Breaking Bharat: বহুদিন ধরেই অ্যাডভেঞ্চার প্রিয় বাইকপ্রেমীদের মধ্যে ডুকাটির নয়া মডেল নিয়ে জল্পনা। অবশেষে ডুকাটির নয়া মডেল। ডুকাটির ২০২২ এর আপকামিং লঞ্চের মধ্যে এটি একটি। ভারতের বাজারে এই বাইক এসেছে ২৫ এপ্রিল। দীর্ঘদিন ধরেই অ্যাডভেঞ্চারপ্রেমী গ্রাহকরা এই নতুন মডেলটি আসার জন্য অপেক্ষা করেছিলেন (Ducati Multistrada V2)।
অবশেষে বাইক প্রেমীদের অপেক্ষার অবসান। এবার বাজারে ইতালীয় বাইক নির্মাণকারী সংস্থা Ducati-র নতুন অ্যাডভেঞ্চার-ট্যুর বাইক Ducati Multistrada V2।
কী কী ফিচার রয়েছে ডুকাটির এই মডেলে? জানা যাচ্ছে, ভারতে প্রচলিত Multistrada 950 বাইকের আপডেটেড ভার্সন এই নতুন মডেলটি। Multistrada 950-এর মতোই Ducati Multistrada V2 তে থাকছে ৬-স্পিড গিয়ার বক্স। ওজনের দিক থেকেও আগের মডেলের তুলনায় এই মডেলটির ওজন কম। নতুন ইঞ্জিন ছাড়াও গাড়িটির সার্বিক ওজন Multistrada 950-এর থেকে ৫ কিলো কম হবে। V2 প্রিমিয়াম বাইকটি ৯৩৭ সিসি টেস্টাস্ট্রেট্টা ইঞ্জিন-সহ বাজারে আসছে। যা থেকে সর্বোচ্চ ১১১.৫ বিএইচপি শক্তি এবং ৯৬ এনএম টর্ক পাওয়া যাবে।
আন্তর্জাতিক বাজারে Standard ও Multistrada এই দুই ভ্যারিয়েন্ট পাওয়া যায়। ভারতের বাজারেও এই দুটি ভ্যারিয়েন্ট আসবে? অনেকেই মনে করছেন, ভারতের বাজারেও পাওয়া যাবে মডেলগুলি। বাইকে থাকছে চারটি রাইডিং মোড। সেগুলো হল স্পোর্ট, ট্যুরিং, আরবান এবং এনডুরো। থাকছে এবিএস, ডুকাটি কর্নারিং লাইট, ভেহিকেল হোল্ড কন্ট্রোলের মত ফিচারও। (Ducati Multistrada V2 review 2022)
আরো পড়ুন- Salt : খাবারে স্বাদ আনার জন্য নুনের জুড়ি মেলা ভার! তাছারাও নুনের বাকি গুণের কথা শুনলে চমকে যাবেন
আন্তর্জাতিক বাজারে Ducati Multistrada V2-এর দাম ১৫,২৯৫ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১.৩৫ লক্ষ টাকার সমান। ‘S’ ভ্যারিয়েন্টটির মূল্য ১৭,৮৯৫ ডলার বা প্রায় ১৩.২৮ লক্ষ টাকা। তবে ভারতের বাজারে কত দাম হতে পারে বাইকটির?
মনে করা হচ্ছে, ভারতের শোরুমে এই নতুন বাইকের দাম হতে পারে প্রায় ১৬ লক্ষ টাকা। এছাড়াও প্রিমিয়াম ‘S’ ভ্যারিয়েন্টে থাকবে ডুকাটি কুইক শিফট আপ অ্যান্ড ডাউন, একটি ৫ ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে, একটি ক্রুজ কন্ট্রোল সিস্টেম এবং ব্যাকলিট হ্যান্ডেলবার কন্ট্রোল।
আরো খবর পড়ুন-