Breaking Bharat : গায়ে গেঞ্জি, হাওয়াই চটি পায়ে বহরমপুরের স্কুলের সামনে অরিজিৎ? জোর চর্চা নেটপাড়ায়, একটাই প্রশ্ন: এত সাধারণ কী করে?
এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত গায়ক অরিজিৎ সিং (Arijit Singh is an Indian singer)। তাঁর জনপ্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই বলিউড তারকাই কি না গায়ে গেঞ্জি, পায়ে হাওয়াই চটি গলিয়ে ছেলের জন্য স্কুলের সামনে?
সামনাসামনি দেখলেও হয়তো বারকয়েক চোখ কচলাতে হবে। মানে ঠিক দেখছেন তো? সোস্যাল মিডিয়ার দৌরাত্ম্যে যেখানে ফেসবুক, ইউটিউবে রাতারাতি ‘ভাইরাল’ হয়ে যাওয়া অনেকেই যেখানে ধরাকে সরা জ্ঞান করেন না, সেখানে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) মতো এক ব্যক্তিত্ব কি না, সাদামাটা পোশাকে আর পাঁচজন অভিভাবকের সঙ্গেই দাঁড়িয়ে আছেন? সম্প্রতি এমনই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। আর তাতেই মুগ্ধ নেটিজেনরা? এত বড় মাপের শিল্পী হয়েও কীভাবে নিজেকে সাধারণ রেখেছেন এখনও? এই প্রশ্নই ঘুরছে ইন্টারনেটে।
গোটা বিশ্ব জুড়ে কোটি ভক্ত তাঁর। যাঁর কণ্ঠ মুগ্ধ করেছে বিশ্ববাসীকে। এবং সেই ধারা এখনও বর্তমান (Indian best singer Arijit Singh)। আর পাঁচটা অভিভাবকের মতোই ছেলেকে বহরমপুরের এক স্কুলে নিয়ে গিয়েছিলেন অরিজিৎ সিং। নেই কোনও বাউন্সার। ঠিক যেন আমআদমি। একলহমায় দেখে প্রতিবেশী মনে হওয়াটাও অস্বাভাবিক নয়। সঙ্গে ছিলেন অরিজিতের স্ত্রীও (arijit singh wife)। এই ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষে শেয়ার হতে থাকে।
আরো পড়ুন- T. Natarajan : ক্রিকেটার টি নটরাজনের এই লড়াই হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও।
ভাইরাল একটি পোস্টে দেখা যায়, কেউ লিখেছেন, ‘মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা ছেলেটির এখন ঠিকানা মুম্বইয়ের আন্ধেরি। কিন্তু সেই বিলাসবহুল ফ্ল্যাটে নয়, বরং তাঁর পরিবার কখনওই নিজেদের শিকড় ছেড়ে বেরোতে চাননি। থেকেছেন জিয়াগঞ্জেই। এমনকী ছেলে জুল-কে ভর্তিও করেছেন বহরমপুরের একটি স্কুলে (arijit singh children)। সম্প্রতি সেই স্কুলেই যান অরিজিৎ।
আরো পড়ুন- Everyday Protein : শরীরে যত প্রোটিন যাবে,ততই ভাল! আদৌ কি তাই? কী বলছেন বিশেষজ্ঞরা?
স্কুল খোলায় ছেলেকে সেখানে পৌঁছতে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই পৌঁছন মাউন্ট লিটেরা জি স্কুলের প্রবেশদ্বারে। গেট না খোলায় আর পাঁচজন অভিভাবকের সঙ্গেই দাঁড়িয়ে থাকেন মিস্টার ভয়েস। ‘ন্যাশনাল সেলিব্রিটি’ হয়েও মৌলিক-প্রান্তিক থেকে গেলেন। মাটিতেই পা রাখলেন।’ (Arijit Singh house in murshidabad)
ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় অরিজিৎ সিং কানে ফোন দিয়ে কারও সঙ্গে কথা বলছেন। তাঁর ছাপোষা পোশাক আর সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়া দেখে কেউ কেউ তো বলছেন, ‘চাইলেই তো দামী গাড়িতে ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারতেন অরিজিৎ। অথচ তা তিনি করেননি। আর এখানেই বোধহয় তিনি খুব কাছের তারকা। যাঁকে সহজেই ছোঁয়া যায়। ঠিক যেন প্রতিবেশী কেউ!’
আরো খবর পড়ুন-
- জীবনে ভাত আর বিরিয়ানির তফাৎটা বোঝেন? প্রয়োজন আর বিলাসিতা কে এভাবেই ব্যাখ্যা করা যায় না কি?
- সংসারে থেকে বিবেক বৈরাগ্য সম্পর্কে কোন ধারণা পোষণ করেন কি?
- কোথায় কখন কেমন পোশাক পরবেন এই নিয়ে কনফিউজ থাকেন? ঘাবড়াবেন না চোখ রাখুন এই প্রতিবেদনে
- বাবা মায়ের দ্বিতীয় বিয়ে কেন মেনে নিতে পারেন না বেশিরভাগ সন্তান?
- আপনি কি মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পান? বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ জমাতে লজ্জা লাগে?