Breaking Bharat: আজ এই দিদিকে নিয়ে কথা বলে সারা বাংলা। সারা জীবনে যত না বেশি প্রচারে এসেছেন, বিগত কিছু বছরের সবথেকে বেশি আলোচিত তাঁর নাম। কারণ তিনি দিদি নাম্বার ওয়ান। বুঝতে পেরেছেন তো কার কথা বলছি আজ ? একের পর এক রাউন্ড হাসিমুখে এগিয়ে নিয়ে, একাধিক উপহার বাংলার বিভিন্ন দিদির হাতে তুলে দেন যিনি,সেই ওয়ান এন্ড ওনলি রচনা ব্যানার্জি (Actress Rachna Banerjee life style)।
জেনেনিন অভিনেত্রী রচনা ব্যানার্জীর জীবনের নানা কথা:
অভিনেত্রী হিসেবে রচনা ব্যানার্জি খ্যাতি পেয়েছেন ,সঞ্চালিকা হিসেবে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে গেছেন। একথা বলেন রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) নিন্দুকেরাও,নিজের মুখে স্বীকার করেন তা স্বয়ং দিদি রচনা ব্যানার্জি। তার ক্যারিয়ার বর্ণময় । নব্বইয়ের দশক থেকে মানুষের বিনোদন জগতের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে ,কখনো বড় পর্দায় কখনো ছোটপর্দায়। শুধুমাত্র বাংলা নয় একাধিক ভাষায় ছবি করে নিজেকে তুলে ধরেছেন তিনি ।
টেলি সম্মান পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিশেষ চলচ্চিত্র পুরস্কার তাঁর ঝুলিতে । ব্যক্তিগত জীবনে নায়িকা প্রচন্ড হাসি খুশি আর ভীষণ ইমোশনাল । দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোতে (Didi No 1 Reality show) এসে অনেক সময় তাঁর কাছের মানুষেরা ,রচনার ছোটবেলার দুষ্টুমির কথা সবার সামনে বলে গেছেন। কখনো লজ্জা পেয়েছেন কখনোবা ভুবনভোলানো হাসি তে মাতিয়ে দিয়েছেন এপিসোড।
আপনি কি জানেন, আজকের সুপারস্টার দেব (Superstar Dev) তাঁর প্রথম ছবিটি করেছিলেন রচনা ব্যানার্জি সাথে? কমার্শিয়াল ছবির পাশাপাশি এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যাতে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসা পেয়েছে। আর এই তালিকায় সবার আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায় পরিচালিত “রামধনু” ছবির কথা উঠে আসে।
ইন্ডাস্ট্রিতে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নায়িকার। সম্প্রতি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) মারা যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন রচনা। কিছুদিন আগে তার বাবার মৃত্যু হয়। কাজ থেকে দূরে সরে গিয়েছিলেন, এত বড় ধাক্কা সামলাতে সময় চেয়ে ছিলেন সবার কাছে। পাশে ছিল দিদি নাম্বার ওয়ান-এর দর্শকেরা (Rachana Banerjee is an Indian actress)
আরো পড়ুন- পুতুল নাচ মানেই নস্টালজিয়া! মনে পড়ে গ্রামবাংলার সেই পুতুলনাচের সাতকাহন?
আর সাথে প্রযোজক সংস্থা। জনপ্রিয়তার নিরিখে তাঁকে আবার ফিরতে হয়েছে কাজেই নির্ধারিত সময়ের আগেই। রিয়ালিটি শো সঞ্চালনার দায়িত্ব অনেকেই নিয়েছিলেন কিন্তু কেউ “রচনা” হয়ে উঠতে পারেননি। এই দিদি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। ঘুরতে বেড়াতে ভালোবাসেন বলেই সেইসব ছবি শেয়ার করেন। নিজের পরিবারের আর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তকে আলাদা চোখে দেখেন তিনি।
আরো পড়ুন- বেকারত্বের জ্বালা বড়োই জ্বালা! কতটা কষ্ট থাকে একজন বেকারের মনে?
তাঁর একটি মাত্র সন্তান ,ছেলেকে চোখে হারান রচনা। মাত্র ১৬ বছর বয়সে কর্মজীবন শুরু করেন তিনি। এখনো পর্যন্ত ৭৪টি সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে টালিগঞ্জের বুম্বা দা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে অভিনয় করা ছবির সংখ্যা ৩৫।
আরো পড়ুন- Period : মহিলাদের মাসিক বা পিরিয়ড চলাকালীন কি কি মানবেন পুরুষেরা?
প্রসেনজিৎ-রচনা জুটি হিসেবে একটি রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেছিলেন। পর্দার সামনে যতটা হাসিখুশি পর্দার আড়ালে একেবারে সাধারণ মানুষের মতোই দুঃখ সুখে ভরা, উত্থান-পতনে ঘেরা তাঁর জীবন।১০ বছরেরও বেশি সময় ধরে একটা রিয়ালিটি শো একা তুমুল জনপ্রিয়তার সঙ্গে টেনে চলেছেন যিনি, তিনিই আসল দিদি ,প্রকৃত দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি।