Breaking Bharat: বিশ্বের নানা প্রান্তে ফের করোনার হানায় সতর্ক কেন্দ্র! ফের করোনার কোপ? ওমিক্রনের চেয়েও শক্তিশালী স্ট্রেন মোকাবিলায় সবাইকে দেওয়া হবে বুস্টার টিকা (Vaccine Booster Dose)?
করোনার প্রভাব কিছুটা কমলেও একেবারে যে নির্মূল হয়নি, সেই কথা উল্লেখ করে বারবার সতর্কতার পরামর্শ দিয়েছে চিকিৎসক মহল। সেই আশঙ্কাই কে সত্য হতে চলেছে? ফের কি করোনার হানা? দেশবাসীকে বুস্টার ডোজ দেওয়ার ভাবনা (The idea of giving a booster dose) কেন্দ্রের।
বিশ্ব জুড়ে আবারও শুরু হয়েছে করোনার (COVID-19) বাড়বাড়ন্ত। করোনাকে বাগে আনতে আবারও একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে চিনে। এবার নতুন করে আবারও করোনার বাড়বাড়ন্ত শুরু হওয়ায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারত।
জানা যাচ্ছে, যে সকল ব্যক্তি ইতিমধ্যেই করোনা টিকার ২ টি ডোজ গ্রহণ করেছেন, তাঁদের ক্ষেত্রে তৃতীয় টিকা নেওয়ার প্রয়োজন রয়েছে কি না, তা নিয়ে নতুন করে পর্যালোচনা বৈঠকে বসেছে কেন্দ্র। তবে সূত্রের খবর, এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গত এক মাসে ভারতসহ সারা বিশ্বের করোনা গ্রাফ ছিল নিম্নমুখী। যদিও বিগত সাতদিনে চিন, দক্ষিন কোরিয়া, হংকং, ফ্রান্স, ব্রিটেনের মতন দেশে নতুন করে ছড়াচ্ছে সংক্রমণ। আর এই নতুন সংক্রমণ আবারও আতঙ্ক ছড়াচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, সংক্রমণের দিক থেকে দেখলে এই নতুন প্রজাতি ওমিক্রনের থেকেও কয়েকগুণ শক্তিশালী।
গত ডিসেম্বর মাসে করোনার সাথে ওমিক্রন সংক্রমণের (Omicron infection with corona) জেরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের করোনা টিকার বুস্টার ডোজ দিয়েছিল কেন্দ্র। পরবর্তীকালে ষাটোর্ধ্ব, কোমর্বিডিটি সম্পন্ন ব্যক্তিদের জন্য শুরু হয় এই বুস্টার ডোজ (Booster Dose)।
এর পর ষাটের কম ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হলেও ভারতে করোনার ভয়াবহতা অধিকাংশ ক্ষেত্রে কমে যাওয়ায় শিশুদের টিকাকরণে জোর দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় যুগ্মস্বাস্থ্য সচিব লব আগরওয়াল জানান, ‘ভারতে সংক্রমণে মাত্রা কমে গেলেও আমাদের মনে রাখতে হবে, ওমিক্রন এখনও দেশে সক্রিয় রয়েছে।’
আরো পড়ুন- Iceland : পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ, নেই কোন অশান্তি ! কিন্তু এমন জায়গা আদৌ আছে কি?
আর আবারও নতুন করে এই ভাইরাস ছড়ানোয় ভারতেও ষাটের কম বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজ (giving a booster dose) দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে কেন্দ্র। যেহেতু করোনার ব্যাপকতা থেকে বাঁচার একমাত্র উপায় হল টিকাকরণ, তাই নতুন করে বুস্টার ডোজ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরো পড়ুন- Cat: বিড়াল নিয়মিত পেট পুরে দিব্বি খাবার খাচ্ছে, তবুও বিড়ালের শিকার করার প্রয়োজন কি?
উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের জন্য করোনার তৃতীয় টিকার শংসাপত্র দেখতে চাওয়া হচ্ছে। ভারতীয়দের যাতে সেই সমস্যায় পড়তে না হয়, তার জন্যই বুস্টার ডোজ চালু করার চিন্তাভাবনা করা হচ্ছে বলেই খবর।