Breaking Bharat : কবিপরিচিতি :ধ্রুপদী কবিতা-(বস্তুতঃ শব্দহীন এভাবেই) বিদ্যুৎ ভৌমিক বাংলা কাব্য সাহিত্যের এই সময়কার জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক (Bidyut Bhowmick) এর জন্ম ১৬ জুন , ১৯৬৪ ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হুগলী জেলার শ্রীরামপুরে ৷ প্রথম শ্রেণীর পত্র- পত্রিকা থেকে একেবারে লিটিল ম্যাগাজিন , কবিতা সংকলন , এবং বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় তাঁর কবিতা নিয়মিত ভাবে ভারত , বাংলাদেশ , ইয়োরোপ , এ্যামেরিকা , স্যুইডেন এবং ক্যানাডার মত দেশের পাঠকদের কাছে ভীষণ ভাবে সমাদৃত হয়ে চলেছে !
কবি বিদ্যুৎ ভৌমিক এর বেশ কিছু কাব্যগ্রন্থ বাজারে বেশ জনপ্রিয় ৷ কবিতার শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন প্রচুর সন্মান ও পুরষ্কার ৷ সম্প্রতি California TV অর্থাৎ USA থেকে থেকে পেয়েছে শ্রেষ্ঠ কবির সন্মান ৷ একজন প্রতিষ্ঠিত বাচিক শিল্পী হিসাবে তিনি তাঁর কণ্ঠের পরিচয় দিয়ে চলেছেন মঞ্চে ও বেতার টেলিভিশনে ৷ কবি বিদ্যুৎ ভৌমিক এর এই সাফল্যের জন্য আমরাও গর্বিত ৷ কবিকে BREAKING BHARAT এর পক্ষ থেকে শুভ কামনা ও শ্রদ্ধা মাখা অভিনন্দন | Editor – Breaking Bharat
অন্যথায় বিপরীতে শ্রাবণ ঝরেছে ; মন চোখ তবু স্মৃতিভুক , জটিল নীররতা দিয়ে বাক প্রহর এভাবেই সহজ ভঙ্গিমায় ডিঙিয়ে চোখ বাঁধা অন্য নাটক দেখা ! কেউ নদীর জন্য নির্বিকার অশ্রু পাত করে নির্জনে অনির্দিষ্ট আচম্বিতে কিছু শুখ দান-দক্ষিণায় চোখ ঠেলে মিলনান্ত সোহাগে রাত জলে ভাসে !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে দুটি আন্তর্জাতিক মানের কবিতা
এভাবেই নীরবতা অন্য মনে চলে আর ফেরে,গর্ভের ভিতর থেকে হু হু পোড়ে মন খারাপের শ্মশান অথচ এভাবেই বৃষ্টির ভেতর ভেতর আকাশি পাড়ায় চাঁদ সরে সরে হাঁটে ! এইভাবে সাবধানে সঞ্চিত কিছু স্বপ্ন স্মৃতির ঢাকনা খুলে দেখি বৃষ্টির আর্তনাদ মধ্যরাত ছিড়ে আমাদের এগলি – সেগলি হাঁটে আর চলে !
কেউ একজন আমার বিপরীতে এসে নির্বাক দাঁড়ায় , যদিও সেভাবে তাঁকে ছুঁয়ে দেখা হয়নি একবারও ; মৃত্যু মৃত্যু গন্ধ দিয়ে রচিত শরীর তাঁর ,ছায়াহীন অস্পষ্ট নগ্ন ভাসমান সে কিছু দূরে সময় পিছিয়ে চলে নিজের ইচ্ছাতে এসেছি এভাবে এখানে ! আমার এতকালের যাবতীয় সর্বনাশ গুলো কৃপণ অবুঝ চলমান অতীত থেকে উঠে আসে ক্ষীণ একটা অর্তনাদ ,একি এযে আমি !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick: কবিতার রাজপুত্র কবি বিদ্যুৎ ভৌমিকের অন্যতম শ্রেষ্ঠ একটি প্রেমের কবিতা
আপাতত অযান্ত্রিক বিপর্যয় ; সেটাও অশুদ্ধ শূন্য শূন্য নিরাকার ! গভীরে নির্ঘুম একক অতলান্ত , পথ বদলে নেওয়া নিঃসঙ্গ নিরাশ্রয় ! এই কথা আযুহীন ; যদিও বলার ইচ্ছায় বলা যেতনা একবারও নিছক মুদ্রাদোষে এপাড়াতে বাতাস এসে একই গান গায় সান্ধ গোধুলীতে ,শেষ বৃষ্টিতে এভাবেই ইচ্ছা করে নগ্ন হয়ে ভিজি ! আমাকে সঙ্গে নিয়ে চাঁদত্ত ভেজে অপ্রয়োজনে !
কবে থেকে এভাবেই ঘর দোর বন্ধই ছিল স্পষ্টতঃ আমার প্রতিটা জন্মের আত্মবীজ গুলো মৃত্যুর একান্তে কাছে এসে কথা বলে ! এই নির্বাক আমি ঘুমের ভেতর এভাবেই নির্ঘুম ব-হু কাল কবে থেকে পুড়ছি নিঃসঙ্গ এভাবেই , কবে থেকে কথা সাজানো হৃদয়ে জন্মঋণ আষাঢ় – শ্রাবণে এভাবেই উদাস ! এই এক প্রণয়হীন জীবন বিবর্ণ বৃষ্টির ভেতর অচেনা রাস্তায় আমার প্রতিবিস্ব দেখে কাব্যগ্রন্থের মলাটে প্রবেশ করে !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : এই সময়ের বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর অন্যতম একটি শ্রেষ্ঠ ক-বি-তা
লেখনীকাল : ২৩/১০/৯৫ স্থান : কবির বাসগৃহ ছায়ানীড় ,শ্রীরামপুর , হুগলী , ভারত , পশ্চিমবঙ্গ