Breaking Bharat: ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) -এর দৌলতে বিবেক অগ্নিহোত্রী রাতারাতি বিখ্যাত! ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে গোটা দেশ উত্তাল! বলিউডে কীভাবে এলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (How did director Vivek Agnihotri come to Bollywood)? ‘কাশ্মীর ফাইলস’ ছাড়া বিবেকের ঝুলিতে আর কীই বা আছে? নির্দেশক হিসেবে বলিউডে প্রথম সারিতে নেই বিবেক!
বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে একডাকেই তাঁকে চেনেন সবাই। কারণ জিজ্ঞেস করলে যে আট থেকে আশি একবাক্যে বলবেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ (‘The Kashmir Files’)-এর কথা। নির্দেশনার কেরিয়ার প্রায় ১৪ বছরের হলেও ‘কাশ্মীর ফাইলস’-এর আগে ক’জনই বা তাঁকে চিনতেন! অথচ গত দেড় দশকে আটটি সিনেমায় নির্দেশকের দায়িত্ব সামলেছেন বিবেক অগ্নিহোত্রী।
‘কাশ্মীর ফাইলস’-এর দৌলতে বিবেকের সাফল্যের দৌড় কিছুতেই থামছে না। অষ্টম ছবিতেই বক্স অফিসে সুপারহিট। বক্স অফিস ইন্ডিয়া ডট কম নামে একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ১১ মার্চ ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর থেকে এক সপ্তাহেই তা ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে।
আর রিলিজের দ্বিতীয় শুক্রবারে মুনাফার নিরিখে কেউ কেউ বলছেন, আমির খানের ‘দঙ্গল’-কেও ছাপিয়ে গিয়েছে ‘কাশ্মীর ফাইলস’। অথচ এএই অষ্টম ছবির আগে বিবেকের নাম নিয়ে খুব একটা আলোচনা শোনা যায়নি। এর আগে কোন কোন সিনেমায় নির্দেশনার দায়িত্ব সামলেছেন বিবেক?
কেরিয়ারের শুরুতেই বিবেকের ‘ধাক্কা’! প্রথম সিনেমাতেই হলিউডের ছবি নকল করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। হলিউডের সিনেমা ‘দি ইউজুয়াল সাসপেক্ট’ থেকে হুবহু টোকা ছিল বলেই সিনেমাপ্রেমীদের একাংশ মনে করেন।
আরো পড়ুন- Akshay Kumar : নতুন অবতারে আসছে অক্ষয় কুমার! মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের হাফডজন সিনেমা
এরপর বিবেকের দ্বিতীয় ছবি ব্রিটেনের এশীয় ফুটবলাদের কাহিনি নিয়ে ‘ধন ধনা ধন গোল’ (Dhan Dhana Dhan Goal)। জন আব্রাহম, বিপাসা বসু, আরশাদ ওয়ারসিদের নিয়েও সাড়া মেলেনি। ২০১২ সালে বিবেকের ‘হেট স্টোরি’ (Hate story) কিছুটা হলেও আলোচনায় এসেছিল বটে। তবে বলিউডের প্রথম সারির নির্দেশক হওয়ার দৌড়ে যে অনেকটাই পিছিয়ে ছিলেন, বলা বাহুল্য।
বিবেকের পরবর্তী ছবি ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। নাম ‘জিদ’। এখানেও বিবেকের সাফল্য মেলেনি। বরং হেট স্টোরি কিছুটা হলেও মুনাফা দিয়েছিল। এরপর ‘বুদ্ধ ইন আ ট্র্যাফিক জ্যাম’-এ দেখা যায় তাঁকে। কিন্তু অনুপম খের, অরুণোদয় সিংহ এবং মাহি গিলের এ ছবিকে একপ্রকার ‘রিজেক্ট’ করেছিলেন দর্শকরা।
২০১৬ সালে এসেছিল বিবেক অগ্নিহোত্রীর আরও একটি ছবি। পুলকিত সম্রাট এবং ইয়ামি গৌতমের ‘জুনুনিয়ত’-এর মতো রোম্যান্টিক ড্রামায় হাত দিয়েছিলেন বিবেক। সেখানেও ‘ফ্লপড’! তবে বছর তিনেক পর বিবেককে দেখা গিয়েছিল অন্য ফর্মে। ‘দ্য তাসখন্দ ফাইলস— হু কিলড শাস্ত্রী?’ বানিয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি। বিশেষ সুনামও অর্জন করেছিল সেই সিনেমা।
আরো পড়ুন- RRR-দক্ষিণী সিনেমার দৃশ্য সামনে আসতেই কাঁপছে সিনে-দুনিয়া। ‘বাহুবলি’র চেয়েও কি বেশি বাজেটের সিনেমা?
তবে এবার সমস্ত রেকর্ড ভেঙে দিলেন বিবেক অগ্নিহোত্রী। শুধু যে নিজের রেকর্ড ভাঙলেন তা নয়। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা ব্যবসায়িক দিক থেকে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মুনাফাকারী বলিউডি সিনেমা।