Breaking Bharat: অজান্তেই আপনার ক্যারিয়ার নষ্ট করছে কারা ? চিনতে চান সেই শত্রুদের? আজকালকার যুগে সকলেই চাই প্রতিষ্ঠিত হতে। এই প্রতিষ্ঠিত হওয়ার মানে অবশ্যই একটা ভালো চাকরি বা বলা যায় ভবিষ্যতের নিরাপত্তা।
কিন্তু তার জন্য দরকার ক্যারিয়ারের প্রতি মনোনিবেশ করা। করছেন কি ? মা-বাবা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ বিসর্জন দিয়ে আপনাকে বড় করেছে প্রতিদান দিতে পেরেছেন? এবার তো একটু সিরিয়াস হতে হবে, না হলে চলবে কী করে ?
আমরা সবাই ঘুরতে পারি আকাশে কিন্তু নিজের ডানার উপর বিশ্বাস রাখতে হবে। সবার আগে নিজের মধ্যে লুকিয়ে থাকা ডানাকে খুঁজে বের করতে হবে। আর এগুলো করতে যারা আটকে দেয় বাধা দেয়, তাদেরকে দূর করতে হবে জীবন আর চারপাশ থেকে । তবে গিয়ে কিছু করতে পারবেন।
নিজের জীবনের রুটিন না বদলালে আপনি কিন্তু বহু কিছু করে উঠতে পারবেন না। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন (Stop thinking too much) এখনই, এটা ক্ষতিকর। আর অলসতাকে দূর করুন। যদি আপনি অলস হন, সারাক্ষণ শুয়ে-বসে থাকার চিন্তা করেন, তাহলে আপনি কোনদিনই উন্নতি করতে পারবেন না।
চট করে আপনাকে কয়েকটা দোষের কথা বলে দিই যেগুলোতে পরিত্যাগ করা দরকার। কমফোর্ট জোনের মধ্যে থেকে বড় কিছু করা যায় না, ইতিহাস তার সাক্ষী। শেষ মুহূর্তে সবটা ম্যানেজ হয়ে যাবে এই ভাবনা ভুল করেও মাথায় আনবেন না। জীবন মানে এগিয়ে যাওয়া। অতীতকে ভুলে এগোতে না পারলে বিপদ আপনার।
যা চলে গেছে তাকে ফিরিয়ে আনতে পারবেন না, কিন্তু নিজে দায়িত্ব নিয়ে আপনার আগামীকে ঠিক করতে পারেন আপনিই। কোনকিছুই অতিরিক্ত ভালো নয়। তাই অতিরিক্ত চাওয়া বা পাওয়া জীবনের ক্ষতি করে (Excessive seeking or receiving harms life)। এই সত্যি তা আগে থেকে বুঝে নিয়ে সেই মতো কাজ করুন, দেখবেন ভালো থাকবেন।
রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন “সহজ হওয়া দরকার”। কিন্তু আজকাল হয়তো সহজ হওয়াটাই বড্ড বেশি কঠিন, তাই না? পরিবর্তনই সংসারের নিয়ম- এমন কথা গীতায় বলা আছে। তাই নিজেকে পরিবর্তনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রাখুন। এখন সময় কাজ করার । তাই কাজটা মন দিয়ে করুন (Do it with the mind)। ভবিষ্যতে কী ফল পাবেন সে নিয়ে চিন্তা করে আজকের দিনটাকে খারাপ করার কোন মানেই হয়না।
ভবিষ্যৎ গড়তে গেলে নিজের ক্যারিয়ারকে উন্নত করা প্রয়োজন:
আপনি কি জানেন আপনার বিকল্প আর কেউ নেই? তাই খামোখা অন্যের সঙ্গে নিজের তুলনা করে মন খারাপ করবেন না প্লিজ (Please don’t be upset)। ব্যাঙ্ক ব্যালান্স ভালো থাকার অঙ্গ, কিন্তু টাকা থাকলে ভালো থাকা যায় না। যেদিন এই সত্যিটা বুঝবেন দেখবেন আপনি ভালো আছেন। ভালো একটা ভবিষ্যৎ গড়তে গেলে নিজের ক্যারিয়ারকে উন্নত করতে হয় (You have to improve your career)।
আরো পড়ুন- Post-Mortem: পোস্ট মর্টেমের নাম ‘ময়নাতদন্ত’? কেনই বা এমন নামকরণ?
তার জন্য সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে, গল্প করে , এর ওর সমালোচনা করে লাভ নেই। ভুল মানুষের কাছ থেকে আশা করবেন না (Don’t expect the wrong people)। নিজেকে যতটা সম্ভব কাজে জড়িয়ে রাখুন।
আরো পড়ুন- একা একলা জীবন কাটানোর কী কী সুবিধা ও অসুবিধা আছে ? Breaking Bharat
এই প্রজন্মের একটা ঝোঁক আছে নিষিদ্ধ জিনিসের প্রতি । এটা আপনার জন্য কতটা ক্ষতিকর, এখন না বুঝলেই আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই যেকোনো ধরনের পর্ণ ভিডিও,পর্ণ ছবি বা সিনেমা দেখা থেকে আপনার মন এবং মস্তিস্ককে বিরত রাখুন।
আরো পড়ুন- ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটা চটপট পরিষ্কার করে ফেলুন! এটা কিন্তু দরকার
ভালো হওয়াটা খুব একটা কঠিন নয় জানেন ! দিনের শেষে আপনার মা বাবার কথা মনে করুন, যাদের জন্য আজ আপনি এই জায়গায়। একটা ভালো ক্যারিয়ার গড়ে, তাঁদেরকে উপহার দিতে ইচ্ছে করে না ? দেখুন না চেষ্টা করে। হবে না বলে কিছুই নেই, হতেই হবে।