Breaking Bharat: “মেয়েদের মন বোঝা, নয় রে নয় সোজা”- একথা কেন বলেন পুরুষেরা? মহিলাদেরই বা কেন বলতে হয় “বোঝেনা সে বোঝেনা”? (Do men not understand women?)
মানুষ শিক্ষিত জীব। অন্যান্য প্রাণীর থেকে মানুষের স্বতন্ত্রতা কোথায় বলতে পারেন? উত্তরটা খুব সহজ মানুষের অনুভূতি আছে, চেতনা আছে এবং বুদ্ধিমত্তা আছে যা দিয়ে সহজেই ওপর মানুষের দুঃখ কষ্ট কান্না হাসি যন্ত্রণা আনন্দ সবটা বুঝে ফেলা যায়।
কিন্তু কাউকে বোঝার জন্য একটা ভালো মন আর মানসিকতার প্রয়োজন হয়ে থাকে। সেটা নারী এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই সমান। কিন্তু যুগ যুগ ধরে চলে আসা বিশ্বাস আর সংস্কারের রীতি বলে , এই সমাজ পুরুষ শাসিত আর নারী দুর্বল অবলা। সত্যিই কি তাই?
এত বছর ধরে এই কথাগুলো শুনতে শুনতে নারী মনেও যেন বিশ্বাসযোগ্যতা জন্মে গেছে (problems of being a girl)। কিন্তু সমাজে কেউ সবল বা দুর্বল নয় অন্তত ২০২২ সালে এসে এটা কোনভাবেই বলা যায় না। কিন্তু দুজন মানুষ একে অন্যকে না বুঝতে পারলে সেটা দুজনেরই দোষ। তাই নিজেদের মধ্যে বোঝাবুঝি খুব দরকার (not easy to understand girls)।
একটা মানুষকে চিনতে ঠিক কতটা সময় লাগে?
এক কথায় এই উত্তরটা আপনি কেন বিশ্বের কেউ দিতে পারবেন না। আসলে বোঝাপড়া ব্যাপারটা একে অন্যের সম্পর্কের গভীরতার উপর অনেকটা নির্ভর করে। নারী এবং পুরুষ দুজনেই আশা করেন তার বিপরীত লিঙ্গের মানুষ টি বা প্রিয়,কাছের , নিজের মানুষ যেন তাঁকে বোঝেন।
সেটা যদি কোনও কারণে না হয় তাহলে পস্তাতে হয় বৈকি। তুমিও বোঝো আমিও বুঝি, বুঝেও বুঝিনা – অনেকটা এই ধরনের লিরিক্স এর উপর বেঁচে আছে এই প্রজন্মের সম্পর্ক গুলো ।
একজন নারীর কোন কথাগুলি পুরুষেরা বুঝতে চান না?
যেহেতু মেয়েদের বিয়ে করে বরের বাড়ি যেতে হয় ,বর নিজের বাড়ি ছেড়ে মেয়ের বাড়িতে থাকে না। সেই জন্য বাবা-মা ছোট থেকেই মেয়েকে বুকের কাছে আগলে মানুষ করেন। এই পরশ খানি স্বামীর মধ্যে খুঁজে পেতে চায় সব মেয়েরাই। কিন্তু বাস্তব জীবনে এটা খুব একটা কার্যকরী হয় না।
ফলে দূরত্ব বাড়ে, প্রশ্ন তৈরি হয় একে অন্যের প্রতি। মরে যায় সম্পর্ক গুলো। মেয়েরা চায় তাঁদের না বলা কথা সেই পুরুষটি বুঝে নিন যাঁকে তিনি অন্তর থেকে সবকিছু সমর্পন করেছে বা করার কথা ভাবছেন।
নারীর খুব সহজ ব্যাপারগুলো বেশিরভাগ পুরুষ বোঝে না (what men don t know)। এটা দুই পক্ষেরই গাফিলতি। পুরুষেরা ইচ্ছা করেই বুঝতে চায় না। আবার নারীরা “বোঝেনা” বলে অভিযোগ করলেও, ওই “না বোঝাটা” উপভোগ করে অনেক পুরুষ।
বাহ্যিক দিক থেকে বিচার করলে দেখা যাবে মেয়েরা প্রিয় মানুষের থেকে ভালোবাস চায়, অবসরে ঘুরতে চায়, কোয়ালিটি টাইম কাটাতে চায় আবার একান্তে কফিশপে হয়তো তাঁকে জড়িয়ে ধরতে চায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ এগুলো বোঝেন না অথচ নারী চায় পুরুষ বুঝুন (a woman differ from a man)।
আরো পড়ুন- স্মার্ট ফোন ছাড়া ঘুমাতে পারেন? বিছানাতে ফোন রেখে ঘুমিয়ে পড়া কি আদৌ নিরাপদ?
সাজগোজ পোশাক, শাড়ি গয়না এই সবই নারীর সৌন্দর্যের একটা অংশ মাত্র। এখানে সৌন্দর্যের পুজারী হিসেবে পুরুষ যদি প্রশংসা না করে তাহলে খারাপ লাগাটা খুব অস্বাভাবিক কি? নারী কিন্তু অপছন্দের মানুষের কাছ থেকে আকর্ষণ পেলেও, সেটা উপভোগ করেন। এটা যদিও একেকজন মানুষের কাছে একেক রকম।
আরো পড়ুন- infection: গরম চা-কফি খেয়ে জিভ পুড়ে গেলে কী হবে? জেনে নিন কি করতে হবে ?
ভালোবাসা মানে শুধুই আদর সোহাগ নয়। রাগ, অভিমান, কান্না, চিৎকার, ভাঙচুর, ইত্যাদি সবকিছুই দিয়েই ভালোবাসা প্রকাশ করা যায়। নারীদের এমনই অনেক কথা আছে, যেগুলো বেশিরভাগ পুরুষ বোঝেন না, বুঝতেও চান না। পুরুষ যদি এসব বুঝতে পারত তাহলে হয়তো সম্পর্কগুলো আরেকটু সহজ হতো। তবে পুরুষের একার দায়িত্ব নয় নারীকে বোঝা।
আরো পড়ুন- Amoled Display -এমোলেড ডিসপ্লে কী ? তা এমোলেড ডিসপ্লে সম্পর্কে জানা আছে তো?
নারীরও দায়িত্ব পুরুষকে বোঝা, তাঁর না বলা কথা শুনতে শেখা। এটা একধরনের অভ্যাস বা প্র্যাকটিস যা একসঙ্গে থাকতে থাকতেই তৈরি হয়ে যায়। নিজেদের জন্য একটু সময় বার করে একে অন্যের জন্য ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন । তবেই দেখবেন আগামীতে সম্পর্ক আরও সুন্দর হবে।