Breaking Bharat : The Best of Poetry by Bidyut Bhowmick’s কবি বিদ্যুৎ ভৌমিক এর অন্যতম একটি শ্রেষ্ঠ কবিতা ৷ Published by Breaking Bharat যথেষ্ট এ বদঃভ্যাস বধির এ চোখ ফিরে সারা দেয়নি অন্য স্বপ্ন দেখে ! শব্দে উড়ছে নির্বাক উচ্চারণ,চেনা ছবির ক্যানভাসে রাস্তাটা ধূসর ছায়াময় কিম্বা বিবর্ণ বেয়াব্রু অতলএখানে অপমৃত্যু হয়েছে কতবার কতভাবে নীলাম্বরী নামক ঈশ্বরীর ; সেতো অভিন্ন সাধারণ বিরহী ৷
তবুও বহু শতকের অন্ধকারে অশ্রাব্য ওর শরীর দেখেছি জন্মলগ্ন থেকে বহুবার ! এই পথ ধরে কতদিন কতবার অচেনা ঈশ্বর হেঁটে গেছে নীলাম্বরীর জন্য ! বাতাস ওই সময় থমকে থেমে ছিল গোটা রাত অদূরে চাঁদের আকাশ হাসনুহেনার গন্ধ মেখে মনে মনে নিজের শরীর নিয়ে পুড়েছিল ,
যদিও হাত এগিয়ে দিতে অনেকটা সময় নিয়েছে,মধ্যরাতে শ্মশান সেভাবেই মৃত্যুর নীরবতা নিয়ে কিছুটা ঘুমন্ত , বাকিটা নির্ঘূম দুঃস্বপ্নে একেকার !সেভাবে না থেমে চলেনি পথ পথিকের ছায়া তারাও দেখেছে ওকে ধর্ষীতা হতে নিশাচর এক মদ্যপ পুরুষের সৌখিন দোষে !
সহজ শর্তে বিকলাঙ্গ স্মৃতি এ্যালবাম গুছিয়ে তুলে রাখি আমিষ গন্ধে মেশা পুরো আকাশটায় ; এভাবে সময় হারিয়ে যেতে যেতে মনের মানচিত্র জিজে ওঠে প্রাচীন মন্ত্র শুনে ! অন্য এক দিন বিশ্রী ভাবে ঘুমিয়ে পড়েছিল ওপাড়ের সভ্যতা কান্নার দাগ নির্ণয় হয় স্নান ঘরের দর্পণে ! ওখানে চুপ নৈঃশব্দে টানা দাঁড়িয়ে ছিল পাষন্ড দেবতা ,কথাহীন চোখ যোনি আর লিঙ্গের প্রহসনে প্রত্যন্ত গভীরে উন্মাদ হয়ে ছিল সেই ছায়াছবি দেখে !
আরো পড়ুন- A famous poet of Bharat and Bangladesh Bidyut Bhowmick : সহজ সত্য নির্মাণ
এই কতজন্মের অন্য আমি গুলো চেহারা বদলে নির্বাক স্ট্যাচু হয়ে আছি ! বিপরীতে সবটাই অজানা চাদর ঢেকে দেয় আবছায়া দৃশ্যের জগত ,ক্যামেরার পিছনে ব্যাপ্ত জিজ্ঞাসা অন্তর্গত বেহায়া , অনেকটাই মন্ডুহীন ! স্পর্শপাপ ছুঁয়েছে অন্য চোখ এই আঁঠার মত সমস্ত নিশি ধুসর রাত অবশিষ্ট দেহের গন্ধে শুনতে পেয়েছে মন ভাঙা ঝিঁঝিদের নির্বাক আর্তনাদ ! এই রাতে বাকি জন্মের অসুখ গুলো পথ পাল্টিয়েছে অনুচ্চারিত গিরগিটির মৈথুন দেখে !
আরো পড়ুন- Great Poetry : আত্মঘাতী স্মৃতি গুলো নিয়ে কবি বিদ্যুৎ ভৌমিকের শ্রেষ্ঠ কবিতা
ওই ঈশ্বরীর দেহ পুড়ছে ইহকাল – পরকাল নিয়ে অন্য চেহারার এক পুরুষ পুরো রাতটাই নতুন করে আহ্বান করছিল ওর চিতার সামনে দাঁড়িয়ে !মৃত্যুর ঘরে অন্তর্ধান নিল পরিত্যক্ত স্বপ্ন গুলো ,পাশের বন্ধ ঘরটায় নরক যন্ত্রণা ভুগছিল অসম্পূর্ণা এক কবিতা ! ওই অদূরে কিছু কিছু অভিশাপ রাস্তার ওধারে গাছ হয়ে জন্মে ছিল অলৌকিক সময়ে ! হায় ঈশ্বর!হায় দূরভাগ্য!
লেখনীকাল ২০১৩স্থান — ছায়ানীড় , কবি বিদ্যুৎ ভৌমিক এর বাসগৃহ ৷ হুগলী , শ্রীরামপুর