Breaking Bharat: এবার RRR-এর জয়জয়কার! ফের ছক্কা হাঁকাল দক্ষিণী সিনেমা! তিনদিনে ৫০০ কোটির ক্লাবে RRR-এর অরিজিনাল ভার্সন! থেমে নেই হিন্দি ভার্সনও, ৫ দিনেই ১০০ কোটির ক্লাবে RRR-এর হিন্দি ভার্সন আল্লু অর্জুনের (Allu Arjun) ‘পুষ্পা’র পর ফের বক্সঅফিসে দক্ষিনী সিনেমার (South indian Movie) জয়জয়কার। এবার অক্ষয় কুমারের বচ্চন পাণ্ডেকে (Bachchan Pandey) পেছনে ফেলে মাত্র ৩ দিনেই রেকর্ড পরিমাণ অর্থের ব্যবসা করল এস এস রাজমৌলির নতুন ছবি আরআরআর।
সম্প্রতি বলিউডের ভাইজান দাবি করেছেন, হিন্দি সিনেমার (Hindi movies) ভাবনা নিয়েই একের পর এক ছক্কা হাঁকাচ্ছে সাউথ ইন্ডিয়ার সিনেমা (South indian cinema)। সলমনের এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈর হলেও দক্ষিণী সিনেমা যে একের পর এক রেকর্ড ব্যবসা দিচ্ছে, একথা বলার অপেক্ষা রাখে না। এবার তিনদিনে ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল RRR! অন্যদিকে ১০০ কোটির ক্লাবে সিনেমাটির হিন্দি ভার্সন (Hindi version)। তাও আবার মাত্র ৫ দিনে।
অক্ষয় কুমারের (Akshay Kumar) বচ্চন পাণ্ডে ৭ দিনে ৪৪ কোটির ব্যবসা করতে পেরেছে, এদিকে মাত্র ২ দিনেই ৪৪ কোটি পার করেছে আরআরআর। জানা যাচ্ছে, মাত্র ৩ দিনেই ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে সিনেমাটি। আর দ্রুততম ১০০ কোটির ক্লাবে নাম লেখানোর ক্ষেত্রে গাঙ্গুবাই ও দ্য কাশ্মীর ফাইলসকেও পেছনে ফেলে দিয়েছে আরআরআর।
দক্ষিণী ছবির বক্স অফিসে (South indian cinema at the box office) ঠিক কতটা প্রভাব ফেলে তার প্রমাণ মিলেছে বহুবার। কখনও ‘বাহুবলি’, কখনও আবার ‘পুষ্পা’, একের পর এক বড় ছবির মুক্তিতে করোনা পরিস্থিতি কাটিয়ে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে সক্ষম হয়েছে নানান দক্ষিণী সিনেমা।
আরো পড়ুন- Aamir Khan : এবার কি আমির খান বলিউডকে বিদায় দিতে চলেছেন ? বিস্ফোরক মন্তব্য অভিনেতার
বর্তমানে কেবল দক্ষিণভারতেই নয়, গোটা ভারত জুড়ে দর্শক টানতে প্রতিটা ছবি মুক্তি পাচ্ছে হিন্দিতেও। একদিকে বলিউডের ছবি, অন্য দিকে, শাহরুখ-সলমন নামের দাপট, কোথাও আবার কন্টেন্ট-ভিত্তিক ছবি, কোথাও আবার বায়োপিক, নানা স্বাদের ছবি দর্শকদের পাতে তুলে দেওয়ার চেষ্টা মাত্র, কিন্তু বর্তমানে সেই ছবি ব্যবসা আনে, যার মধ্যে একটি ছবি পূর্ণতা পাওয়ার সবকটি দিক বর্তমান, আর এদিক থেকে কি বলিউডি সিনেমায় খামতি রয়ে যাচ্ছে? কেউ কেউ সেই খামতির কথা উল্লেখ করে বলছেন, এই সুযোগকেই কাজে লাগিয়ে দাপটের সঙ্গে রাজত্ব বাড়ছে দক্ষিণী ছবির।
আরো পড়ুন- IPL : শুরু হল আইপিএল! ঘরে বসেই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিনামূল্যে নিন আইপিএল-এর মজা
ইতিমধ্যেই তামিল, তেলেগু, মালায়লম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর জীবন অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার প্রেক্ষাপট। ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগণ, রামচরণ, এনটিআর জুনিয়র প্রমুখ।