Breaking Bharat: ধারেকাছেও নেই বলিউড। এবার ‘বাহুবলী’র রেকর্ড ভাঙল দক্ষিণেরই সিনেমা ‘কেজিএফ চ্যাপটার ২’।দক্ষিণ ভারতীয় সিনেমার দাপটে এককথায় ঝড় উঠেছে সিনে দুনিয়ায়। ধীরে ধীরে বলিউডের ঘাড়ে নিশ্বাস ফেলছে দক্ষিণী ছবি। গত কয়েক বছর ধরে ‘বাহুবলী’, ‘পুষ্পা’, ‘কেজিএফ (KGF Chapter 2) ’ ছবিগুলো যেভাবে বক্স অফিসে ঝড় তুলছে, তাতে অনেকেই মনে করছেন, অদূর ভবিষ্যতে গোটা দেশে দক্ষিণী ছবিই রাজত্ব করবে। অন্তত, ফিল্ম সমালোচকরা এমনটাই মনে করছেন। (KGF Chapter 2 box office review)
তবে শুধু সমালোচকরাই নয়। এরকমটাই মনে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। এবার যেন সেই ছবিই ধরা পড়ল। ধারেকাছেও নেই বলিউড। এবার ‘বাহুবলী’র রেকর্ড ভাঙল দক্ষিণেরই সিনেমা ‘কেজিএফ চ্যাপটার ২’।
যেন এক কাঠি উপরে উঠে গেল যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার-২ (K.G.F: Chapter 2)। এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ল এই সিনেমা। যেখানে শুধুমাত্র হিন্দি ভাষাতেই সব কালেকশনের ইতিহাস ভেঙে দিয়েছে বৃহস্পতিবার এই দক্ষিণ ভারতীয় সিনেমা। বৃহস্পতিবার অর্থাৎ ২১ এপ্রিল, মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহ ঘুরতেই সোজা ২৫০ কোটির ক্লাবে নাম লেখাল এই ফিল্ম।
আরো পড়ুন- নামী কলেজের ইংরেজির অধ্যাপক ১৪ বছর ধরে অটো চালাচ্ছেন! কেন জানেন ?
পরিসংখ্যান অনুসারে, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ বুধবার প্রায় ৩১.৫০ কোটি টাকা আয় করেছে। যার মধ্যে শুধুমাত্র হিন্দি ভাষাতেই আয় হয়েছে প্রায় ১৫ কোটি ৫০লাখ টাকা। কন্নড় ভাষায় ৫ কোটি টাকা, তেলুগু ভাষায় ৪ কোটি ৮০ লাখ টাকা, তামিল ভাষায় ৫ কোটি টাকা এবং মালায়লাম ভাষায় প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে যশের এই ছবি। (KGF Chapter 2- Sanjay Dutt,Raveena Tandon,Srinidhi,Prashanth Neel,Vijay Kiragandur)
আরো পড়ুন- Babul Supriyo Wins Ballygunge: লোকসভায় বাড়লো তৃণমূলের একটি আসন। তৃণমূল শিবিরে কি বাবুল ম্যাজিক?
এখনও পর্যন্ত ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাহুবলী দ্য কনক্লুশন’ বক্স অফিস কালেকশনের দিক থেকে দ্রুততম ৩০০ কোটি টাকা আয়ের রেকর্ড তৈরি করেছিল। মুক্তি পাওয়ার ১১ দিনের মাথায় এই রেকর্ড গড়েছিল বাহুবলী। কিন্তু এবার সেই মুকুটও ছিনিয়ে নিল কেজিএফ চ্যাপ্টার-২। মুক্তি পাওয়ার মাত্র সাত দিনের মাথাতেই ৩০০ কোটি টাকা রোজগারের রেকর্ড বুধবারেই ভেঙে দিয়েছে এই সিনেমা। যা এখনও পর্যন্ত দ্রুততম ৩০০ কোটি টাকা বক্স অফিস কালেকশনের নয়া রেকর্ড।
আরো খবর পড়ুন-
- জীবনে ভাত আর বিরিয়ানির তফাৎটা বোঝেন? প্রয়োজন আর বিলাসিতা কে এভাবেই ব্যাখ্যা করা যায় না কি?
- সংসারে থেকে বিবেক বৈরাগ্য সম্পর্কে কোন ধারণা পোষণ করেন কি?
- কোথায় কখন কেমন পোশাক পরবেন এই নিয়ে কনফিউজ থাকেন? ঘাবড়াবেন না চোখ রাখুন এই প্রতিবেদনে
- বাবা মায়ের দ্বিতীয় বিয়ে কেন মেনে নিতে পারেন না বেশিরভাগ সন্তান?
- আপনি কি মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পান? বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ জমাতে লজ্জা লাগে?