Breaking Bharat: কথায় আছে, নিন্দুকেরা রাজার পিছনেও নিন্দে করে। তাই বলে আপনাকে সব বিষয় আমল দিতে হবে এমনটা নয়।তা কথাটা খানিক সত্যি বটে। তবে এটাও কথা চারপাশে যা রটে, তার কিছুটা নিশ্চয়ই ঘটে, না হলে তা শিরোনামে আসবে কীকরে? তাই আপনাকে নিয়ে কে কি বলছে সেটা হয়তো আপনি চেষ্টা করলেও আটকাতে পারবেন না। কিন্তু কারা বলছে, আর তাঁরা আপনার কতটা চেনা এবার সেটা জানবেন আপনি।
মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনে নিন
মুখোশের আড়ালে থাকা মানুষকে (man behind the mask) চিনতে চান নিশ্চয়ই! তাহলে বেশ কিছু বিষয় জেনে রাখা দরকার। সাধারণত কিছু মানুষ আপনার খুব কাছের বন্ধু, কিছুজন শত্রু (Some people are your friends,some are your enemies)। কিন্তু বন্ধুর বেশে যারা ছোবল মারে তাদের চিনে রাখা দরকার। এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য হয়। যেগুলো আজ আপনাকে জানাব আমরা।
চিনে নিন নিজের আসল শত্রুকে, উপায় বলছি আমরা
এই মানুষগুলো গোপনে আপনার উপর প্রতি মুহূর্তে নজর রাখবে, কিন্তু আপনি চেষ্টা করেও সহজে ধরতে পারবেন না। আবার কখনও কখনও মন গলান কথাবার্তা বলবে- মানে এক কথায় যাকে বলে ” মিছরির ছুরি”।
এরা অনেকেই একটু আধটু তাঁবেদারি করবে, প্রয়োজন ফুরিয়ে গেলে সরে পড়বে আপনি বুঝতেই পারবেন না। আসলে আপনার চারপাশে থাকা গোপন শত্রু (The secret enemy around you) কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাকে। কিন্তু আসল সময় আপনার পিঠেই ছুরি বসাবে। তাই সাবধান!
আরো পড়ুন- OT : অপারেশন থিয়েটারের মধ্যে ডাক্তার, নার্সদের পোশাক সবুজ হয় কেন?
আরো পড়ুন- আপনার কি খুব রাগ হয় ? অল্পেতে ভীষণ রেগে যান? কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন?
আসলে যারা প্রকৃত ভালো মানুষ হন বা ধরুন ভালো বন্ধু তাঁরা কিন্তু কখনই আপনার বিপদে আপনাকে ছেড়ে যান না। বরং পাশে থেকে সমস্যা সমাধানের চেষ্টা করবে। আসলে মানুষের পরিচয় তো এতেই তাই না, মান আর হুঁশ মিলিয়ে মানুষ।
আরো পড়ুন- Rituparno Ghosh: পরিচালক ‘ঋতুপর্ণ ঘোষ’ ছিলেন এক অসাধারন ক্ষমতা সম্পূর্ণ মহান মানুষ
তাই কেন অন্যের ক্ষতি করবেন বলুন তো? আর হ্যাঁ আপনিও সাবধানে থাকবেন, আপনার অজান্তেই এই মুহূর্তে আপনার পরম শত্রু হয়তো আপনার পাশে বসেই আপনার অমঙ্গলের প্ল্যান করছেন। তাই সময় থাকতে মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনে নিন।