Breaking Bharat : দক্ষিণি ছবির (South Indian Cinema) স্বত্ব কিনে হিন্দিতে রিমেক করার দিন কি এবার শেষ? বলিউডের (Bollywood) এই চেনা বাণিজ্যিক ‘স্ট্র্যাটেজি’তে ভাগ বসাতে চলেছে খোদ দক্ষিণি সিনেমার নির্মাতারাই। এবার নিজেরাই সিনেমার হিন্দি ভার্সন (Hindi version) বানাবেন। আর তার ফলে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে বলিউড, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
আগাগোড়াই সাউথ ইন্ডিয়ান সিনেমার (South Indian Cinema) গল্প নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গিয়েছে। আর বাণিজ্যের কথা ভেবে বলিউড থেকে টলিউড (From Bollywood to Tollywood), দক্ষিণি সেই সমস্ত গল্পের স্বত্ব নিয়ে একের পর এক সিনেমা বানিয়ে গেছে। বাণিজ্যের দিক থেকে সফলও হয়েছে তারা। সাউথ ইন্ডিয়ান সিনেমার ডানায় ভর করে এভাবেই চলছিল বলিউড তথা আঞ্চলিক ক্ষেত্রগুলি। এবার সেই নিয়মে বদল আসতে চলেছে। একাধিক দক্ষিণি নির্মাতারা তাঁদের গল্পের স্বত্ব বেচতে রাজি নন বলেই সূত্রের খবর।
দক্ষিণি সিনেমার গল্প নিয়ে আগাগোড়া আগ্রহ দেখা গেলেও হাতে গোনা কয়েকবছর আগে থেকেই সেই ছবিগুলি সারা দেশে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। এই প্রসঙ্গে ‘বাহুবলি’র (Baahubali) নাম উল্লেখ করতেই হয়। ‘বাহুবলি’ রিলিজের একদশকও কাটেনি। দক্ষিণি সিনেমার জনপ্রিয়তা হু-হু করে বাড়ছে। ইতিমধ্যেই দর্শকদের একাংশ বলিউডের বদলে দক্ষিণি সিনেমার দিকেই ঝুঁকছেন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলি’ সিনেমাটির হিন্দি ভার্সন চূড়ান্ত ব্যবসা করেছে, এমনটাই বলছে পরিসংখ্যান। এই তালিকায় ‘রোবট’, ‘কেজিএফ’ও রয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা’ ছবিটির ব্যাপক জনপ্রিয়তার প্রসঙ্গেই দর্শকদের বড় অংশ বলিউডের আকাশে অশনি সংকেত দেখছেন।
দর্শকদের অধিকাংশই জানেন, দক্ষিণি ছবির স্বত্ব কিনে সেটা হিন্দিতে রিমেক করেই বলিউডের যত রমরমা। সলমান খনের রেড্ডি, ওয়ান্টেড-এর মতো ছবিগুলি এভাবেই দক্ষিণি ছবি থেকে অনুপ্রাণিত। মূলত তামিল, তেলুগু ছবির গল্পকেই ইদানীং বেশি গুরুত্ব দিচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি। নতুন গল্পের অভাবেই বলিউডের এই অবস্থা?
কিন্তু এবার কড়া সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণি ইন্ডাস্ট্রির নির্মাতারা। একদিকে যেমন, তাঁরা নিজেরাই হিন্দি ভার্সনে রিলিজ করে ভাল মুনাফা পাচ্ছেন, অন্যদিকে নিজেদের মৌলিক গল্পের স্বত্বও বেচতে চাইছেন না। কিছুদিন আগে বিজয় সেতুপতির ছবি হিন্দি রিমেক বানাতে ছবির স্বত্ব কিনতে চেয়েছিলেন খোদ সলমন খান (Salman Khan)। কিন্তু সেই শর্তে রাজি হননি নির্মাতারা।
আরো পড়ুন- Father is happy : বাবা হওয়া কি এতই সোজা ? বাবারা কখন আনন্দ পায় জানেন ?
শুধু তা-ই নয়, অদূর ভবিষ্যতে মুক্তি পাবে, এমন একাধিক সিনেমা নিজেরাই হিন্দিতে বানাবেন বলে জানিয়েছেন দক্ষিণি ইন্ডাস্ট্রির প্রযোজকরা। সূত্রের খবর, এই তালিকায় ‘রঙ্গস্থলম’, থালাপতি বিজয়ের ‘মার্শাল’, ‘মাস্টার’, ‘মনগরম’-এর মতো একাধিক সিনেমা রয়েছে। আর বলিউডের স্ট্র্যাটেজি যদি বাস্তবায়িত হতে না দেওয়া হয় বা সিনেমা হলে ভাগ বসাতে হিন্দি ভার্সন যদি দক্ষিণি ইন্ডাস্ট্রি নিজেরাই করে, তাহলে বলিউড তারকাদের দুর্দিন নেমে আসবে বলে মনে করছেন সিনেমাপ্রেমীদের অধিকাংশ।
আরো পড়ুন- Phone for Viruses: আপনার ফোনে কি ভাইরাস আছে ?গোপন নথি কেউ হাতিয়ে নিচ্ছে না তো ?
কয়েকদিন আগেই বলিউড ও দক্ষিণি সিনেমা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত। বলিউডের তুলনায় দক্ষিণি সিনেমা যে অনেকটাই এগিয়ে, সেই সুর ধরা পড়েছে তাঁর বয়ানে। কারণ হিসেবে অভিনেত্রী জানিয়েছেন, ‘প্রথমত, দক্ষিণী তারকারা নিজেদের সংস্কৃতির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িত। দ্বিতীয়ত, তাঁরা নিজেদের পরিবার-পরিজনদের খুব ভালবাসেন, পাশ্চাত্য সংস্কৃতির হাওয়া এখনও তাঁদের গায়ে লাগেনি। তৃতীয়ত, ওঁদের পেশাদারিত্ব এবং প্যাশন দুটোই সমানভাবে চালাতে পারেন।’ তাই এ বিষয়ে সাউথ ইন্ডিয়ান তারকাদের কঙ্গনার পরামর্শ দিয়েছেন, যাতে তাঁরা বলিউডে ঢুকে নিজেদের কলুষিত না করেন।