Breaking Bharat: ‘দাম্পত্য জীবনে খুঁটিনাটি বিষয়ে ঝগড়া’ লেগেই থাকে, তা না হলে কি দাম্পত্য জমে? অনেকগুলো অনুভূতি নিয়ে একটা জীবন আর সম্পর্ক। একসাথে অনেক স্বপ্ন দেখার স্বপন নিয়ে দুটো মানুষের এক ছাদের তলায় থাকা। সেখানে খুঁটিনাটি বিষয়ে ‘ঝগড়া’ লেগেই থাকে, না হলে কি দাম্পত্য জমে?
সোহাগে আদরে, রাগে- অভিমানে ভালোবাসা বাড়ে?
বিয়ে করার একটা মজা আছে (Getting married is a lot of fun) কিন্তু সেটা কতদিনের বলুন তো? একসঙ্গে থাকতে থাকতে টুকটাক তর্কবিতর্ক, মতান্তর এসব তো হতেই থাকে। আর এতে সম্পর্কের গভীরতা বাড়তে থাকে (depth of the relationship)। তবে কি বলুন তো দুজন মানুষের নিজস্ব মত, চিন্তাভাবনা ও জীবনযাপনের পন্থাই দীর্ঘ দাম্পত্যে নানা দূরত্ব তৈরি করে বসে বলে মনে করেন মনোবিদরাও।
রাগের মাথায় কখনও কোনো সিদ্ধান্ত নেবেন না:
অনেক ক্ষেত্রেই মতের অমিল থেকে রাগারাগি, মনোমালিন্য। সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হবে কী করে? সম্পর্কের সুতোয় টান পড়লে তা ছিঁড়ে যাওয়ার আগেই একবার গিট বেঁধে নিন। মনে রাখবেন, রাগের মাথায় কখনও কোনো সিদ্ধান্ত নেবেন না (Never make a decision in anger)।
এতে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। সবসময় মাথা ঠাণ্ডা করে সিদ্ধান্ত নিন (Always decide with a cool head)।
দুজনের মধ্যে সমস্যা (Problems between the two) হলে একজন ঠান্ডা মাথায় অন্যের কথা শুনুন। দরকার হলে সময় নিন, চুপচাপ থাকুন তারপর কথা বলুন। কথায় সব সমস্যার সমাধান হয়। অনেকে বলেন রাগ কমাতে যোগাভ্যাস দরকার। অনেকে বলেন একটু কোয়ালিটি টাইম কাটাতে জানতে হয়।
আরো পড়ুন- Use of Mirrors: নিজের মুখ আর রূপ দেখার জন্যই কি আয়না? যদি আয়না না থাকতো, তাহলে?
আরো পড়ুন- Avoid these people: এই ধরনের মানুষদের কখনো পাত্তা দেওয়া উচিত নয়, কেন জানেন ?
তবে সবথেকে বড় কথা হল দুটো মানুষের একে অন্যকে বোঝার চেষ্টা করা। ভালোবাসা মানে শরীর নয় বন্ধুত্ব। একটা নিখাদ প্রেমের গল্প তৈরি করতে হবে দাম্পত্যে যেখানে অটুট থাকবে বন্ধুত্ব (couple has to create a love story)।
দূরত্ব কোনোভাবেই দুজনের মাঝে জায়গা তৈরি করতে পারবে না। একটু সমস্যা হবে, একে অন্যের কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে হবে। একটু চেষ্টা করলে ভালোবাসার গভীরতায় সব কিছুকে সাজিয়ে নেওয়া যায়।