Breaking Bharat : Bidyut Bhowmick: সঙ্গোপনে অফুরান চেয়ে থাকা অনেকটা অভিমান সমস্ত নিঃশ্বাস ! তবু তুমি থাকতে প্রিয়ংবদা কেন হাওয়া নির্জন ?এই তো সে-ই কবিতা থেকে উদাস হেঁটে আসা দ্বিতীয় জগত ; স্বপ্ন থেকে নীরবতার ক্ষমাহীন অসহীষ্ণু সময়,এভাবেই ছুঁই দেহভর্তি তোর তপস্যায় প্রিয়ংবদা !
কিছু কিছু মিথ্যা ভীষণ ছান্দিক ; তবু কেন এই ধুলো রাস্তায় নানাবিধ সর্তগুলো পোডায় আমাকে ,এভাবেই চাঁদ ওঠে বেমালুম পাতাপতঙ্গেরা ঘুনিয়ে যেতে যেতে ! সে-ই লম্বা একটা ছায়া ; সেখানে ঝমঝমিয়ে বৃষ্টির সুচারু বর্ষণ ,এটাও তোমার অভিমানের কথা চিন্তা করে এনেছি কবিতায় প্রিয় নারী ! স্বাভাবিক এখান থেকে খোলা জানলার এপাড় – ওপাড় সেখানে তুমি এক গদ্যময় স্মৃতি , মনের ভিতর অন্য এক মনের অন্তর্গত কথা বলা বলি এটাও কিন্তু অবুঝ পাগলামি ! এটাও তোমার জন্য মনেতে অসুখ নিয়ে একলা যাপন !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick: কবিতার রাজপুত্র কবি বিদ্যুৎ ভৌমিকের অন্যতম শ্রেষ্ঠ একটি প্রেমের কবিতা
সত্যি দয়াপ্রার্থীর রূপ নিয়ে অনেকটা নিচু গলায় কতবার বলেছি – প্রিয়ংবদা তুমি আমার !স্নান ঘরে আমি জ্যোৎস্নার মত নিঃসঙ্গ চোখের ভেতর নানা কারণের দুঃস্বপ্ন আঁছড়ে পড়ে , তবু মধ্যরাতে বারান্দায় একলা এসে দাঁড়াই ব-হু ক্ষণ ! আমার কোনভাবে নিষ্কৃতি নেই তবুও উচ্চারণ করি সহজ নির্লজ্জে ,আমি একমাত্রই তোমায় ভালোবাসি !
এই সময় পোড়ায় এভাবেই চোখের সমস্ত অশ্রুপাত ভিজিয়েছে কথাহীন পথ , তবু এই পথে এধার ওধারের ধাক্কা লাগে ! ভীষণ উষ্ণতায় বিছানায় এভাবে একা একা নির্ঘুমে রাত কাটে,ওদিকের আকাশটায় এভাবেই জ্বলে ওঠে জ্যোৎস্নালোকের অন্য এক নক্ষত্র,সেও আমারই মত প্রেমহীন !
আরো পড়ুন- এই সময়ের জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিকের একটি নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা
শেষ একবার প্রতিদিনের অস্থিরতা জমে জমে বুকের মধ্যে জ্বলে শ্মশান ! ব্যক্তিগত মৃত্যু নিয়ে প্রতিদিন এভাবেই অনেকটা বেলা করে ঘুম ছেড়ে উঠে দাঁড়াই একমাত্র ভালোবাসার কাছে ! স্বভাবতই কবিতার প্রতিটা স্তবক অন্য এক অন্ধকারে নির্বাসন নিয়েছে ,সেখানে একক নীরবতায় প্রাচীন ক্যালেন্ডার খুলে দেখি ; তোমার সাথে কবে কোথায় দেখা হয়েছে , সেই স্মৃতিছবি !
সততই এভাবে ফিরিয়ে দিয়েছি প্রতিজন্মের মৃত্যু ; চেনা সময় , চেনা পথ ,চেনা ফুলের গন্ধ ,সব সবই ভাসিয়েছি চোখের জলে ! অথচ প্রিয়ংবদা এই বুকের একেবারে গভীরে তোমার তুমিকে সরিয়ে দিতে সাহস হয়নি ; যদি কোন দিন ফিরে এসে বল , কই কবি তোমার বুকের মধ্যে আমি কোথায় ??
লেখনীকাল : ২৬/০৫/১৯৯৬ স্থান : কবির বাসগৃহ ছায়ানীড় ,শ্রীরামপুর ,হুগলী ,ভারত ,পশ্চিমবঙ্গ