Breaking Bharat: আজকের যুগে দাঁড়িয়েই সারা জীবন একটা ফোন ছাড়া বাঁচা যায় না। সেটা স্মার্ট ফোন হোক বা এমনি ফোন, যোগাযোগের মাধ্যম তৈরি হওয়াটা খুব দরকার। আমরা যখন কোন কিছু কিনতে চাই বা যাই,স্বভাবতই নতুন জিনিসের দিকেই ঝোঁক থাকে বেশি। কিন্তু যদি পকেট সায় না দেয় তাহলে? সেকেন্ড হ্যান্ড মোবাইল (Second hand mobile) কিনবেন কি ? আজ বিস্তারিত জানাবো আপনাদের।
মোবাইল কিনতে গিয়ে বাজেটের সমস্যা হলে সেকেন্ড হ্যান্ড-এর দিকে ঝুঁকবেন কি ?
সেকেন্ড হ্যান্ড মোবাইল কথাটার মানে হল, সেই মোবাইল আগে কেউ ব্যবহার করেছেন। তারপর হয়তো কোনও সমস্যা আছে বলে, তিনি সেই ফোনটি বিক্রি করতে চান। তাই বুঝতেই পারছেন ত্রুটিপূর্ণ ফোন (a faulty phone) কিনতে যাচ্ছেন আপনি, যদি টার্গেট হয় সেকেন্ড হ্যান্ড ফোন। আবার অনেক মানুষের শখ থাকে দু’দিন অন্তর ফোন কেনার মানে, তারা আরো অন্য রকমের ফিচার খুঁজতে থাকেন।
সেই ক্ষেত্রে অনেক সময় ফোনের অবস্থা ততটা খারাপ নাও হতে পারে। অনেক সময় দেখা যায় আপনি পুরনো ফোনটি (old phone) যে দামে কিনছেন,তার থেকে অল্প কিছু দাম বেশি দিলেই আপনি একটি ফোন পেয়ে যাবেন। সে ক্ষেত্রে যদি খুব অর্থকষ্ট না হয়, নতুন ফোন কেনার কথা ভাবতে পারেন। এখানে একটা বিষয় আছে। হয়তো আপনি যে ব্র্যান্ডের ফোনটি কিনতে চাইছেন, নতুন সেই ফোনটির দাম অনেক।
তাই ভাবছেন সেকেন্ড হ্যান্ড হলেও সেই ব্রান্ডের ফোন কিনে নেওয়াই ভালো। এক্ষেত্রে মোবাইলের কোন ত্রুটি আছে কিনা বা সেগুলো কী কী সেটা জেনে নেওয়া দরকার। না হলে দেখবেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কয়েকদিনের মধ্যেই সেটাকে সারাতে দিতে হচ্ছে আর তাতে আরো টাকা লাগছে। সব হিসেব করলে হয়তো নতুন ফোন হয়ে যেত।
আরো পড়ুন- Corporate Sector : কর্পোরেট দুনিয়ার মিস্টার পারফেক্ট হওয়া যায় কী করে? আজ বলব আপনাকে
সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় মোবাইলের কন্ডিশন দেখে নেওয়ার পাশাপাশি পাকা রসিদ নেওয়া চাই (condition of the mobile should be checked)। সেই রসিদে মোবাইলের আই এম ই আই নম্বর থাকা দরকার (IMEI number of mobile)। মডেলের নাম, দাম, বিক্রেতার ঠিকানা, সেই তারিখ, টাকা প্রাপ্তি স্বীকার- এগুলো লিখে নেওয়া দরকার। না হলে ধরুন যে ফোনটি আপনি কিনছেন তার মাধ্যমে যদি কোন দুর্নীতিমূলক বা অপরাধমূলক কাজ হয়ে থাকে তার দায় আপনার কাছে এসে পড়তে পারে। যে কারণে জন্য আপনি ফোন কিনছেন সেই ফিচারটি ঠিক আছে কিনা সেটা ভালো করে বুঝে নিন।
আরো পড়ুন- আকাশে প্লেন ও পাখির মুখোমুখি সংঘর্ষে কী হয় জানেন?
আরো পড়ুন- জীবনে স্বার্থপর হওয়ার কি কোনো প্রয়োজন আছে ? Breaking Bharat
সবশেষে বলি, যদি একটু ভালো ফোন কিনতে চান একটু ধৈর্য ধরুন , টাকা জমান, ফোন কিনুন। আজকাল কিস্তিতে টাকা দিয়ে কেনা যায়। তাই খুব অসুবিধা না হলে নতুন ফোন কিনেই দিন।