Breaking Bharat : অন্য ঘরে এক বিন্দু বিশ্বাস ; তবুও ছুঁয়েছি নেটওয়ার্কহীন বিৰাদাকীৰ্ণ নির্জনতা ! তোর যা কিছু স্বপ্নে ও প্লাবনে পুণ্য হয়েছে বলে , এখান থেকে অদূরের শূন্যতাকে একশত পঞ্চাশ বার সালাম ঠুকলাম ! নতুন বসন্তে স্বপ্রতিভ ঈশ্বর ভীষণ শব্দঘুমে পুরোনো ম্যাজিক আলোকে রিয়্যালিজম প্রবঞ্চনা দিয়ে আঁকে ,দৈবাত্ নাইবা মাননে ; পিছনের ভগবান রাত জলে জ্বলে ওঠে একঝাঁক কান্নায় !তাইতো এভাবেই এক পায়ে এসে দাঁড়ালাম নষ্ট প্রার্থানায় সবটাই নিলাম হাত পেতে সবটাই রাতভোর বৃষ্টির দেহ ধুইয়ে আগুন পলাতক ,এই তো সেই রাস্তা ; অন্য এক পথে মৃত্যু গড়িয়ে গেছে অবাক বিস্ময়ে !
আরো পড়ুন- Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর কাব্যগ্রন্থ ” কথা না রাখার কথা”- র সত্যাসত্য আলোচনা
যদি হাত এগিয়ে দেই তোর দিকে ; নত মুখে আরও কিছু সর্বনাশ আমার অনিচ্ছায় জেগে ওঠে বহু কালের ঘুম নিয়ে তাহলে মরি একবারই প্রথম চুম্বনে !এসব শব্দরা জীবন এঁকেছে চোখে চোখে ; বিবেক অন্য কোন না কথায় আত্মার বন্দরে এসে একক এসে দাঁড়ায় !
সেই থেকে বৃষ্টি পাহারায় তুই ; দয়াময় হৃদয়ের কাছে ,ওই তারাদের কাছে বর্ণপরিচয় একটাই ; প্রেম আর প্রেম ৷ যা অন্য এক স্বপ্ন থেকে শরীরহীন ছায়ারা এক রাতে সমৃতিশূন্য হয়েছে অসংগত লজ্জায় !
আরো পড়ুন- Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর অপ্রকাশিত অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী কবিতা
তবুও প্রথম বসন্তে দূরবর্তী কিছু অলক্ষ্যের আড়াল বহুকালের ঘৃণা আর যন্ত্রণার কাছে ভালোবাসাকে সোপে দিতে এভাবেই চায় !
এই রাস্তায় আটপৌরে কিছু সত্য কবিতার মালিকানা চেয়ে বসে ; শেষ রাতে আকাশ থেকে উড়ে পালায় আমার স্মৃতি ও প্রেত , বেশকিছু চেনা দিন ; অন্য এক মৃত্যুর ভেতর অশরীর ! এই কত কালের নির্ঘুম সময় ক্যালেন্ডার উল্টে দেখে শেষ বিদায়ের স্পষ্টত ছায়া ; হাত শূন্য এভাবেই থেকেছি , তবু এই বৃষ্টির ভেতর একাই হেঁটে গেছি ; যেখানে আমার অন্য জন্মের অপরিচিত আমাকে দেখতে পাই !!
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক এবং তাঁর সময়সাক্ষী কবিতা
লেখনীকাল :~ ১০/ ০৮/১৫ স্থান : কবি বিদ্যুৎ ভৌমিক এর বাসস্থান ছায়ানীড় ৷ হুগলী , শ্রীরামপুর , ভারত ,পশ্চিমবঙ্গ