Breaking Bharat News Desk: বেনারসি শাড়ি পরিয়ে-সিঁথিতে সিঁদুর দিয়ে- তারাপীঠে গিয়ে করেছিলাম বিয়ে-রাতে ফুলশয্যা হলো-তারপরে সকাল হলো-ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে (Wife ran away)। সোশ্যাল মিডিয়ায় এই জনপ্রিয় টুম্পা সোনা গানের সাথে হুবহু মিল না থাকলেও বাস্তবের বউ পালানোর গল্পের সাথে অনেকটাই মিল।
টুম্পা সোনা গানে বলা হয়েছে “বউ, পালালো জানলা দিয়ে কিন্তু বাস্তবে দেখা গেল “বউ, পালিয়েছে শ্বশুর বাড়ির পাঁচিল দিয়ে। কি? অবাক লাগছে তাই তো? অবাক হওয়ার কিছু নেই-বাস্তব! বৌভাতের দিনই বউ পালালো শ্বশুর বাড়ির পাঁচিল দিয়ে। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর এলাকার।
জানা গিয়েছে অশোকনগরের বাসিন্দা পেশায় ফুল ব্যবসায়ী বছর ছাব্বিশের(26) এর এক যুবকের,সাথে হুগলি জেলার কোন্নগরের এর বাসিন্দা এক যুবতীর, দেখাশোনার মাধ্যমে বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়েন দুজনে। বাঙালির বিয়ের রীতি অনুযায়ী ঠিক তারপরের দিন শুক্রবার ছিল “কালরাত্রি, নবদম্পতির কেউ কারো মুখ দেখাদেখি চলবে না।
সেইমতো যুবক নববধূকে বাড়িতে রেখে পাশের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল রাত্রি যাপন করতে।শনিবার কাকভোরে প্রতিবেশী এক প্রত্যক্ষদর্শীর মাধ্যমে খবর ছড়ায় নববধূ পাঁচিল বেয়ে রেললাইন ধরে সোজা পালিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরে ঘণ্টা দুয়েক বাদে অশোকনগর বাসস্ট্যান্ডের কাছ থেকে নববধূর সন্ধান মেলে।
স্থানীয় সূত্রে জানা যায় বধূ বাসেও উঠেছিল কন্টাকটারের সন্দেহ হলে বাস থেকে নামিয়ে দেন। নববধূকে ফের নিয়ে আসা হয় শ্বশুর বাড়ি, পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে কর্কশ স্বরে তিনি জানান তিনি অন্য একটি ছেলেকে ভালোবাসেন তাকেই বিয়ে করবেন।এর পরে খবর দেওয়া হয় বাপের বাড়ির লোকজনকে খবর যায় পুলিশ প্রশাসনের কানে।
আরো পড়ুন- Airplane round windows : এরোপ্লেনের গোল জানলা আপনাকে নিরাপত্তা দেয়, জানেন কি?
পুলিশের উপস্থিততে বধূকে তুলে দেওয়া হয় বাপের বাড়ির লোকজনের হাতে। যুবকের বাড়িতে তখনও আত্মীয়-স্বজনে বাড়ি গমগম করছে। সম্পর্কের সায়নের এক দাদা জানিয়েছেন বৌভাতের অনুষ্ঠানে পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন সব মিলিয়ে দুশো লোক নিমন্ত্রিত ছিল।
আরো পড়ুন- Over in Walkie-talkie : ফোনে হ্যালো, কিন্তু ওয়াকিটকিতে কথা বলতে গেলে ওভার কেন বলতে হয় ?
বৌভাতের মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন কষা, চাটনি-পাপড় মিষ্টি কিন্ত সব শেষ।ছেলের দিদা সোভা মন্ডল জানিয়েছেন,আমার বয়স 75 বছর এরকম ঘটনা কোনদিনও দেখিনি। নববধূকে পালিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শী আলো রায় জানিয়েছেন যাতে কারো সন্দেহ না হয় তাই নিজের বিছানায় পাশবালিশ পাতিয়ে কম্বল মুড়ি দিয়ে তারপরে নতুন বউ আমার চোখের সামনে দিয়ে পালিয়েছিল। বৌভাতের অনুষ্ঠানে আমাদেরও নিমন্ত্রণ ছিল উপহারও কিনেছিলাম কিন্তু বৌভাতটাই যে আর হল না উপহার দেব কি করে!