Breaking Bharat: রূপে ভোলাবেন নাকি ভালোবাসায়? ভালোবাসতে গেলে কতটা প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় রূপ? বিতর্ক থামার নয় শেষ হবার নয়। কিন্তু সৌন্দর্য জীবনে একটা অন্য ছাপ ফেলে। তবে আবার বলি সুন্দর হওয়া দরকার ভেতর থেকে, বাহ্যিক রূপ- কদিনই বা তার স্থায়িত্ব? তাই ভেতর থেকে ভালো হলে চারপাশটা এমনিই সুন্দর হয়ে ওঠে। তবে আজ চোখ নিয়ে যখন কথা, তাহলে চোখেই সৌন্দর্যের গভীরতা খুঁজে পাওয়ার একটা চেষ্টা।
একজন মানুষের দিকে তাকাতে গেলে চোখের দিকেই আগে চোখ পড়ে, না হলে দেখবেনই বা কি করে? তাই আপনার শারীরিক অঙ্গের মধ্যে চোখ যে একটা বিশেষ স্থান দখল করে আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
তবে চোখ যেমন শরীরের সবচেয়ে সুন্দর একটি অঙ্গ, তেমনই স্পর্শকাতর। কিন্তু সেই সুন্দর চোখের নীচে যদি কালো দাগ দেখা দেয় (Black spots appear under the eyes), তা হলেই তা যেমন চেহারার জন্য খারাপ, তেমনই ত্বকে কালো ছোপ দীর্ঘস্থায়ী হলে ত্বকের পক্ষেও তা ক্ষতিকর।
চোখের চারপাশের কালো দাগ দূর করবেন কীভাবে ?
প্রতিদিনের ব্যস্ত জীবনে আলাদা করে নিজের যত্ন নেওয়া অনেকেরই সম্ভব হয়ে ওঠেনা। আজকাল তো আগের মতো ঠাকুরমা দিদিমা নেই যে ধরে বসে প্রিয় নাতি-নাতনির পরিচর্যা করে দেবেন। তবে ত্বকের যত্ন নিন এটা খুব দরকার। আর সবথেকে বেশি দরকার হচ্ছে পর্যাপ্ত ঘুমোনো যা আজকের যুগের ছেলে মেয়েদের কাছে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তাদের কাজের চাপে।
তবে এর কিন্তু একটা ভয়াবহ প্রভাব পড়ছে আপনার ত্বকে, মুখে, চোখে। অনিদ্রা বা কাজের চাপ (Insomnia or work stress) কারণ যাই হোক না কেন, এক বার যদি এই কালো দাগ দেখা দেয়, তাহলে দরকারি পদক্ষেপ করা দরকার। না হলে সমস্যা বাড়বে। চোখের নিচের কালো দাগ দূর করতে গাদা গাদা টাকা খরচ করার দরকার নেই। আমরা বলব কিছু ঘরোয়া পদ্ধতির কথা যা চেষ্টা করে দেখতে পারেন, উপকার পেলে জানাবেন নিশ্চয়ই (remove the black spots under the eyes)।
- চা খেতে ভালোবাসেন নিশ্চয়ই? এই যা আপনার কাজে আসবে চোখের দাগ (Eye black spots) দূর করতে। টি ব্যাগ তো ব্যবহার করেই থাকেন। ব্যবহারের পর তা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এর পর তা ফ্রিজ থেকে বের করে নিন। এবং চোখ বন্ধ করে ১০মিনিট চোখের উপর রেখে দিন। নিয়মিত ব্যবহার করলে চোখের নীচের কালো দাগ দূর হবে। শরীর সম্পর্কে যদি সচেতন হয়ে থাকেন, তাহলে একটু পরিশ্রম নিশ্চয়ই করবেন নিজের সৌন্দর্য বজায় রাখতে।
- তাহলে দই মধু দিয়ে প্যাক তৈরি করতে আপনার কোনও সমস্যা হবে না। দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষ তৈরির হার বৃদ্ধি করে। দই, মধু আর গোলাপ জলের সংমিশ্রনে প্যাক তৈরি করে তা চোখের নীচে ও মুখে লাগান দিনে দু’বার। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধয়ে ফেলুন। এর পর মুখে লাগিয়ে নিন ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল। জেলের কথা তো বললাম, এবার বরং তেলের কথা বলব, কাঁচা হলুদ আর নারকেল তেল।
- কাঁচা হলুদ বেটে তার সঙ্গে নারকেল তেল আর আমন্ড তেল মেশান। থকথকে ঘন প্যাক বানিয়ে চোখের নীচে পুরো মুখে ভাল ভাবে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।খোসাসহ আলু বেটে চোখের নীচে তিন-চার দিন ব্যবহার করলে চোখের কালো দাগ দূর হবে বলে অনেকেই দাবি করেন ,যদিও আমরা এর সত্যতা বিচার করিনি।
আরো পড়ুন- Kissing is good for health: চুমু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো জানেন কি?
আরো পড়ুন- কী বিড়ম্বনা! শেষমেশ আলোচনায় হাটে হাঁড়ি ভাঙা? এমন হাড়ি ভেঙেছেন কখনো?
আরো পড়ুন- নারী পুরুষ সমান সমান, অথচ সংসার মানে সবটাই কি নারীর দায়িত্ব? পুরুষের কোন দায়িত্ব নেই?
আরো পড়ুন- দাম্পত্য জীবনে খুঁটিনাটি বিষয়ে ঝগড়া লেগেই থাকে, তা না হলে কি দাম্পত্য জমে?
- এত কিছুর মধ্যেই শসা কে ভুলে গেলে হবে যুগ যুগ ধরে মা মাসিমারা এই শসার রস কত কার্যকরী চোখের জন্য, তা নানাভাবে বুঝিয়েছেন। আপনি প্রয়োগ করে দেখুন। শসা কুঁচিয়ে নিয়ে তার সঙ্গে দই মিশিয়ে প্যাক তৈরি করুন। ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন। এরপর এই প্যাক চোখের নীচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
তোর সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বলব ,একটু বিশ্রাম নিন। আজকাল আমরা বড্ড ক্লান্ত, একটু বিশ্রাম নিন, ঘুমোন , খাওয়া-দাওয়া করুন আর পর্যাপ্ত জল খান। তবে শরীর ভালো থাকবে আর রূপ ঝলমল করবে।