Breaking Bharat : বাইক আরোহীর সুরক্ষার কথা ভেবে সুজুকি তাদের বাইকে (Motor Bike) নিয়ে আসতে চলেছে একটি অতি প্রয়োজনীয় একটি নয়া প্রযুক্তি। সুজুকির এই নয়া প্রযুক্তির নাম এসওএস সিটেম। যা প্রাণহানি রুখতে সাহায্য করবে বাইক আরোহীকে।
মোটরসাইকেল নিয়ে ইয়াং জেনারেশনের আগ্রহের শেষ নেই। ইদানীংকালে তা আরও বেশি করে চোখে পড়ছে। তবে দু’চাকার ক্ষেত্রে দুর্ঘটনা আকছার ঘটে। এমনকী, দুর্ঘটনার জেরে প্রাণহানির আশঙ্কাও থেকে যায় প্রায়শই। তবে এবার মিলবে স্বস্তি!
মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে প্রাণহানির হাত থেকে বাঁচাতে নয়া প্রযুক্তি আনল মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা সুজুকি (Suzuki’s new technology)। কী এই এসওএস প্রযুক্তি? যা প্রাণহানি রুখতে সাহায্য করবে বাইক আরোহীকে (Help for Bike riders)।
মানুষের জীবন অমূল্য। তাই টাকার জীবনের মূল্য হিসেব কষা নেহাতই বোকামি! তাই দুর্ঘটনার শিকার হলে পছন্দের দামী বাইক(Favorite bike) যেমন নিমেষেই দুঃস্বপ্ন হয়ে যেতে পারে, তেমনই ঘটতে পারে প্রাণহানির মতো অপ্রীতিকর ঘটনাও। নিজের জীবন তো শেষ হবেই, তাছাড়া পরিবার-পরিজনও অপূরণীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। বাইক আরোহীর সুরক্ষার কথা ভেবে সুজুকি তাদের বাইকে নিয়ে আসতে চলেছে একটি অতি প্রয়োজনীয় একটি নয়া প্রযুক্তি।
সুজুকির এই নয়া প্রযুক্তির নাম এসওএস সিটেম। আরোহী বিপদের সম্মুখীন হলে, সেই বার্তা পাঠানোর ডিভাইস হল এসওএস সিস্টেম। মোদ্দা কথা হল, দুর্ঘটনা ঘটলে চালকের পরিবার পরিজনদের কাছে বিপদের বার্তা পাঠাবে ডিভাইসটি।
আরো পড়ুন- Take care of your teeth: ঝকঝকে মুক্তোর মতো হাসি চান? তাহলে দাঁতের যত্ন নিন, কিন্তু কিভাবে?
আরোহীর শরীরের সঙ্গে সংযুক্ত থাকবে একটি সেন্সর। যার মাধ্যমে রাইডারের আঘাতের পরিমাণ সম্পর্কেও আন্দাজ করা যাবে বলা জানা গিয়েছে। এমনকী, এই প্রযুক্তি এতটাই অভিনব যে, দুর্ঘটনার পর চালক দাঁড়িয়ে রয়েছেন নাকি মাটিতে শুয়ে রয়েছেন, তাও জানা যাবে এই সঙ্কেতের মাধ্যমে।
আরো পড়ুন- Blood donation rules: রক্ত দান জীবন দান, মহৎ কাজ করার পর কী করবেন, জানেন?
দুর্ঘটনা ঘটলে দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে হয় আরোহীদের। তাই চিকিৎসার অভাবে বড়সড় দুর্ঘটনা ঘটে। মৃত্যু পর্যন্ত হয় অনেকের। সেক্ষেত্রে সুজুকি-র এসএওএস সিস্টেম কার্যকরী ভূমিকা নিতে পারে।
আরো পড়ুন- Everyday Protein : শরীরে যত প্রোটিন যাবে,ততই ভাল! আদৌ কি তাই? কী বলছেন বিশেষজ্ঞরা?
জাপানি অটোমোবাইল সংস্থাটি এই ডিভাইসটি তৈরি করতে ইসিইউ বা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট এবং ইনার্শিয়াল সেন্সরের ব্যবহার করবে বলেই সংবাদসূত্রে প্রকাশ। সুজুকির স্পেশাল বাইক হায়াবুসা-র নতুন মডেলে এই প্রযুক্তির ব্যবহার করা হতে পারে।