Breaking Bharat: এমোলেড ডিসপ্লে কী ? আজকের যুগে সবাই গেজেট প্রিয়, তাই না? তা এমোলেড ডিসপ্লে সম্পর্কে জানা আছে তো? যত দিন যাচ্ছে প্রযুক্তি তত উন্নত হচ্ছে। একের পর এক আবিষ্কার হচ্ছে আর সেটা থেকে আরও অভিনবত্ব আসছে।
আর আজকের দিনে সব কিছু এত স্মার্ট হয়ে গেছে যে আপনি আশে পাশেই তার ঝলক এবং প্রভাব দেখতে পাচ্ছেন। আজ এই প্রতিবেদনের মাধ্যমে কিছু তথ্য দেওয়ার চেষ্টা রইল আমাদের। আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রতিবেদনের শেষ পর্যন্ত পড়ুন (amoled display benefits)।
Amoled Display -এমোলেড ডিসপ্লে কী ?
আজকের বিষয় “এমোলেড ডিসপ্লে ” (amoled display)। নাম শুনে অনেকেই অবাক হয়ে গেছেন হয়তো, আবার অনেকে বুঝতে পেরেছেন। আসলে দৈনন্দিন জীবনে এর ব্যবহার বহুগুণ বেড়ে গেছে। হয়তো আপনিও ব্যবহার করতে শুরু করেছেন , কিন্তু নাম বা বিষয় জানেন না।
অসুবিধা নেই, আমরা জানাব বিস্তারিত। এমোলেড অর্থাৎ Active-Matrix Organic ডিসপ্লে। এই ধরনের প্রযুক্তি মোবাইল, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, টিভি ইত্যাদিতে ব্যবহার করা হয় ।
এর ক্ষেত্রে চমৎকার ব্যাপার হল, এমোলেড ডিসপ্লে তে কোনো ব্যাক লাইট এর ব্যবহার করা হয় নি। বরং এর প্রতিটি পিক্সেলস কে আলাদা আলদা লাইট হিসেবে ব্যবহার করা হয়েছে (AMOLED display good)। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে।
মনে করুন স্ক্রীন এ আপনি একটি ছোট মার্বেল এর ছবি দেখছেন। এটা খুব সামান্য একটা ঘটনা। কিন্তু নেপথ্যের কর্মকাণ্ডই বিশাল। এলসিডি ডিসপ্লেতে সেই ছোট মার্বেল এর ছবিটিকে প্রদর্শন করাতে যেটা কিনা স্ক্রীন এর এক ছোট জায়গা জুড়ে অবস্থান করছে, তার পেছনের সম্পূর্ণ ব্যাক লাইট জ্বালিয়ে রাখতে হয় (super amoled display)।
আরো পড়ুন- Why feel shamed? ইস কী লজ্জা! আহা শুনতে কতই না সোহাগ জাগে, কিন্তু লজ্জা কেন লাগে?
কিন্তু এমোলেড ডিসপ্লে তে লাইট শুধু সেখানেই জ্বলবে যেখানে শুধু ছবিটি আছে, আর স্ক্রীনের বাকি অংশ কালো থাকবে। এখন প্রশ্ন, এতে কি লাভ?দেখুন দিন কাল যা হচ্ছে তাতে আয়ের থেকে ব্যয় বেশি সবারই। তাই যত দিন যাচ্ছে সাশ্রয় শব্দটা কেমন যেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই উন্নত প্রযুক্তির ব্যবহার এই ক্ষেত্রে বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
আরো পড়ুন- A person ignores: সময়ের দোষ না নিজেদের অক্ষমতা? কেন বাড়ে দূরত্ব আর এড়িয়ে যাওয়া?
আরো পড়ুন- Bathroom on the go : ঘুরে বেড়াতে গিয়ে কখনও বাথরুম পেয়েছে ? কী করা যায় এই ক্ষেত্রে?
যেহেতু এমোলেড ডিসপ্লে এক বিশেষ স্থান নিয়ে জ্বলে ফলত এটি কম পাওয়ার ক্ষয় করে। মানে আপনার সাশ্রয়। এখানেই শেষ নয় এটির আরেকটি সুবিধা হলো এটি কালো রং নিয়ে এক্সপেরিমেন্ট করার ক্ষমতা।
যেহেতু কালো রং এর জন্য আলাদা কোনো পিক্সেলকে জ্বলতে হয় না। তাছাড়াও এমোলেড প্রযুক্তিতে কনট্রাস্ট রেসিও অনেক বেশি লক্ষ করা যায়। তাই আজকাল এই প্রযুক্তির চাহিদা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।