Breaking Bharat: গোটা এপ্রিল মাস গরমে জেরবার রাজ্যবাসী। তীব্র দাবদাহ থেকে রেহাই পাওয়ার জন্য ছটফট শোনা যাচ্ছিল গোটা রাজ্যে। এবার কি ঘূর্ণিঝড়ের ইনিংস? এমনটাই আশঙ্কা করছেন রাজ্যের মানুষ।
এপ্রিলের দাবদাহের পরে মে মাস পড়তেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাজুড়ে। আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। হাওয়া অফিসও অবশ্য এই দাবি এক্কেবারেই উড়িয়ে দিচ্ছেন না। তাঁদের দাবি, এই মুহূর্তে রাজ্যে ঘূর্ণিঝড় হলেও হতে পারে।
আইএমডির ডিজি জানাচ্ছেন, সাধারণত দুটি সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। প্রাক বর্ষা এবং বর্ষার পর, অর্থাৎ মার্চ-এপ্রিল কিংবা অক্টোবর-নভেম্বর মাসে। বেশিরভাগ ঘূর্ণিঝড় হয় মে থেকে নভেম্বরের মাঝে। তাই এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।(Cyclone Weather report today)
WhatsApp Cashback Offers : হোয়াটসঅ্যাপে কীভাবে পাবেন ক্যাশব্যাক?
আইএমডির ডিজি মুত্যুঞ্জয় মুখপাত্র জানিয়েছেন, মে মাসে যখন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়, তখন তা ঘণীভূত হওয়ার সম্ভাবনা থাকে। এখনও পর্যন্ত এ নিয়ে কোনও পূর্বাভাস নেই। আগামী ৬ মে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে (ghurnijhor update) । তারপর তা কী রূপ নেয়, তার উপর নির্ভর করবে পরিস্থিতি।
গরমের দিনে হিট স্ট্রোকের ঝুঁকি? পাতে কী খাবার রাখবেন, কী বলছেন পুষ্টিবিদরা?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে মে মাসের প্রথম সপ্তাহেই। সেই ঘূর্ণাবর্ত আগামী ৬ মে নিম্নচাপে পরিণত হতে পারে। শুধু মে মাস বা সমুদ্রের আবহাওয়া নয়, আরও আনুষঙ্গিক কারণ থাকে একটি ঘূর্ণিঝড় গঠন হওয়ার জন্য। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, এখনও ঝড় গঠনের কোনও পূর্বাভাস নেই, তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরো খবর পড়ুন–
- জীবনে ভাত আর বিরিয়ানির তফাৎটা বোঝেন? প্রয়োজন আর বিলাসিতা কে এভাবেই ব্যাখ্যা করা যায় না কি?
- সংসারে থেকে বিবেক বৈরাগ্য সম্পর্কে কোন ধারণা পোষণ করেন কি?
- কোথায় কখন কেমন পোশাক পরবেন এই নিয়ে কনফিউজ থাকেন? ঘাবড়াবেন না চোখ রাখুন এই প্রতিবেদনে
- বাবা মায়ের দ্বিতীয় বিয়ে কেন মেনে নিতে পারেন না বেশিরভাগ সন্তান?
- আপনি কি মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পান? বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ জমাতে লজ্জা লাগে?