Breaking Bharat : ব্যস্ত সময়ের থেকে সাময়িক বিরতি নিতে বাঙলির আজও অন্যতম গন্তব্য দিঘা। একলা জীবনে ইদানীং কালে সোলো ট্রিপে যেতে পেছপা হচ্ছেন না তরুণীরাও। হবে এবার থেকে সোলো ট্রিপে দিঘা ঘুরতে গেলে থাকছে নয়া জটিলতা। প্রাপ্তবয়স্ক সিঙ্গল তরুণীদেরও দিঘায় হোটেলে রুম পেতে (To get a hotel room) মানতে হবে বিশেষ নিয়ম। ‘ঝক্কি’ এড়াতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন দিঘার হোটেল মালিক কর্তৃপক্ষ । একথা স্বীকারও করেছেন তাঁরা। কিন্তু কীসের ঝক্কি? কেন এহেন নিয়ম জারি হয়েছে দিঘায়? কোন নিয়ম মানলে পাওয়া যাবে হোটেল? (This rule has been issued in Digha)
অতীতে নানান ঝামেলা সহ আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে একটা মহিলা বা তরুণীদের ক্ষেত্রে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানাচ্ছেন হোটেল মালিকদের একাংশ। এ প্রসঙ্গে শংকরপুর হোটেল ওনার্স অ্যাসোশিয়েসনের যুগ্মসচিব বিপ্রদাস চক্রবর্তী জানান, ‘একা ছেলে বা একা মেয়েদের রুম দেওয়ার ক্ষেত্রে অতীতের নানান সুইসাইডের ঘটনার কথা মাথায় রাখতে হয়।
Medicines: এই ওষুধের জনপ্রিয়তা কেন তুঙ্গে? এর সুবিধাই বা কী? কেন ওষুধের দাম বেশি হয়?
সিংগেলদের রুম দেওয়া হবে না এমনটা নয়, তবে অবাঞ্ছনীয় ঘটনায় পুলিসি হয়রানি এড়াতে অভিভাবকদের কনফারমেশন নেওয়া হচ্ছে।'(If you don’t follow the rules while visiting Digha, you won’t find a hotel)
এ বিষয়টি মেনে নিচ্ছেন জেলা প্রশাসনের একাংশও। যদিও তাঁরা জানাচ্ছেন, এ নিয়ে নির্দিষ্ট কোনও আইন নেই। এ প্রসঙ্গে এক তরুণী জানাচ্ছেন, ‘অফিসের কাজে দিঘা এসেছিলাম। কিন্তু হোটেলে রুম না পেয়ে গাড়ি ভাড়া করে কলকাতা ফিরি।’ আরও এক তরুণী জানান,’পরিচয়পত্র দেখিয়েও রুম পাইনি৷ শেষমেশ বাড়িতে বাবাকে ফোন করে কথা বলার পর সমস্যা মেটে।'(Digha is still one of the destinations of Bengalis)
তবে একান্তই যদি সোলো ট্রিপে কোনও সিঙ্গল মহিলা দিঘা যেতে চান, সেক্ষেত্রে হোটেলে ঘর পেতে করণীয় কী? কীভাবে পাবেন হোটেল?
এই প্রসঙ্গে দিঘার হোটেল মালিক তপন মাইতি সংবাদমাধ্যমে জানিয়েছেন, “কোনও প্রাপ্ত বয়স্ককে হোটেলে রুম খালি থাকলে আমরা ভাড়া দিতে বাধ্য। কিন্তু, সিঙ্গল ছেলে বা মেয়েকে ঘর দেওয়ার ক্ষেত্রে তিনি যদি থানায় গিয়ে বাড়ির কারও সঙ্গে ফোনে যোগাযোগ করিয়ে দেন, সেক্ষেত্রে তাঁকে আমরা ঘর দিই।”