Breaking Bharat: যন্ত্রণা শব্দটা মনে মনে চিন্তা করলেই শরীর অসুস্থ হতে শুরু করে। আর সেই যন্ত্রণা যখন সত্যিই অনুভব করতে হয় তখন ঠিক কোন অবস্থার মধ্যে দিয়ে আঘাত প্রাপ্ত মানুষটিকে যেতে হয় সেই ধারণা কমবেশি সকলেরই আছে। এই যন্ত্রনা, দৈহিক অর্থাৎ শরীরে আঘাত লাগার (Injury to the body) কথা বলছি এই প্রতিবেদনে। আর সঙ্গে তার উপশমের উপায়।
“কাটা ঘায়ে নুনের ছিটে”
মনে আছে ছোটবেলায় মাঠে-ঘাটে দৌড়াদৌড়ি করতে গিয়ে বা খেলার সময় অথবা হাত পা কেটে গেছে? মা কাকিমারা যখন এক মুঠো চিনি নিয়ে এসে দিয়েছেন কেটে যাবার এই ক্ষত স্থানে যাতে রক্ত বন্ধ হয়। অনেকে আবার বলেছেন নুন দেওয়ার কথা, “কাটা ঘায়ে নুনের ছিটে” এই কথাটা মাথায় এসেছে অনেকেরই।
কাটা জায়গায় নুন দিলে ঠিক কেমন অনুভূতি হয়?
আপনি হয়তো বলবেন এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এটা ঠিক যে কাটা জায়গায় নুন দিয়ে কিছুক্ষণ চেপে রাখলে রক্ত বন্ধ হয়ে যায় (The bleeding stops)। কিন্তু কাটা জায়গায় চিনি দিলে কি রক্ত ঝরা বন্ধ হয়?
গভীররাত না কাকভোর কোন সময় পড়াশোনা স্বাস্থ্যসম্মত, জানেন কি?
এই প্রশ্ন যদি মনে থাকে তাহলে উত্তরটা জানিয়ে দিই হ্যাঁ, চিনি দিলেও রক্ত বন্ধ হয় (Adding sugar stops bleeding)। কী কারণ ব্যাখ্যা করব এবার – শরীরের কোন অংশ কেটে গেলে তা জীবাণু যুক্ত হয়। নুন এর মধ্যে থাকা সোডিয়াম ক্লোরাইড জীবাণুমুক্তকরণ করতে খুব ভালো কাজ করে। কিন্তু এখানে প্রসঙ্গ চিনি দিয়ে।
নুন বা লবণ এর বদলে ক্ষতস্থানে চিনি দেওয়া কি ঠিক?
চিনির মধ্যে থাকে সুক্রোজ। এই উপাদানটি ক্ষত সারিয়ে তুলতে দ্রুত কাজ করে।এটা এক ধরনের প্রাথমিক অ্যান্টিবায়োটিক (Primary antibiotics) হিসেবে কাজ করে। ক্ষতস্থানে চিনি দিলে চিনির মধ্যে থাকা সুক্রোজ উপাদানটির মধ্যে জীবাণু ধ্বংস করার যে বৈশিষ্ট্য রয়েছে তা সক্রিয় হতে শুরু করে (Applying sugar to the wound)। শুধু মানুষ নয় পশু পাখির উপর পরীক্ষা করে দেখা গেছে এটি সত্যি।
Fish of choice : বাজারে গিয়ে মাছ ভালো না খারাপ তা চিনবেন কী করে?
- কিন্তু কাটা জায়গায় চিনি দিলে কি রক্ত ঝরা বন্ধ হয়?
- ঐ ক্ষতস্থানের উপর চিনি দিয়ে কাপড় বেঁধে দেওয়াই যথেষ্ট।
- শরীরের কোন অংশ কেটে গেলে তা জীবাণু যুক্ত হয়
University of Wolverhampton এর তরফ থেকে এই নিয়ে পরীক্ষা চালানো হয়।Dr. Moses Murandu নিজে তাঁর ছোটবেলার ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন এই পরীক্ষার মাধ্যমে আসল তথ্য খুঁজে বের করতে।
ড্রাইভিং লাইসেন্স নিয়ে চিন্তায়? আর RTO অফিসে গিয়ে ড্রাইভিং টেস্ট দিতে হবে না!
Dr. Mrandu-র মতে কাটা ঘা ঠিক হওয়ার প্রক্রিয়াকে যদি দ্রুত করতে চান তাহলে ঐ ক্ষতস্থানের উপর চিনি দিয়ে কাপড় বেঁধে দেওয়াই যথেষ্ট (It is enough to cover the wound with sugar)। ঘায়ের মধ্যে থাকা তরল ব্যাকটেরিয়া কে শুষে নেয় চিনিতে থাকা সুক্রোজ, ফলে জীবাণু আর ছড়াতে পারে না।