Breaking Bharat: রাজা শব্দ বললেই আপনার চোখের সামনে ঠিক কী রকম ছবি ভেসে ওঠে ? মাথায় বড় মুকুট বা পাগড়ি, সিংহাসনে উপবিষ্ট, ডানদিক বাঁদিক প্রচুর মন্ত্রী- পারিষদ, একটা বিশাল রাজমহল আর প্রচুর অস্ত্র সাথে হাতিশাল ঘোড়াশাল আর রাজদরবার। অন্তত গল্পে এভাবেই রাজাকে বর্ণনা করা হতো।
পুরনো দিনের অনেক সিনেমাতেও এভাবেই রাজা চরিত্রকে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে রাজা অন্যরকম। হাতে বই, কাঁধে চাদর, পরনে ধুতি – ইনি হলেন আপনার-আমার বাংলার রাজা রামমোহন রায় (Raja Ram Mohan Roy)। সম্প্রতি তার জন্মদিবস পালন করেছে গোটা বাংলা। উনবিংশ শতাব্দীর নবজাগরণের পথিকৃৎ কে সশ্রদ্ধ প্রণাম।
নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়:
উনবিংশ শতাব্দীর মানেই কুসংস্কার আর গোঁড়ামির সর্বগ্রাসী জাল। মধ্যযুগীয় বর্বরতার পরিসর থেকে মানুষকে নবজীবনের, নতুন দর্শনের আলো দেখানোর উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেন রাজা রামমোহন রায়। শ্রাবণ প্রতিকূলতাকে চোখের সামনে দেখেও তার মানসিকতা ভেঙে যায় নি। মানুষকে শিক্ষা সংস্কৃতির (Education culture to people) আলোয় নতুন করে জাগিয়ে তুলতে চেয়েছিলেন,নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়। তাই এই রাজার কোন রাজ্য না থাকলেও তার চরাচর ছিল অবাধ।
সাল ১৭৭২ তারিখ ২২ মে হুগলির শ্রীরামপুরে (Srirampur) মামার বাড়িতে জন্মগ্রহণ করেন রামমোহন রায়। বাবার বাড়ি হুগলির রাধানগর গ্রামে, সম্ভ্রান্ত কুলীন ব্রাহ্মণ পরিবারের ছেলেটি ১৫ বছর বয়সে গৃহত্যাগ করেন। একইসঙ্গে আরবি এবং সংস্কৃত দুটি ভিন্ন ভাষায় নিজেকে দক্ষ করে তোলেন। পরাধীন ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির (East India Company) অধীনে প্রায় ১১ বছর চাকরিও করেছেন।
আরো পড়ুন- আপনার জীবনের সেরা সময় বা সেরা মুহূর্ত কোনটা? নাকি বুঝতেই পারছেন না?
কুসংস্কার আর অন্ধ গোঁড়ামির প্রবল বিরোধি ছিলেন রাজা রামমোহন রায়:
ধর্ম নিয়ে তার বিশেষ কোনো আপত্তি ছিল না কিন্তু কুসংস্কার আর অন্ধ গোঁড়ামির প্রবল বিরোধি ছিলেন রামমোহন। নিজেই একেশ্বরবাদী, বিশ্বাস করতেন বেদান্ত ধর্ম সাধনার মূল ভিত্তি। ব্রাহ্ম সমাজ স্থাপন করেছিলেন তিনি। ইংরেজি শিক্ষার প্রসারের জন্য স্কুল গড়ে তোলেন। চেয়ে ছিলেন মানুষের মনের অন্ধকার দূর হোক। তাই একজন প্রকৃত রাজার মতই যেন প্রজাদের পাশে দাঁড়িয়েছিলেন। অসহায় মেয়েরা যেভাবে স্বামীর চিতার আগুনে নিজেদের আত্মাহুতি দিতে বাধ্য হয়ে, তাদের কাছে তো রামমোহন রায় রাজাই বটে।
আরো পড়ুন- Teaching Tuition : টিউশনি পড়াতে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
আরো পড়ুন- বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেরার সেরা? Prosenji King of Bengali film industry
রাজা রামমোহন রায় নামটা বললে ইতিহাসের পাতায় সবার আগে দুটো শব্দ উঠে আসে। এক সতীদাহ প্রথা বন্ধ করা আর দুই নবজাগরণ সৃষ্টি করা (To create a renaissance)। ভারতের স্বাধীনতা সংগ্রামের লড়াই তখনো সেভাবে জোরদার হয়ে সংগঠিত হয় নি, কিন্তু রামমোহন বিপ্লবীদের পাশে থাকতেন। মেনিনজাইটিস আক্রান্ত হয় তার মৃত্যু হয়। কিন্তু রাজ্য তার ছাড়াই রাজা হয়ে ছিলেন, আছেন, থেকে যাবেন চিরটাকাল।