Breaking Bharat : ট্যালেন্টই শেষ কথা! যাঁরা আউটলুকের চেয়েও বেশি জোর দিয়েছেন অভিনয় ক্ষমতায়। আর তাতেই ভর করে হয়ে উঠেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় তারকা (Bollywood Actors)।
নেই সিক্স প্যাক, হয়তো ট্রেন্ড সেটারও নন। আর দেখতে? অনেকে তো দিব্যি নাক সিঁটকোন। কিন্তু তাতে কী? তাতে সত্যিই কি কিছু আসে যায় নওয়াজ-পঙ্কজদের? কিছু আসে যায় না বলেই হয়তো বর্তমানে বলিউডে (Bollywood) প্রথমসারিতে রয়েছেন তাঁরা। তাঁদের পুঁজি একটাই। আর তা হল অভিনয় দক্ষতা।
যাঁরা বলেন, শুধু দক্ষতা দিয়ে সাফল্য আসে না, তাঁদের জন্য এর চেয়ে ভাল জবাব আর কী হতে পারে! আজ এমনই কয়েকজন বলিউড অভিনেতার (Bollywood actors) কথা আমরা জানব, যাঁরা আউটলুকের চেয়েও বেশি জোর দিয়েছেন অভিনয় ক্ষমতায়। আর তাতেই ভর করে হয়ে উঠেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় তারকা।
‘পাতাল লোক’ (Paatal Lok) ওয়েবসিরিজের জনপ্রিয়তা নতুন করে বলার প্রয়োজন নেই (The popularity of the webseries)। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat)-কেও চেনেন না এমন সিনেমাপ্রেমী বোধহয় গোটা দেশের কোত্থাও নেই।
তবে জয়দীপের মূল ইউএসপি একটাই— তাঁর অভিনয় দক্ষতা। দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। আর সসেই কারণেই জগদীপকে আজকাল বলিউডের প্রায় ছবিতে অভিনয় করতে দেখা যায় (Jaideep Ahlawat is an Indian actor)।
অভিনয় দক্ষতায় নিজের জাত চিনিয়েছেন, এমন অভিনেতার তালিকায় যাঁর নাম না নিলেই নয়, তিনি নওয়াজুদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)। এই মুহূর্তে বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা, যার অভিনয়ের জাদু হৃদয় জয় করেছে বহু দর্শকের।
আরো পড়ুন- Street food : এবার মাছ সবজি,ঝালমুড়ি,ফুচকা-বেচতেও লাগবে ফুড লাইসেন্স! কড়া সিদ্ধান্ত রাজ্যের
যিনি প্রমাণ করেছেন বলিউডে টিকে থাকতে গেলে আউটলুকে নয়, বরং অভিনয় ক্ষমতায় জোর দিলেই হয় (Nawazuddin Siddiqui is an Indian actor)। একের পর এক সিনেমা ও সিরিজে তার প্রমাণও দিয়েছেন নওয়াজ।
অভিনয়ের ওপর ভর করে নিজের যোগ্যতা দেখিয়েছেন রাজেশ শর্মাও (Rajesh Sharma)। টলিউড ইন্ডাস্ট্রি থেকে কেরিয়ার শুরু করেছেন বটে, কিন্তু বর্তমানে বলিউডের বহু সিনেমা ও ওয়েবসিরিজে দুর্দান্ত অভিনয় করছেন তিনি (Rajesh Sharma is an Indian film actor)। বাঙালি হিসেবে রাজ্যবাসীর গর্বও রাজেশ শর্মা।
আরো পড়ুন- Amoled Display -এমোলেড ডিসপ্লে কী ? তা এমোলেড ডিসপ্লে সম্পর্কে জানা আছে তো?
এই তালিকায় পরের নাম রয়েছে দীপক ডোবরিয়ালের (Deepak Dobriyal)। বহু সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করেই কেরিয়ার শুরু করেছিলেন দীপক। তাঁর দৃঢ় অভিনয়ের কারণেই তিনি সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন (Deepak Dobriyal is an Indian film and theatre actor.)।
অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে (Pankaj Tripathi) চেনেন না, এমন সিনেমাপ্রেমী নেই। বলিউডে একপ্রকার রাজত্ব করছেন পঙ্কজ। তবে তাঁর ক্ষেত্রেও একটাই ইউএসপি। আর সেটা অভিনয় দক্ষতা। ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে কালিন ভাইয়ার চরিত্রে পঙ্কজের অভিনয় প্রশংসার দাবি রাখে।
আরো পড়ুন- Lie Detector Test : আর মিথ্যা কথা বলবেন? লাই ডিটেক্টর যন্ত্র-আপনার মিথ্যা ধরে ফেলবে!
শুধু তাই নয়, মির্জাপুরের জনপ্রিয়তার নেপথ্যে যিনি মূল কারিগর, তিনিই আর কেউ নন, পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi is an Indian actor)। তবে আজ বলিউডের প্রথম সারিতে জায়গা করে নেওয়ার জন্য বরাবরই অভিনয়ের ওপর জোর দিয়েছেন তিনি। তাঁর আজকের সাফল্যের নেপথ্যে রয়েছে নিরলস সংগ্রামের কাহিনি।