Breaking Bharat : মুক্তির আগেই ইউকে-তে রেকর্ড গড়ল যশ-সঞ্জয় জুটির নতুন ছবি। হয়নি এখনও রিলিজ। সবেমাত্র মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। তাতেই কেজিএফ চ্যাপ্টার ২-(KGF Chapter 2) এর বড়সড় সাফল্য! তাহলে কি রিলিজের আগেই সিনেমা সুপারহিট?
দক্ষিণী সিনেদুনিয়ার প্রভাব বক্স অফিসে যে ঠিক কতটা, তার প্রমাণ মিলেছে বহুবার। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা’ হোক বা ‘আরআরআর’, বাণিজ্যিক সাফল্যের দিক থেকে এক শে বড় কর এক। তবে যশ-সঞ্জয় জুটির কেজিএফ চ্যাপ্টার ২ গড়ল নয়া রেকর্ড (KGF Chapter 2 set a new record)। এবার কি বাণিজ্যিক সাফল্যের তালিকায় নাম লেখাতে চলেছে কেজিএফ চ্যাপ্টার ২?
হয়নি এখনও রিলিজ। সবেমাত্র মুক্তি পেয়েছে ছবির ট্রেলার (KGF Chapter 2 Movie trailer released)। তার মধ্যেই কেজিএফ চ্যাপ্টার ২ নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিদেশের মাটিতেও সাড়া ফেলেছে ছবিটি।
২০১৮ সালে কন্নড় ছবি ‘কেজি এফচ্যাপ্টার ১’ ছবির দ্বিতীয় পার্ট এটি। প্রায় চারবছর পর বাজার কাঁপাতে আসছে কেজিএফ-এর দ্বিতীয় পার্টটি। অ্যাকশনে ভরপুর এই ছবিটি ইতিমধ্যেই প্রথম দর্শনে বাজিমাত করেছে বলে সূত্রের খবর (KGF Chapter2 TEASER)। চলতি বছর এপ্রিল মাসের ১৪ তারিখ মুক্তি পাবে যশ-অভিনীত কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2 Movie)।
আর বড় পর্দায় মুক্তির আগেই ইউকে-তে এক নয়া রেকর্ড তৈরি করল কেজিএফ চ্যাপ্টার ২। জানা যাচ্ছে, ইতিমধ্যেই যশ ও সঞ্জয় দত্তের (Sanjay Dutt) ভক্তরা অগ্রিম বুকিং করতে শুরু করেছেন ছবির টিকিট। ছবি মুক্তির আগেই আয়ের নিরিখে বিদেশের মাটিতে অন্য ভারতীয় ছবিদের তুলনায় ইতিমধ্যেই বেশ খানিকটা এগিয়ে গেছে কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2 great success)।
আরো পড়ুন- Pataabi Raman: নামী কলেজের ইংরেজির অধ্যাপক ১৪ বছর ধরে অটো চালাচ্ছেন! কেন জানেন ?
ক্যান্সারের সঙ্গে লড়াই চলাকালীনই কেজিএফ চ্যাপ্টার ২-এর শুটিং করেছেন সঞ্জয় দত্ত। সেই প্রসঙ্গেই যশ বলেছিলেন, ‘সঞ্জু স্যার, আপনি একজন সত্যিকারের যোদ্ধা। আমি এটা কাছে থেকে দেখেছি।’ তিনি আরও বলেন, ‘আমি ভীত ছিলাম, অ্যাকশন দৃশ্যের সময় আমি আমাদের টিমকে বলেছিলাম সঞ্জু স্যারের খেয়াল রাখতে। ’ কিন্তু যশের কথার জবাবে সঞ্জয় দত্ত বলেছিলেন, ‘আমাকে অপমান করো না, আমি এটা করব, আমি এটা করতে চাই, আমি আমার সেরাটা দিতে চাই।’‘
আরো পড়ুন- Horses Sleep Standing Up : ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায়? কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোনো যায় কি?
‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর পরিচালনায় প্রশান্ত নীল। ২০১৪ সালে ‘কেজিএফ’ ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছিলেন পরিচালক প্রশান্ত। দ্বিতীয় এই পার্টে খলনায়ক অধীরার চরিত্রে দেখা যাবে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে। জানা যাচ্ছে, হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম ভাষায় মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপ্টার ২’।
আরো পড়ুন- Bathroom on the go : ঘুরে বেড়াতে গিয়ে কখনও বাথরুম পেয়েছে ? কী করা যায় এই ক্ষেত্রে?
সঞ্জয় দত্ত অভিনয়গুণে হোক বা স্পেশাল টার্চে হোক, কখনও তাঁর ছবি দিয়ে ভক্তদের নিরাশ করেন না। তাঁর প্রতিটা ক্ষেত্রেই জড়িয়ে থাকা নানা ওঠা পড়ার গল্পের মাঝেও অভিনয়ের প্রতি তাঁর একাগ্রতা প্রমাণিত হয়েছে বহুবার।