on your phone)
প্রথমেই বলি স্পাইওয়্যার সম্পর্কে। একটি ক্ষতিকর সফ্টওয়ার, যা আপনার কম্পিউটারে প্রবেশ করানো হয় আপনার ইন্টারনেট এ ব্যবহৃত ডেটা এবং আপনার বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি করার জন্য। এবার বলি ম্যালওয়্যার সম্পর্কে । এটা এমন এক ধরণের সফটওয়ার যা ইচ্ছাকৃতভাবে কম্পিউটার, সার্ভার বা ক্লায়েন্ট কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য ডিজাইন করা হয়। এর বিভিন্ন ধরনের প্রজাতি দেখতে পাওয়া যায়। উদাহরণ হিসেবে বলা যায়, Virus, Trojan Horse, Worm, Ransomware এইসবের কথা।
অনেকেই এই ব্যাপারে অবগত নন। সমস্যা হচ্ছে অনেক সময় আপনার অজান্তেই এই সফটওয়ার গুলি আপনার ডিভাইসে উপস্থিত থাকতে পারে। এই প্রকারের সফটওয়ার আপনার মোবাইলে উপস্থিত থাকলে খুব একটা সহজে আপনি বুঝতে পারবেন না। তবে কিছু পরিবর্তন আপনার মোবাইলে হতে থাকে যদি আপনার মোবাইলে এইরকম কোনও সফটওয়্যার থাকে (clean your phone from virus)।
যেমন ধরুন হঠাৎ করেই আপনার মোবাইলের ডেটা ইউসেজ বেড়ে যাওয়া। অথবা ধরুন আপনার মোবাইল এর প্রসেসিং ক্ষমতা হঠাৎ করেই কমে যাওয়া। মাথায় রাখবেন আপনার মোবাইল এ যদি নতুন কোনো অ্যাপ্লিকেশন অজান্তে হঠাৎ করেই ইনস্টল হয়ে যায় আপনার অনুমতি ছাড়াই, তাহলে আপনার মোবাইলে Malware থাকতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চার্জ কমে যাওয়া (phone from virus)।
এর কারণ খুবই যুক্তিসম্মত। আপনার মোবাইল এ কোনো Malware উপস্থিত থাকলে তা আপনার মোবাইল এর কম্পিউটিং শক্তির সাহায্য নিয়ে আপনার ব্যক্তিগত বিভিন্ন তথ্য অন্য কোথাও পাঠাতে থাকবে এই কারণে আপনার মোবাইল এর ব্যাটারি এর চার্জ খুব দ্রুত পরিবর্তন হতে থাকবে। এর পাশাপাশি যদি উল্টোপাল্টা নোটিফিকেশন পপ-আপ আসে তাহলে সন্দেহ করতে পারেন।
আরো পড়ুন- Mobile Battery: এখনকার মোবাইলে ব্যাটারি খোলা যায় না ! কেন বলুনতো এই পরিবর্তন ?
সমস্যাটা হলো কিন্তু সমাধান কোথায়? এবার বলব সেই কথা। আপনার যদি সন্দেহ হয় যে আপনার মোবাইলে Malware এর উপস্থিতি রয়েছে তাহলে আপনি সহজেই একটি ভালো অ্যান্টিভাইরাস ইনস্টল করে সেটিকে ডিটেক্ট করে ডিলিট করতে পারেন (remove virus from android) ।
আরো পড়ুন- lizard: বাড়িতে টিকটিকি আছে? সর্বদা দেওয়ালে হেঁটে বেড়ায় তাই না? কী করে হাঁটে জানেন?
এর পাশাপাশি আপনার ডেটা এর নিয়মিতভাবে ব্যাকআপ নিয়ে রাখা জরুরি। কারণ বিশেষ কিছু Malware আছে যারা আপনার পার্সোনাল ডেটা কে ইনক্রিপট করে দেয় । আপনি আপনার সমস্ত পার্সোনাল ডেটার ব্যাকআপ নিয়ে মোবাইল টিকে ফ্যাক্টরি ডাটা রিসেট করে ফেলতেও পারেন (phone virus cleaner)।