Breaking Bharat: ঘুম পেয়েছে ? তা ঘুমোতে যেতে পারেন আপনি। কিন্তু পিঁপড়েরা তা পারে না কেন?
ঘুম মানুষের পরম শান্তির এক অনুভূতি। আহা, হাই তুলে ঘুমোতে যাওয়ার মজাই আলাদা। চোখ বুজে নরম বিছানায় গা টা এলিয়ে দেওয়া, ব্যস বাকি কাজ টুকু ঘুমের দেশের পরী একাই করে ফেলবে। কিন্তু এই সব অনুভূতি শুধুই মানুষের। অবশ্য পশুদের সাথে এই নিয়ে আলোচনা করে উঠতে পারিনি আমরা। তাই তাদের অনুভূতি ঠিক কেমন জানা নেই। কিন্তু জানেন কি পিঁপড়ের চোখে ঘুম নেই?
কিন্তু পিঁপড়ে ঘুমোয় কোন ঘরে? আদৌ কি ঘুমোয়?
আসলে এই পৃথিবী বড়ই অদ্ভুত। কত কাণ্ড ঘটে কত দিকে। কত প্রাণী আছে চারপাশে, কতটুকুই বা জানি? আজ কথা পিপীলিকা নিয়ে। “কথায় আছে পিপীলিকার পাখা ওড়ে মরিবার তরে”। কিন্তু পিঁপড়ে ঘুমোয় কোন ঘরে? আদৌ কি ঘুমোয়? আসলে পিঁপড়ে অতি অদ্ভুত একটি প্রাণী (ant is a very strange animal)। পিঁপড়ের ফুসফুস নেই, কানও নেই। এদের হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরণের সেনসিং ভাইব্রেসন যার মাধ্যমে এরা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে।
আপনি কি জানেন পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় মাথা এই পিঁপড়ের (Ants)। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল পিঁপড়েরা কখনও ঘুমায় না (Ants never sleep)। মানে ভাবুন নাঘুমিয়ে দিনের পর দিন আপনি কি কাজ করে যেতে পারবেন? অবশ্যই না। সেটা কারোর পক্ষে সম্ভবই নয়। কিন্তু এনারা এটা করতে পারেন । দিন নেই, রাত নেই, সারাক্ষণ কাজ করে চলেছে। এই প্রাণী যে পরিশ্রমী সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি এত ব্যস্ত থাকতে হয় বলেই ঘুমোতে পারে না? না আসল কারণ টা অন্য।
আরো পড়ুন- ‘লাগে টাকা দেবে গৌরী সেন’! কেন টাকা দেবেন তিনি ? কে তিনি? কত টাকা আছে তার কাছে?
আরো পড়ুন- ছোটরা দুষ্টুমি করে খেতে চায় না, এমনটা হলে আপনার বাচ্চাকে খাওয়াবেন কি করে?
আরো পড়ুন- Pain after period : পিরিয়ডের এর পরে সমস্যা বাড়ছে ,যন্ত্রণা কমছে না? কী করবেন?
আরো পড়ুন- কী বিড়ম্বনা! শেষমেশ আলোচনায় হাটে হাঁড়ি ভাঙা? এমন হাড়ি ভেঙেছেন কখনো?
ঘুম ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব। শারীরিক প্রয়োজনেই ঘুমোতে হয়। কিন্তু পিঁপড়ের চোখে ঘুম নেই (no sleep in the eyes of ants)। শুধু ঘুম কেন, পিঁপড়ের তো চোখের পাতাই নেই। আর না ঘুমোনোর এটাই কারণ। চোখের পাতা বন্ধ হলে তবেই আপনি ঘুমোতে পারবেন। কিন্তু এদের চোখের পাতা নেই, তাই এরা চোখ বন্ধ করতে পারে না। তবে তার জন্য এদের দেখতে কোনো সমস্যা হয় না। মানে পিঁপড়ের দল যদি সঙ্গীত চর্চা করত তাহলে বাংলা গানের স্টাইলে বলতেই পারত, ” আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন”। কী কাণ্ড!