Breaking Bharat: ভালবাসার টানে সাতসমুদ্র পাড়ি? ঠিক যেন কবিতা! ভেলায় চেপেই স্ত্রীর সঙ্গে দেখা করতে ২,০০০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিলেন এই ব্যক্তি!(Pull of love)
ভালবাসে সব পারে (Love can do everything)। যদিও একথা শুনে অনেকেই ভুরু কোঁচকান। তবে ৩৭ বছরের এক ব্যক্তি তাঁর ভালবাসার জন্য যা করলেন, তা জানলে অবাক হবেন। সাতসমুদ্র পাড়ি দেওয়ার কাহিনি শুধু যে গল্প বা কবিতাতেই সীমাবদ্ধ, তা মোটেও নয়।
বাস্তবেও এমন ভালবাসার নজির রয়েছে (Heart Touching Love Story)। অন্তত স্ত্রীর সঙ্গে দেখা করতে সমুদ্রপথে ২,০০০ কিলোমিটার যিনি পাড়ি দিতে পারেন, তাঁর কাছে ভালবাসা যে অমূল্য, তা বলা বাহুল্য। যদিও শেষরক্ষা হয়নি! ঠিক কী ঘটেছিল বছর ৩৭-এর ওই ব্যক্তির সঙ্গে?
‘Meeting At Night’ কবিতায় কবি তাঁর গোপন ভালবাসার টানে পাড়ি দিয়েছিলেন সাতসমুদ্র। এবার তারই যেন বাস্তবায়ন। কোভিড আবহে লকডাউন চলছে কমবেশি দু’বছর হতে চলেছে। ভিনদেশি স্ত্রীর সাথে স্বাভাবিক কারণেই এই দীর্ঘসময় দেখা নেই। এই দুই বছর যেন তাঁর কাছে এক যুগের সমান। তাই মুম্বই নিবাসী স্ত্রীর সঙ্গে দেখা করতে ভয়ঙ্কর সমুদ্রযাত্রা করলেন ওই ব্যক্তি (Husband Wife Real Life Love Story)।
কিন্তু মাঝপথেই যেন আটকে যায় তাঁর ভালবাসার তরী। গত ১৬ মার্চ তাঁকে আটক করেছে তাইওয়ানের নৌসেনা। থাইল্যান্ডের মূল ভূখণ্ড থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সিমিলান দ্বীপের জলপথে তাঁকে আটক করা হয়েছে।
৩৭ বছরের হো হোয়াং হাং আদতে ভিয়েতনামের বাসিন্দা। মুম্বইয়ে স্ত্রীকে দেখতে তিনি প্রায় দু’হাজার কিলোমিটার জলপথ পাড়ি দেওয়ার ঝুঁকি নিয়ে ফেলেছিলেন। মুম্বইয়ে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ভিয়েতনামের হো চি মিন শহর থেকে বিমানে করে ব্যাঙ্ককে যান তিনি।
তবে ব্যাঙ্ককে পৌঁছে জানতে পারেন, বিনা ভিসায় ভারতে যেতে পারবেন না। ভিসা না মেলায় স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মরিয়া হো বার করেন এই অভিনব উপায়। ব্যাঙ্কক থেকে বাসে চড়ে ফুকেট চলে যান তিনি। সেখানে একটি ভেলা কিনে ফেলেন। তাতে চড়েই সমুদ্রে পাড়ি দেন তিনি।
আরো পড়ুন- Itching is fun: চুলকানিতে সমস্যা, অথচ চুলকাতে বেশ মজা লাগে তাই না? কেন জানেন ?
এই প্রায় দুই হাজার কিলোমিটারের সমুদ্রপথ পাড়ি দেওয়ার জন্য একটি ভেলায় নিজেকে ভাসিয়েছিলেন হো। সঙ্গে ছিল না কোনও মানচিত্র, জিপিএস। এমনকি সঙ্গে ছিল না কম্পাসও। তাঁর সঙ্গের মালপত্র দেখে চোখ কপালে ওঠার জোগাড় নৌরক্ষী বাহিনীর।
তাঁর থেকে উদ্ধার করা হয়েছে একটি স্যুটকেস। এই স্যুটকেসে ছিল না কোনও জামাকাপড়। বরং তা থেকে উদ্ধার করা হয়েছে কিছু খালি জলের বোতল এবং প্রায় ১০ টি ইন্সট্যান্ট নুডলসের প্যাকেট!
আরো পড়ুন- KGF Chapter2 : কেজিএফ চ্যাপ্টার ২-এর বড়সড় সাফল্য! রিলিজের আগেই সিনেমা সুপারহিট?
জানা গেছে সমুদ্রপথে আসার সময় ওই ভেলায় ১৮ রাত কাটিয়েছেন হো। পরিকল্পনা অনুযায়ী বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগেই সেই জলপথ পার করে ভারতে ঢোকার পরিকল্পনা করেছিলেন হো। জানা যাচ্ছে গত ৫ মার্চ সমুদ্রযাত্রা শুরু করেন তিনি।
আরো পড়ুন- Frogs : কথায় বলে ঘুম ছাড়া জীবন বাঁচে না, কিন্তু এই প্রাণী কে, যে কখনও ঘুমোয় না?
এই মুহূর্তে তাইওয়ান নৌসেনার অধীনে রয়েছেন বলে হো এখনও চাক্ষুষ করতে পারেননি স্ত্রীকে। তবে উভয়ের মধ্যে যাতে মুখোমুখি সাক্ষাৎ হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মেরিটাইম এনফোর্সমেন্ট কমান্ড সেন্টারের আধিকারিক পিচেট সংট্যান। তবে এখনও মেলেনি সুরাহা। স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানা গেছে সংবাদসূত্রে।