Breaking Bharat: (Babul Supriyo) শনিবার রাজ্যের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। দুটি কেন্দ্রেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল শিবিরে কি বাবুল ম্যাজিক? (West Bengal Bypolls Result 2022)
বালিগঞ্জে তৃণমূল প্রার্থী ছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। যদিও দক্ষিণ কলকাতা তৃণমূলের গড় হিসেবেই পরিচিত বর্তমানে। এদিক থেকে সেখানে বাবুলের লড়াইটা তেমন কঠিন ছিল না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বরং কঠিন ছিল আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) লড়াই। কিন্তু শনিবার ফল ঘোষণার পরই তিনি বলেন, ‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় (Babul Supriyo Dedicates ‘Win’ To Mamata Banerjee)। এই জয়ের অন্যতম কারিগর রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।’
তবে শত্রুঘ্ন সিনহার এই জয়ে কি বাবুলের অতীতের কোনও ভূমিকা নেই?
একটা সময় আসানসোল সিপিএমকে সমর্থন করে এসেছে। যদিও স্বাধীনতার পর কংগ্রেসের ছিল আসনটি। কংগ্রেস নেতা অতুল্য ঘোষ এই আসনে জিতেছিলেন দু’বার। তবে ১৯৮৯ থেকে ২০১৪, টানা ২৫ বছর বামেদের দখলে ছিল আসানসোল।
আরো পড়ুন- Loves to crack fingers: আঙুল ফাটাতে ভালবাসেন? আঙ্গুল ফোটালে হাড়ে শব্দ হয় কেন ?
২০১৪ এবং ২০১৯— পরপর দু’বার আসানসোলে বিজেপি-র টিকিটে জয় পান বাবুল। প্রথমবার আসানসোল জিততে, বাবুলকে জেতাতে স্বয়ং নরেন্দ্র মোদী এসেছিলেন আসানসোলে। সেবার স্লোগান উঠেছিল ‘অব কি বার মোদী সরকার’, সেই বাবুল এখন তৃণমূলে আর এই প্রথমবার আসানসোল লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে (Shatrughan Sinha wins Asansol)।
আরো পড়ুন- Samosa: গরম সিঙ্গারা খেতে দারুণ মজা! কিন্তু সিঙ্গারার আকৃতি ত্রিভুজের মত কেন?
ফলে লোকসভায় তৃণমূলের আসন বাড়লো একটি। সৌজন্যে সেই বাবুল। কারণ তিনি আসানসোল লোকসভা ছেড়ে না আসলে এই ভোট হত না। তাই বলাই যায়, বিজেপি ত্যাগ করে বাবুল তৃণমূলকে উপহার দিলেন দুটি আসন!
আরো খবর পড়ুন –
- জীবনে ভাত আর বিরিয়ানির তফাৎটা বোঝেন? প্রয়োজন আর বিলাসিতা কে এভাবেই ব্যাখ্যা করা যায় না কি?
- সংসারে থেকে বিবেক বৈরাগ্য সম্পর্কে কোন ধারণা পোষণ করেন কি?
- কোথায় কখন কেমন পোশাক পরবেন এই নিয়ে কনফিউজ থাকেন? ঘাবড়াবেন না চোখ রাখুন এই প্রতিবেদনে
- বাবা মায়ের দ্বিতীয় বিয়ে কেন মেনে নিতে পারেন না বেশিরভাগ সন্তান?
- আপনি কি মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পান? বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ জমাতে লজ্জা লাগে?